Image
MCQ
2061. বাস্তব কাজে কোনো যন্ত্রাংশ বা কাঠামো নিরাপদে যে পীড়নের অধীনে কাজ করে বা করবে সে পীড়নের মানকে কী বলে?
কার্যকরী পীড়ন
অনুমোদিত পীড়ন
ডিজাইন পীড়ন
ফ্যাক্টর অব সেফটি
2062. কোনো পদার্থ সর্বোচ্চ যে পরিমাণ পীড়ন নিরাপদে বহন করতে সক্ষম বিবেচনা করা হয়, তাকে কী বলে?
কার্যকরী পীড়ন
ডিজাইন পীড়ন
অনুমোদিত পীড়ন
ফ্যাক্টর অব সেফটি
2063. বাহ্যিক বল প্রয়োগে বোল্টে কত প্রকারের স্ট্রেস সৃষ্টি হয়?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
2065. একটি স্প্রিং-এর স্প্রিং ইনডেক্স এ হলে ওয়াল ফ্যাক্টরের মান কত হবে?
1.20
1.30
1.40
1.50
2068. ফ্ল্যাট কেন্ট ব্যবহারের ক্ষেত্রে কেন্দ্রীয় দূরত্ব সর্বোচ্চ কর ব্যবহার করা যেতে পারে?
৫ মিটার
১৫ মিটার
১০ মিটার
২০ মিটার
2069. বোল্ট এবং নাটের মধ্যে গঠিত জোড়া হলো-
টার্নিং জোড়া
স্ক্র জোড়া
রোলিং জোড়া
ফেরিক্যাল জোড়া
2070. একটি নিরেট শ্যাফট প্রতি মিনিটে 400 বার ঘুরে 45kg- m টর্ক উৎপন্ন করে। অনুমোদিত টরশনাল শিয়ার স্ট্রেস 900kg/cm² হলে শ্যাফটের ব্যাস কত হবে?
2.54cm
2.74cm
2.84cm
2.94cm
2071. প্রেসার ভেসেলের দেওয়ালের পুরুত্ব ও ব্যাসের অনুপাত 0.05-এর কম হলে তাকে কী বলে?
থিক প্রেসার ভেসেল
থিন প্রেসার ভেসেল
থিক এবং থিন উভয়ই
কোনোটিই নয়
2072. থিন প্রেসার ভেখেলে কয় প্রভাবের পীড়ন উৎপন্ন হয়?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৮ প্রকার
2075. কোনো পদার্থের সর্বোচ্চ পীড়ন বা নতি পীড়নের সাথে কার্য পীড়ন বা অনুমোদিত পীড়নের অনুপাতকে কী বলে?
কার্যকরী পীড়ন
অনুমোদিত পীড়ন
ডিজাইন পীড়ন
ফ্যাক্টর অব সেফটি
2077. বাস্তব কাজে কোনো যন্ত্রাংশ বা কাঠামো প্রকৃত যে স্ট্রেসের অধীনে কাজ করবে বিবেচনা করে ডিজাইন করা হয়, তাকে কী বলে?
কার্যকরী পীড়ন
অনুমোদিত পীড়ন
ডিজাইন পীড়ন
ফ্যাক্টর অব সেফটি
2079. কোনো বস্তুর উপর কোনো বাহ্যিক বল কাজ করলে এর অভ্যন্তর ভাগে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, কস্তুর একক ক্ষেত্রে উৎপাদিত এই প্রতিক্রিয়া বলকে কী বলে?
চাপ
পীড়ন
বিকৃতি
মার্জিন অব সেফটি
2080. একটি স্টিল সিলিন্ডারের আভ্যন্তরীণ ব্যাস 1.9mm, অভ্যন্তরস্থ বাষ্পচাপ 12 kg/cm², ধাতুর অনুমোদিত টানা সারফেসিয়াল স্ট্রেস 800 kg/cm² এবং জোড়ার দক্ষতা ৪০% হলে পাতের পুরুত্ব কত?
5mm
15mm
17mm
19mm