MCQ
2001. একটি 5m উচ্চতার পানির ট্যাংকের তলায় অবস্থিত নজল দিয়ে পানি নির্গত হওয়ার বেগ কত?
১২ m/s
৯.৯০ m/s
১০ m/s
৫.৫ m/s
2002. প্রবহমান তরলের মধ্যে কোন শক্তিটি বিদ্যমান নেই?
স্থিতিশক্তি
গতিশক্তি
ঘূর্ণন শক্তি
চাপশক্তি
2003. তরলের বাষ্পে পরিণত হওয়ার প্রবণতাকে বলা হয়-
Volatily
Volality
Volatility
Velocity
2004. টারবুলেন্ট প্রবাহ হতে—
ফ্লুইড কণাগুলো সুবিন্যস্তভাবে প্রবাহিত হয়
ফ্লুইড একটি স্তর অপরটির উপর দিয়ে সুষমভাবে প্রবাহিত হয়
ফ্লুইড কণাগুলো অনিয়মিত ও আঁকাবাঁকা হয়ে প্রবাহিত হয়
ভরবেগের স্থানান্তর শুধুমাত্র আনবিক স্কেলে হয়
2005. কোনটি সঠিক?
Q=yh
Q-av
Q=vh
কোনোটিই নয়
2006. তরলের প্রবাহ হার কোন মিটার দ্বারা নির্ণয় করা হয়?
ফ্যাদোমিটার
অ্যানিমোমিটার
রোটামিটার
ক্যালরিমিটার
2007. এক ঘনমিটার পানির ওজন কত?
1kg
1000kg
100kg
9.81kg
2008. কো-ইফিসিয়েন্ট অব ভেলোসিটির গড় মান কোনটি?
0.62
0.54
0.76
0.97
2009. একটি পাইপের সর্বোচ্চ পরিবহন দক্ষতা-
৫০%
৬৬.৬৭%
৫৬.৭%
৭৬.৬৬%
2010. পাইপে প্রবহমান প্রবাহীর হেড লস সংঘটনের কারণ-
ঘর্ষণ
দিক পরিবর্তন
পাইপের সংকোচন বা প্রসারণ
উপরের সবকয়টি
2011. কোনো প্রবাহের বেগ, চাপ, ঘনত্ব সময়ের সাথে পরিবর্তন না হলে তাকে-- প্রবাহ বলে।
সুষম
অসম
অসংকোচনশীল
শান্ত
2012. নির্গমন সহগ কত হয়?
এক এর চাইতে বেশি
এক এর চাইতে কম
এক
একটিও না
2013. নিম্নের কোনটি তরল পদার্থের বৈশিষ্ট্য?
সংকুচিত হয় না
নির্ধারিত আয়তন দখল করে
মাপ এবং তাপের পরিবর্তনে পরিবর্তিত হয় না
উপরের সবকটি
2014. গতিশীল তরল পার্টিক্যাল-এর মোট শক্তি সমান-
প্রেসার এনার্জি +কাইনেটিক এনার্জি +পটেনশিয়াল এনার্জি
প্রেসার এনার্জি -কাইনেটিক এনার্জি +পটেনশিয়াল এনার্জি
পটেনশিয়াল এনার্জি + সার এনার্জি-কাইনেটিক এনার্জি
কাইনেটিক এনার্জি - প্রেসার এনার্জি + পটেনশিয়াল এনার্জি
2015. কোনটি তরল পদার্থের গুণাবলি নয়?
ঘর্ষণ
ঘনত্ব
পৃষ্ঠটান
আঃ গুরুত্ব
2016. দীর্ঘ পাইপের প্রবাহের ক্ষেত্রে নিম্নের কোন বাধা সবচেয়ে বেশি?
ঘর্ষণজনিত
চাপজনিত
প্রবেশের কারণে
বেগজনিত
2017. প্রকৃত নির্গমন এবং তাত্ত্বিক নির্গমনের অনুপাতকে কী বলে।
বেগের সহগ
সংকোচন সহগ
নির্গমন সহগ
সান্দ্রতা সহগ
2018. রিনোল্ড নাম্বার কত হলে তাকে ল্যামিনার ফ্লো বলে?
2000-এর নিচে
3000-এর উপরে
2000-এর উপরে
কোনোটিই নয়
2019. যখন কোনো তরল পাইপের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন তরলের বেগ-
সেন্টারে সর্বোচ্চ এবং ওয়ালের সন্নিকটে সর্বনিম্ন
সেন্টারে সর্বনিম্ন এবং ওয়ালের সন্নিকটে সর্বোচ্চ
সেন্টারে শূন্য এবং দেয়ালের সন্নিকটে সর্বোচ্চ
সেন্টারে সর্বোচ্চ এবং দেয়ালের সন্নিকটে শূন্য
2020. পাইপের ব্যাস বাড়লে তরলের বেগ--
বাড়বে
কমবে
অপরিবর্তীত থাকবে
কোনোটিই নয়