Image
MCQ
22301. রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করতে সিমেন্টের ওজনের শতকরা কত ভাগ পানির প্রয়োজন হয়?
২০%
২২%
২৫%
২৭%
22302. কলামের প্রকৃত মুক্ত দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের কত গুণের বেশি হলে লম্বা কলাম (Long Column) বলা হয়?
৪ গুণ
৮ গুণ
৬ গুণ
১০ গুণ
22303. অবকাঠামো (Structure)-এর Settlement নির্ণয়ের জন্য মাটির যে ধর্ম (property) সম্পর্কে পূর্বজ্ঞান থাকা দরকার, তা হলো-
Bearing capacity
Consolidation
Permeability
Compressibility
22304. মোটাদানার পূরক পদার্থের ব্যাস সাধারণত কত ইঞ্চি অপেক্ষা বেশি হয়?
১/৮ ইঞ্চি
১/৬ ইঞ্চি
১/৭ ইঞ্চি
৩/৮ ইঞ্চি
22305. আরসিসি বিম বা স্নাব-এর জন্য সর্বোচ্চ স্লাম্প (Slump) কত সেমি গ্রহণযোগ্য?
১০ সেমি
২০ সেমি
১৫ সেমি
২৫ সেমি
22306. সাধারণত কংক্রিটের কাঠামোর শতকরা কত ভাগ পূরক পদার্থ দ্বারা পূরণ করা হয়?
৬০-৬৫ ভাগ
৮০-৮৫ ভাগ
৭০-৭৫ ভাগ
৯০-৯৫ ভাগ
22307. ডিজাইনের ক্ষেত্রে দ্বিমুখী স্ল্যাবে সাপোর্টের ওপর সৃষ্টি হয়-
ধনাত্মক মোমেন্ট
ঋণাত্মক মোমেন্ট
শূন্য মোমেন্ট
কোনোটিই নয়
22308. আরবি স্ল্যাবে ব্যবহৃত ইট নিজস্ব ওজনের-
30%
40%
50%
25%
22309. যে-সব স্ল্যাবের নিচে ড্রপ প্যানেল এবং কলাম ক্যাপিটাল থাকে না, তাকে বলে-
জয়েস্ট স্ল্যাব
ফ্লাট প্লেট স্ল্যাব
রিব স্ল্যাব
কোল স্ল্যাব
22310. ফ্লাট স্ল্যাবের ড্রপ প্যানেলের দৈর্ঘ্য-
0.20L
0.33L
0.25L
0.40L
22311. মোটাদানার পূরক পদার্থ সাধারণত কত নং চালুনি দ্বারা অতিক্রম করে না?
৪নং চালুনি
৮নং চালুনি
৬নং চালুনি
১৬নং চালুনি
22312. টু-ওয়ে স্ল্যাবের শর্ট ডিরেকশনে আগত লোডের পরিমাণ-
WS/3
WS/3 x m
W/3 x m² /2
W/3xm
22313. পড ফুটিং-এর ক্ষেত্রে ফুটিং-এর কিনারায় ন্যূনতম পুরুত্ব হবে-
10cm
15cm
12cm
18cm
22314. Undisturbed এবং disturbed soil-এর unconfined compressive strength-এর অনুপাতকে বলা হয়-
Bearing capacity
Sensitivity
Relative density
Thixotropy
22315. হালকা লাইভ লোডের জন্য কোন ধরনের স্ল্যাব ব্যবহৃত হয়?
একমুখী
ফ্লাট
দ্বিমুখী
রিবেড
22316. সূক্ষ্মদানার মাটির কণার আকার-
0.07 মিমি হতে 0.002 মিমি
0.06 মিমি হতে 0.002 মিমি
0.05 মিমি হতে 0.002 মিমি
0.04 মিমি হতে 0.002 মিমি
22317. কংক্রিট দেয়ালের ক্ষেত্রে শিয়ারের জন্য ক্রিটিক্যাল সেকশন ধরা হয় দেয়াল পৃষ্ঠ হতে-
d
a/4
d/2
(C-1)/2
22318. Column-এ ব্যবহৃত Lateral tie-এর Diameter নিম্নোক্ত কোনটির চেয়ে কম হবে না?
5mm
10mm
15mm
20mm
22319. ব্লাক কটন সয়েলের ক্ষেত্রে নিরাপদ ভারবহন ক্ষমতা ধর হয়-
20 t/m²
15 t/m²
10 t/m²
5 t/m²
22320. নিষ্ক্রিয় পূরক পদার্থ (Aggregate) কংক্রিটের মোট আয়তনের কত ভাগ দখল করে?
৭০-৭৫%
৭৫-৮০%
৬০-৬৫%
৬৫-৭০%