MCQ
22321. একটা 5' x 5' footing এর চার কোনায় footing-এর পাশ ঘেঁষে । ফুট ব্যাসের চারটা পাইল footing এর মধ্যখানে অবস্থিত একটা কলামের ভার বহন করে। কলামটিতে সর্বোচ্চ 60k vertical load-সহ 40k-ft moment আসতে পারে। তাহলে pile-এ সর্বোচ্চ load হবে-
15k
10k
20k
25k
22322. আদর্শ পেনিট্রেশন পরীক্ষায় হাতুড়ির ওজন এবং পতনের উচ্চতা-
60 কেজি এবং 60 সেমি
50 কেজি এবং 50 সেমি
70 কেজি এবং 70 সেমি
65 কেজি এবং 75 সেমি
22323. বৃহৎ অনুভূমিক বা তির্যক বল প্রতিরোধে পাইল ব্যবহার করা হয়-
টেনশন পাইল
অ্যাঙ্কর পাইল
বিয়ারিং পাইল
ব্যাটার পাইল
22324. নিচের কোন মাটির ভারবহন ক্ষমতা সবচেয়ে কম?
আর্দ্র মাটি
আলগা এবং শুষ্ক চিকন বালি
আলগা এবং শুষ্ক মোটা বালি
কোর্স গ্র্যাভেল
22325. কাদামাটির উপর ভিত্তি স্থাপনের ক্ষেত্রে সর্বোচ্চ অনুমোদনযোগ্য ডিফারেনশিয়াল সেটেলমেন্ট-
100 মিমি
20 মিমি
40 মিমি
10 মিমি
22326. মাটির সেফ ভারবহন ক্ষমতা বৃদ্ধি করা যেতে পারে-
সয়েলকে গ্রাউটিং করে
ভিত্তির গভীরতা বৃদ্ধি করে
যদি পানি সমতল ফুটিং বেসের নিকটবর্তী হওয়ায় মাটি ড্রেনিং-এর মাধ্যমে
উপরের সব কয়টি
22327. দালানে সচরাচর ব্যবহৃত গভীর ভিত্তি হলো-
গ্রিলেজ ভিত্তি
র্যাফট ভিত্তি
পাইল ভিত্তি
ওয়েল ফাউন্ডেশন
22328. আদর্শ পেনিট্রেশন পরীক্ষায় কত সেমি প্রবেশ করাতে আঘাতের সংখ্যা হিসাব করা হয়?
40 সেমি
20 সেমি
30 সেমি
10 সেমি
22329. যে পাইল প্রয়োজনীয় ভারবহন ক্ষমতাসম্পন্ন নিচের শক্ত স্তরে পাইলের উপর আগত কাঠামোর লোড স্থানান্তর করে, তাকে বলে-
কম্প্যাকশন পাইল
শিট পাইল
ফ্রিকশন পাইল
বিয়ারিং পাইল
22330. নিচের কোন মাটির ভারবহন ক্ষমতা সবচেয়ে বেশি?
কোর্স গ্র্যাভেল
আলগা এবং শুষ্ক মোটা বালি
আর্দ্র মাটি
আলগা এবং শুষ্ক চিকন বালি
22331. যে-কোনো মৃত্তিকার ক্ষেত্রে ভূমি থেকে ভিত্তির ন্যূনতম গভীরতা হবে-
60 সেমি
৪০ সেমি
100 সেমি
120 সেমি
22332. নিচের কোনটির ভারবহন ক্ষমতা সর্বাধিক?
শক্ত পাথর
মোটা বালিমাটি
চিকন বালিমাটি
ব্লাক কটন সয়েল
22333. স্টেটিক পেনিট্রেশন পরীক্ষায় পেনিট্রেটিং কৌন (Cone)-এর অ্যাঙ্গেল-
75°
60°
45°
30°
22334. অল্প ভারবহন ক্ষমতাসম্পন্ন মাটির ক্ষেত্রে বেশি লোডের স্টিল স্ট্যানশন-এর জন্য কোন ধরনের ভিত্তি উপযোগী?
ওয়েল ফাউন্ডেশন
পাইল ভিত্তি
র্যাফট ভিত্তি
গ্রিলেজ ভিত্তি
22335. প্লেট লোডিং টেস্ট থেকে পাওয়া যায়-
মাটির সেফ বিয়ারিং ক্যাপাসিটি
মাটির সর্বোচ্চ ভারবহন ক্ষমতা
আন্ডারলেয়িং রক এবং গভীরতা
উপরের কোনোটিই নয়
22336. নরম কাদামাটির ক্ষেত্রে নিরাপদ ভারবহন ক্ষমতা ধরা হয়-
20 t/m²
15 /m²
10 t/m²
5t/m²
22337. যখন ভূগর্ভস্থ পানির তল (water level) ভূপৃষ্ঠের তল (Ground level) এর কাছাকাছি আসে তখন মাটির ভার বহন ক্ষমতা (bearing capacity) কমে-
অর্ধেক হয়
একই থাকে
দুই-তৃতীয়াংশ হয়
তিন-চতুর্থাংশ হয়
22338. নিচের কোনটির ভারবহন ক্ষমতা সর্বনিম্ন?
শক্ত পাথর
মোটা বালিমাটি
লেমিনেটেড পাথর
ব্লাক কটন সয়েল
22339. কফারড্যাম নির্মাণকালে কোন পাইল ব্যবহার করা হয়-
টেনশন পাইল
ফ্রিকশন পাইল
শিট পাইল
বিয়ারিং পাইল
22340. সয়েল সিমেন্টে দৃঢ়ীকরণ করতে কাদামাটির ক্ষেত্রে সিমেন্টের পরিমাণ-
12 থেকে 20%
12 থেকে 15%
7 থেকে 12%
5 থেকে 10%