EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
24241. A line joining some fixed points on the main survey lines, is called a-[MES-18]
check line
baseline
tie line
none of these
ব্যাখ্যা: Line joining some fixed points as a tie station on the main survey line is called as tie line.
24242. Slump টেস্টে ব্যবহৃত রডের ব্যাস কত ইঞ্চি?
৩/৮ ইঞ্চি
১/৮ ইঞ্চি
৫/৮ ইঞ্চি
কোনোটিই নয়
ব্যাখ্যা: Slump টেস্টে ১৬ মিমি বা ৫/৮ ইঞ্চি ব্যাসের ৬০ সেমি লম্বা রড ব্যবহার করা হয়।
24243. 'না' কোন জাতীয় শব্দ? (পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেনডেন্ট। ১৯।
অব্যয়
মহাকাব্য
সর্বনাম
ক্রিয়া
24244. 'হু হু করে বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে।' বাক্যটিতে 'হহু' কোন অর্থে প্রযুক্ত? প্রবাসী কল্যাণ ব্যাংক লি. সিনিয়র অফিসার। ১৪
দ্বিরুক্তি
রূপকার্থক
বিশিষ্টার্থক
ধন্যাতক
24245. A fixed point reference of known elevation is called-[MES-16, 18/
change point
station point
benchmark
datum
ব্যাখ্যা:
24246. গলাশ দেখতে সুন্দর বটে কিন্তু গন্ধহীন' এখানে কোন ধরনের অব্যয়?/বাংলাদেশ কমার্স ব্যাংক লি. অফিসার ০০
সংযোজক
পদান্বয়ী
বিয়োজক
সংকোচক
24247. 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর' এখানে 'টাপুর টুপুর' কোন পদ? পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা। ২২/ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্কেল এ্যাডজুটেন্ট। ১৫
বিশেষ্য
সর্বনাম
অব্যয়
ক্রিয়া
24248. 'কড়কড়' কোন অব্যয়? (খানা শিক্ষা অফিসার: ৯৬/
অনুকার
অনন্বয়ী
সমুচ্চয়ী
অনুসর্গ
24249. Contour lines cross ridge or valley lines at-[BGFCL-17]
30°
60°
45°
90°
ব্যাখ্যা:
24250. দ্বারা, দিয়া, হইতে, থেকে, এগুলিকে বলে- অর্থ মন্ত্রণালয়ের অর্থীদে সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক। ০৭
অব্যয়
অনন্বয়ী অব্যয়
অনুসর্গ অব্যয়
উপসর্গ
24251. 'তুমি না বলেছিলে আগামীকাল আসবে?' এখানে 'না' এর ব্যবহার কি অর্থে? ২৪তম বিসিএস)
না-বাচক
বিস্ময়সূচক
হ্যাঁ-বাচক
প্রশ্নবোধক
24252. 'মরি মরি। কি সুন্দর প্রভাতের রূপ' বাক্যে 'মরি মরি' কোন শ্রেণির অব্যয়? ১৮ তম বিসিএস
সমন্বয়ী
অনুকার
পদান্বয়ী
অনন্বয়ী
24253. 'লোকটি দরিদ্র কিন্তু সৎ' এই বাক্যে 'কিন্তু' হলো- প্রাগনিক সহকারী শিক্ষক। ১৯/পাসপের ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক। ০৩
বিয়োজক অব্যয়
বিস্ময়াদিসূচক অব্যয়
সংযোজক অব্যয়
সংকোচক অব্যয়
24254. পূর্বনির্মিত কাঠামোর বুনিয়াদের গভীরতা ও প্রস্থ বাড়ানোর জন্য করা হয়-
শোরিং
আন্ডার পাইনিং
পাইলিং
কোনোটিই নয়
ব্যাখ্যা: বিদ্যমান ভিতের নিচে যে ভিত দেওয়া হয় বা বিদ্যমান ভিতের শক্তি বৃদ্ধির জন্য যে ভিত দেওয়া হয়, তাকে আন্ডার পাইনিং বলে। বিদ্যমান ভিতের শক্তি বৃদ্ধি করতে আন্ডার পাইনিং দেওয়া হয়।
24255. The error in measured length due to sag of chain or tape is known as--[BADC-18]
positive error
negative error
compensating error
instrumental error
ব্যাখ্যা: The error in measured length due to careless holding of chain is cumulative error. When the pull applied while measuring with a tape, is more than the standard pull for that tape, the error in measured length is positive.
24256. 'এবং' কোন পদ? /ডাক বিভাগের পোস্টাল অপারেটর (পূর্বাঞ্চল)। ১৬
সর্বনাম
অব্যয়
বিশেষণ
বিশেষ্য
24257. What is the length of each link of a 20m long chain? [BREB-17]
100mm
200mm
300mm
400mm
ব্যাখ্যা: চেইন 100 ভাগে ভাগ থাকে 20 x 1000 /100 = 200mm 100
24258. কংক্রিটের কিউরিং-এর সময় কত?
১৮
২০
২৪
২৮
ব্যাখ্যা: সাধারণত ১ দিনে কিউরিং-এর জন্য কংক্রিটের ১৬% কম্প্রেসিভ স্ট্রেন্থ, ৩ দিনের মধ্যে ৪০%, ৭ দিনের মধ্যে ৬৫%, ১৪ দিনের মধ্যে ৯০% এবং ২৮ দিনে ৯৯% কম্প্রেসিভ স্ট্রেন্থ পাওয়া যায়।
24259. An angle between the inclined line of sight and the horizontal is called- [BADC-18]
direct angle
vertical angle
horizontal angle
deflection angle
ব্যাখ্যা: If the object is below the horizontal, then the angle between the line of sight and the horizontal is called the angle of depression
24260. Building-এর Load bearing wall-এর Foundation depth সর্বনিম্ন হতে হবে-
600mm
700mm
800mm
900mm
ব্যাখ্যা: Building-এর Load bearing wall বা Brick wall-এর Foundation depth 900mm (35 inch)-এর কম দেওয়া যাবে না।