EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
3121. I visit Cox's Bazar frequently. However, I have never - Teknaf.
went to
visited to
gone
been to
ব্যাখ্যা: কোথাও গিয়ে ফিরে আসা অর্থে Present perfect tense-এ been ব্যবহৃত হয়। Present perfect tense-এ have-এর পর verb-এর p.p বসে, যা option (ক)-তে নেই। Option (খ) ভুল, কারণ visit-এর পর to বসে না। আর option (গ) ভুল, কারণ gone-এর পর to নেই।
3122. Choose the right form of verb. I (buy) a new bicycle last week.'
have bought
had bought
have been buying
bought
ব্যাখ্যা: Past indefinite tense নির্দেশক word 'last week' বাক্যে থাকাতে সঠিক উত্তর হবে bought।
3123. Some days - since my father died.
are passed
passed
have passed
had passed
ব্যাখ্যা: Since-এর পরের অংশ বা clause টি past indefinite tense-এ হলে পূর্বের অংশটি present perfect tense- এ হয়। সুতরাং সঠিক উত্তর have passed।
3124. He - home yesterday.
has come
came
comes
come
ব্যাখ্যা: বাক্যে yesterday অর্থাৎ past indefinte tense indicator থাকায় বাক্যটিতে verb এর past form যুক্ত verb প্রয়োজন অর্থাৎ শূন্যস্থানে came হবে।
3125. Complete the sentence: The train had started before-
We had reached the station.
We reached the station.
We were reaching the station.
We had been reaching the station.
ব্যাখ্যা: অতীতের দুটি ঘটনা before দ্বারা যুক্ত থাকলে before-এর পূর্বের অংশ Past perfect এবং পরের অংশটি Past indefinite tense এ হবে। আর Past indefinite tense-এর structure হলো sub+verb-এর past form + obj। সুতরাং সঠিক উত্তর We reached the station.
3126. . Which one is a singular number?
data
errata
criteria
phenomenon
ব্যাখ্যা: Option গুলোর মধ্যে singular number হলো phenomenon, যার plural form হলো phenomena। তাছাড়া option-এর অন্য word-গুলো হলো plural, যাদের singular number হলো যথাক্রমে datum, erratum এবং criterion
3127. Nasima arrived while I- the dinner.
would cook
had cooked
cook
was cooking
ব্যাখ্যা: While দ্বারা যুক্ত দুটি clause থাকলে এবং while-এর পূর্বের clauseটি past indefinite tense হলে while পরবর্তী clause টি past continuous tense হয়। সুতরাং শূন্যস্থানে was cooking বসবে।
3128. What is the synonym of 'Delude'?
Demand
Permit
Aggravate vate
Deceive
ব্যাখ্যা: Hints: Delude এবং deceive (প্রতারণা দাবী করা, permit অর্থ দাবী করা, অনুমতি প্রদান করা আর aggravate অর্থ অবস্থার অবনতি ঘটানো। করা) হলো পরস্পর সমার্থক শব্দ।
3129. The antonym of the word ---Consolidate
None
Amass
Merge
Disperse
ব্যাখ্যা: Hints: আলাদা শব্দটি হলো disperse। কারণ শব্দটির অর্থ সবদিকে ছড়িয়ে দেয়া বা পড়া। শব্দটি বাকি তিনটি শব্দের বিপরীত। বাকি তিনটি শব্দ consolidate, merge এবং amass অর্থ একত্রীকরণ করা।
3130. Select the right form of verb in the bracket: You ever (be) to London?
You ever been to London?
Have you ever been to London?
Have you had been to London?
Have you been to London?
ব্যাখ্যা: প্রদত্ত বাক্যে ever এবং বাক্যের শেষে question mark থাকায় বাক্যটি প্রশ্নবোধক present perfect tense-এ হবে। সঠিক বাক্য structure হবে- Have/has + sub + ever + verb এর p.p + বাকি অংশ। সুতরাং সঠিক উত্তর (খ)।
3131. The train - from Rangpur.
has already arrived
have already arrived
already has been arriving
already arrive
ব্যাখ্যা: Already, recently, just now থাকলে বাক্যটি present perfect tense-এ হবে আর বাক্যে subject যেহেতু singular সুতরাং সাহায্যকারী verb হিসেবে has বসবে। অতএব সঠিক expression টি হলো has already arrived!
3132. I opened the door as soon as I - the bell.
have heard
was hearing
heard
listen
ব্যাখ্যা: As soon as-এর পূর্বের অংশ past indefinite tense এ হলে পরের অংশও past indefinite tense-এ হবে। সুতরাং সঠিক উত্তর heard ।
3133. I asked him if I - borrow his cap for a day.
will
could
can
should
ব্যাখ্যা: সক্ষমতা বোঝাতে বর্তমান বা ভবিষ্যৎকালে can আর অতীতকালে could ব্যবহৃত হয়। If-এর পূর্বে asked থাকাতে শূন্যস্থানে could বসবে।
3134. The synonym of 'sagacious' is-
malicious
malice
judicious
critical
ব্যাখ্যা: Hints: Sagacious (কাণ্ডজ্ঞানসম্পন্ন)-এর সমার্থক শব্দ হলো judicious (বিচক্ষণ)। তাছাড়া malicious অর্থ বিদ্বেষপরায়ণ, malice অর্থ অশুভ কামনা, critical অর্থ সংকটপূর্ণ।
3135. After he (finish) secondary school, he started to study graphic design.
had finished
finished
would finish
would have finished
ব্যাখ্যা: After যুক্ত clause টি Past perfect tense হয়, যদি পরের clause টি Past indefinite tense এ থাকে। অতএব, সঠিক উত্তর (ক) had finished।
3136. The word 'neuron' is related to
brain
stomach
kidney
heart
ব্যাখ্যা: Hints: Neuron হলো স্নায়ুকোষ যা brain এবং শরীরের অন্যান্য অংশে বার্তা বহন করে। সুতরাং শব্দটি brain (মস্তিষ্ক) এর সাথে সম্পর্কিত।
3137. When I saw the gardener, he - tree.
is cutting down
will be coutting down
cut down
was cutting down
ব্যাখ্যা: When দ্বারা প্রথম clause টি past indefinite tense হলে second clause টি past continuous tense-এ হবে। সুতরাং শূন্যস্থানে was cutting down বসবে।
3138. The antonym of the word 'meek' is -
lazy
fierce
strong
weak
ব্যাখ্যা: Hints: Meek (নম্র ও ধৈর্যশীল)-এর বিপরীত শব্দ হলো fierce (হিংস্র বা রাগী)।
3139. What is the past participle form of 'put'?
Putted
Putter
had putter
put
ব্যাখ্যা: Put (রাখা)-এর past এবং past participle form হলো put.
3140. I have done my duty. কোন tense?
Present indefinite
Present perfect
Past perfect
Simple present
ব্যাখ্যা: প্রদত্ত বাক্যটি হলো present perfect tense / Present perfect tense-এর structure হলো sub+have/has+ verb-এর p.p+ obj.+ Ext.