Image
MCQ
61. পাওয়ার প্ল্যান্ট লোড সেন্টারের কাছাকাছি স্থাপন করতে হয়-
উৎপাদন খরচ কমানোর জন্য
পরিবহন লস কমানোর জন্য
পরিদর্শনে সুবিধার জন্য
বেশি পাওয়ার উৎপাদনের জন্য
62. সবচেয়ে বড় ধরনের নিউক্লিয়ার প্ল্যান্টের অবস্থান-
জাপানে
কানাডায়
রাশিয়ায়
আমেরিকায়
63. হিট এক্সচেঞ্জারের অপর নাম-
স্টিম জেনারেটর
রিয়্যাক্টর
কন্ডেন্সার
মডারেটর
64. বাংলাদেশের প্রেক্ষিতে কোন ধরনের প্ল্যান্ট নির্বাচন যুক্তিযুক্ত?
ডিজেল বিদ্যুৎ কেন্দ্র
গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র
তাপবিদ্যুৎ কেন্দ্র
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
65. প্রাইভেট প্ল্যান্ট হিসেবে ব্যবহৃত হয়-
তাপবিদ্যুৎ কেন্দ্র
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
পানিবিদ্যুৎ কেন্দ্র
ডিজেল বিদ্যুৎ কেন্দ্র
66. পিক লোড প্ল্যান্ট হিসেবে ব্যবহৃত হয়-
স্টিম প্ল্যান্ট
ডিজেল প্ল্যান্ট
উইন্ডমিল প্ল্যান্ট
এম.এইচ.ডি প্ল্যান্ট
67. স্ট্যান্ডবাই লস নেই-
তাপবিদ্যুৎ কেন্দ্রের
ডিজেল বিদ্যুৎ কেন্দ্রের
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের
পানিবিদ্যুৎ কেন্দ্রের
68. ডিজেল প্ল্যান্ট নির্বাচন করা হয়, চাহিদা-
15 মেগাওয়াট হলে
20 মেগাওয়াট হলে
10 মেগাওয়াট হলে
30 মেগাওয়াট হলে
70. বাংলাদেশের সাভারে স্থাপিত পরমাণু গবেষণা চুল্লির ক্ষমতা-
1 মেগাওয়াট
3 মেগাওয়াট
2 মেগাওয়াট
4 মেগাওয়াট
71. বাংলাদেশে উন্নতমানের কয়লার খনি আছে-
জামালপুরে
দিনাজপুরের বড় পুকুরিয়ায়
লালমনির হাটে
সীতাকুণ্ডে
72. যেখানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় সে স্থানে স্থাপন করা উচিত-
ডিজেল প্ল্যান্ট
পারমাণবিক প্ল্যান্ট
গ্যাস টারবাইন প্ল্যান্ট
উইন্ডমিল প্ল্যান্ট
73. কোনটির স্থান নির্বাচনে বৃষ্টি বাদলের অবস্থা জরিপের প্রয়োজন?
স্টিম পাওয়ার প্ল্যান্ট
উইন্ডমিল পাওয়ার প্ল্যান্ট
হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট
পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট
74. নিউক্লিয়ার পাওয়ার স্টেশনের কার্যপ্রণালির মিল রয়েছে-
ডিজেল জেনারেটরে
টার্বো অল্টারনেটরে
সোলার জেনারেটরে
গ্যাস জেনারেটরে
75. বিদ্যুৎ উৎপাদনের কাজ হয়ে থাকে-
কন্ডেন্সারে
টারবাইনে
শীতলকে
রিয়্যাক্টরে
76. রক-ফিল বাঁধ হলো একপ্রকার-
রক-ফিল বাঁধ
আর্চ বাঁধ
মাটির বাঁধ
গ্রাভিটি বাঁধ
77. কোন ধরনের পাওয়ার প্ল্যান্টের জন্য খরস্রোতা নদীর প্রয়োজন?
স্টিম পাওয়ার প্ল্যান্টের জন্য
ডিজেল পাওয়ার প্ল্যান্টের জন্য
উইন্ডমিল পাওয়ার প্ল্যান্টের জন্য
হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের জন্য
78. কয়লা খনির কাছাকাছি স্থাপন করা উচিত-
তাপবিদ্যুৎ কেন্দ্র
গ্যাস টারবাইন কেন্দ্র
ডিজেল বিদ্যুৎ কেন্দ্র
সোলার বিদ্যুৎ কেন্দ্র
79. কোনটির ক্ষমতা বেশি হওয়া উচিত?
ডিজেল পাওয়ার প্ল্যান্ট
স্টিম পাওয়ার প্ল্যান্ট
হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট
সোলার পাওয়ার প্ল্যান্ট
80. বেস লোড প্ল্যান্ট হিসেবে ব্যবহৃত হয়-
তাপবিদ্যুৎ কেন্দ্র
উইন্ডমিল বিদ্যুৎ কেন্দ্র
এম.এইচ.ডি. প্ল্যান্ট
জ্বালানি সেল প্ল্যান্ট