MCQ
121. যে বয়লারে টিউবের বাইরে পানি থাকে তাকে বলা হয়-
ফায়ার টিউব বয়লার
লোকোমোটিভ বয়লার
ওয়াটার টিউব বয়লার
মেরিন বয়লার
122. সিলেট জেলার হরিপুরে অবস্থিত-
গ্যাস টারবাইন
স্টিম টারবাইন
ওয়াটার টারবাইন
নিউক্লিয়ার রিয়্যাক্টর
123. বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান-
বগুড়াতে
রংপুরে
কুষ্টিয়াতে
পাবনাতে
124. ফ্লু গ্যাস হলো-
একপ্রকার জ্বালানি
একপ্রকার গ্যাস
একপ্রকার জ্বালানি নয়
গরম ধোঁয়া
125. নিচের কোনটি স্টিম জেনারেটর?
বয়লার
স্টিম রিজারভার
ফার্নেস
স্টিম চেম্বার
126. ইকোনোমাইজার গরম করে-
পানিকে
বাষ্পকে
কয়লাকে
গ্যাসকে
127. নিচের কোনটি প্রাইম মুভারের প্রধান অংশ নয়?
রোটর
জেনারেটর
বিয়ারিং
নজল
128. ড্রাফটের উদ্দেশ্য হলো বের করে দেয়া-
পানি
গ্যাস
ফ্ল গ্যাস
তৈল
129. কুষ্টিয়া জেলার ভেড়ামারায় যে বিদ্যুৎ কেন্দ্রটি আছে তার নাম-
বাষ্পবিদ্যুৎ কেন্দ্র
ডিজেল বিদ্যুৎ কেন্দ্র
তাপবিদ্যুৎ কেন্দ্র
পানিবিদ্যুৎ কেন্দ্র
130. উচ্চতাপীয় দক্ষতাবিশিষ্ট নিম্নের কোন স্টিম প্রাইম মুভারে ব্যবহৃত হয়ে থাকে?
সুপারহিটেড স্টিম
ড্রাই স্টিম
ওয়েট স্টিম
সম্পৃক্ত স্টিম
131. স্টিম প্রাইম মুভার পরিচালিত হয়-
তাপ দ্বারা
স্টিম দ্বারা
গ্যাস দ্বারা
বিদ্যুৎ দ্বারা
132. কম্বিনেশন ড্রাফট ব্যবহৃত হয়-
ফায়ার টিউব বয়লারে
বড় বড় বিদ্যুৎ কেন্দ্রে
ওয়াটার টিউব বয়লারে
বড় জেনারেটরে
133. সৈয়দপুর বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান-
নীলফামারী
বাঘাবাড়ী
পলাশবাড়ী
রংপুর
134. ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান-
ব্রাহ্মণবাড়িয়ায়
সিলেটে
কুমিল্লায়
নরসিংদীতে
135. সুপারহিটার ব্যবহার করায় জ্বালানি খরচ-
কমে
একই থাকে
বাড়ে
পরিবর্তন হয় না
136. ড্রামলেস বয়লারকে বলা হয়-
লোকোমোটিভ বয়লার
স্টারলিং বয়লার
বেনসন বয়লার
কর্নিশ বয়লার
137. বয়লারের অন্যতম প্রধান অংশ হলো-
ফার্নেস কম্বাশন চেম্বার
ওয়াটার চেম্বার
বাষ্প চেম্বার
চিমনি
138. চট্টগ্রাম জেলার রাউজানে অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রটি হলো-
বাষ্পবিদ্যুৎ কেন্দ্র
পানিবিদ্যুৎ কেন্দ্র
ডিজেল বিদ্যুৎ কেন্দ্র
তাপবিদ্যুৎ কেন্দ্র
139. খুলনা বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান খুলনা জেলার-
ফুলতলায়
দৌলতপুরে
ফুলবাড়ীতে
খালিশপুরে
140. বরিশাল বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান বরিশাল জেলার-
সদরে
নদীর ধারে
রেলস্টেশনের কাছে
বিমানঘাঁটির কাছে