EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
3081. Find out the odd word from the options:
Hasten
Impede
Accelerate
Rush
Expedite
ব্যাখ্যা: Hints: Hasten, Accelarate, Rush এবং Expedite শব্দগুলো সমার্থক যাদের অর্থ দ্রুততর করা, তড়িঘড়ি করা। আলাদ্য শব্দটি unpede যার অর্থ বাধা প্রদান করা।
3082. Find out the odd word from the options:
Choir
Panel
Task Force
Jury
Committee
ব্যাখ্যা: Hints: Choir (বিশেষত গির্জায় ঐকতানবদ্ধ ধর্মসঙ্গীত নেতৃত্বদানকারী গায়কবৃন্দ) শব্দটি অন্যান্য word থেকে আলাদা কারণ অন্যগুলো কোনো সমস্যা এবং সমস্যা সমাধানে গঠিত দল।
3083. Which of the following is a correct plural word?
agendum
peasantry
datum
phenomenon
ব্যাখ্যা: Option গুলোর মধ্যে plural form হলো peasantry যার অর্থ কোনো দেশের কৃষক সম্প্রদায়, কৃষক শ্রেণি। তাছাড়া অন্যান্য শব্দগুলো agendum, datum এবং phenomenon হলো singular number যাদের plural form হলো যথাক্রমে- agenda, data এবং phenomena
3084. The example of present progressive is -
Walking is a good exercise
He was reading a novel
You have had your meal
They are gossiping
ব্যাখ্যা: Present progressive বা present continuous tense এর উদাহরণ হলো (ঘ) They are gossiping / Present progressive-এর structure হলো sub + am/is/are + verb + ing |
3085. Fill in the blank with the correct choice: 'How much did you- the book?
pay
paid
pay for
pay on
ব্যাখ্যা: প্রদত্ত প্রশ্নের শূন্যস্থানে pay for হবে। মূল্য পরিশোধ করা বোঝাতেpay-এর পরে for বসে।
3086. Which word means the same as ABSOLUTE
Complete
Division
Small
Half
ব্যাখ্যা: Hints: Absolute(সম্পূর্ণ, পরোৎকৃষ্ট,পরিপূর্ণ)-এর সমার্থক শব্দ complete। তাছাড়া devision অর্থ বিভাগ, small অর্থ ছোট, খাটো, half অর্থ অর্ধেক।
3087. Find out the odd word from the options:
Privation
Impecunious
Penury
Pauperism
Opulence
ব্যাখ্যা: Hints: Prication, Penury, Pauperism, Impecunicus শব্দগুলো সমার্থক, যাদের অর্থ কোনো
3088. Find out the odd word from the options:
Commend
Chide
Laud
Eulogize
Extol
ব্যাখ্যা: Hints: Option-গুলোতে odd word হলো chide (নিন্দা করা, তিরস্কার করা)। অন্যান্য ( word commend, eulogize, laud অর্থ প্রশংসা করা, যেগুলো chile-এর বিপরীত শব্দ।
3089. The plural of 'half is-
Halfs
Halves
More than half
More of half
ব্যাখ্যা: Noun-এর শেষে f বা fe থাকলে বা fe-এর স্কুলে tes যোগ করে plural করতে হয়। সুতরাং half-এর plural number হলো halves
3090. Find out the odd word from the options:
Mediocore
Ordinary
Average
Undistinguished
Exemplary
ব্যাখ্যা: Hints: Mediocore অর্থ খুব ভালো নয়, মাঝারি মানের; accraze অর্থ গড়পড়তা ধরনের, undistinguished অর্থ অখ্যাত, সাধারণ; exemplary অর্থ আদর্শস্বরূপ আর ordinary অর্থ সাধারণ। সুতরাং আলাদা অর্থাৎ ভিন্ন শব্দটি হলো Exemplary
3091. What is the plural form of 'Appendix'?
Appendixe
Appendixs
Appendics
Appendices
ব্যাখ্যা: Appendix (বিশেষত বইয়ের শেষে সংযোজিত অংশ, পরিশিষ্ট)-এর plural form হলো appendices বা appendixes।
3092. Find out the odd word from the options:
Mollify
Ameliorate
Exacerbate
Appease
Placate
ব্যাখ্যা: Hints: Odd শব্দটি হলো Exacerisate যার অর্থ উত্তেজিত করা; আরও খারাপের দিকে নিয়ে যাওয়া যা option-এর বাকি শব্দগুলোর বিপরীত শব্দ। বাকি শব্দগুলোর অর্থ শান্ত করা বা প্রশমিত করা।
3093. I shall - the work before I leave my office.
finish
have finished
finished
be finishing
ব্যাখ্যা: ভবিষ্যতে দুটি কাজ সম্পন্ন হবে এবং একটি কাজের আগে অন্যটি সম্পন্ন হবে এরূপ বুঝালে যে কাজটি আগে সম্পন্ন হবে সেটি future perfect (sub + shall havefwill have + D3 + others) এবং যে কাজটি পরে হবে সেটি future/present indefinite হবে। আবার before-এর আগে এবং after-এর পরে perfect অংশটি বসে এবং অন্য অংশে indefinite অংশ বসে। প্রদত্ত বাক্যটি future indifinite।
3094. We shall return before the sun - .
set
will set
is set
sets
ব্যাখ্যা: Universal truth (চিরন্তন সত্য), habitual fact (অভ্যাসগত কর্ম) বোঝাতে present indefinite tense এবং Subject যদি 3rd person singular number হয় তাহলে verb এর শেষে s/es যুক্ত হয়।
3095. Which word means the same as CORDIAL?
Smooth
Friendly
Sophisticated
Reserved
ব্যাখ্যা: Hints: Cordial (আন্তরিক, উষ্ণ, সহৃদয়) এর সমার্থক শব্দ হলো friendly (সহৃদয়, বন্ধুত্বপূর্ণ)।Smoth অর্থ মসৃণ, Sophisticated অর্থ উন্নত এবং জটিল, reserved অর্থ সংরক্ষিত।
3096. Find out the odd word from the options:
Abscond
Yield
Disappear
Flee
ব্যাখ্যা: Hints: Abscond, flee, escape, disappear শব্দগুলোর অর্থ অদৃশ্য হওয়া, দৃষ্টি বাইরে চলে যাওয়া, পলায়ন করা। আর yield অর্থ বশ্যতা স্বীকার করা। সুতরাং odd uord (আলাদা শব্দ) টি হলো yield।
3097. Find out the odd word from the options:
Scoff
Dende
Jeer
Suave
Fleer
ব্যাখ্যা: Hints: Suare (লিপ্ততা; আপাতমধুরতা) শব্দটি অন্যান্য শব্দ থেকে আলাদা। option- Scoff, Jeer, Fleer, Deride শব্দগুলো সমার্থক, যাদের অর্থ বিদ্রূপ।
3098. . The plural of 'Dwarf' is -
Dwarves
Dwarfes
Dwark
Dwarfs
ব্যাখ্যা: Duarf (বামন, ক্ষুদ্রাকৃতির মানব)-এর plural from হলো dwarves এবং duarfs উভয়ই।।
3099. Find out the odd word from the options:
Jubilation
Petulance
Glum
Fury
Discontent
ব্যাখ্যা: Hints: আলাদা শব্দটি হলো jubilation যার অর্থ বিজয়ানন্দ। অন্যদিকে petulance অর্থ কার্যালয়ের জুনিয়র যুক্তিহীনভাবে অস্থির বা বিরক্তিকর, fury অর্থ প্রচণ্ড উত্তেজনা, discontent অর্থ অসন্তোষ বা অতৃপ্তি এবং glum অর্থ মনমরা, বিষণ্ণ।
3100. Which one is present perfect tense?
I am reading
I have read
I read
I have been reading
ব্যাখ্যা: Present perfect tense এর গঠন subject + have/has + verb + বাকি অংশ (Read এর past participle form -read)।