MCQ
24301. বাঁক সংস্থাপনকালে বাঁকের উপর খুঁটির ব্যবধান ব্যাসার্ধের কত অংশের বেশি হওয়া উচিত নয়?
1/10অংশ
1/20অংশ
1/30অংশ
1/40অংশ
24302. Concrete-এ Formwork কত দিন পর খুলে ফেলা যায়?
2-3
7
14
28
24303. 'নীল আকাশ' কি বাচক নাম বিশেষণ? (তিটিআরসি'র কন্ডাক্টর-ডি: ২২/
রূপবাচক
অবস্থাবাচক
গুণবাচক
ভাববাচক
24304. কোন বাঁকে সুপার এলিভেশন প্রয়োগ করা কষ্টকর?
সরল
বিপরীত
যৌগিক
সংযুক্ত
24305. ছেদ বিন্দুর চেইনেজ থেকে R tanq/2 এর সমমানের দূরত্ব বিয়োগ করলে চেইনেজ পাওয়া যায়-
প্রথম স্পর্শক বিন্দু
বাঁকের শীর্ষবিন্দু
দ্বিতীয় স্পর্শক বিন্দু
দীর্ঘ জ্যা-এর মধ্যবিন্দু
24306. স্টেশন চিহ্নিতকরণে ব্যবহৃত হয়-
অফসেট রড
ক্রস স্টাফ
হোয়াইটস
রেঞ্জিং পোল
24307. ত্রিভুজের কোণ 30°-120° হলে তা-
সুঠাম ত্রিভুজ
সমবাহু ত্রিভুজ
সমদ্বিবাহু ত্রিভুজ
বিষমবাহু ত্রিভুজ
24308. স্টেডিয়া জরিপের মূলসূত্র-
D= S.f/i + (f+d)
D = L cose
D= L cos + R sine
D= S.f/i-cos20 + (f + d) cose
24309. সড়কের ক্ষেত্রে সুপার এলিভেশন-
V²/gR
GV²/gR
bV²/gR
V³/gR
24310. আমাদের দেশে বহুল প্রচলিত বাস্তুসংস্থান পদ্ধতি-
কেন্দ্র রেখা
ব্যাটার বোর্ড
আয়তাকার স্থানকে
থিওডোলাইট
24311. কোনো বিন্দুর আপেক্ষিক অবস্থান জানার জন্য করা হয়-
কম্পাস জরিপ
সমতলিক জরিপ
জ্যোতিষীয় জরিপ
প্রত্নতাত্ত্বিক জরিপ
24312. কোন পদ্ধতিতে সাউন্ডিং বিন্দুর অবস্থান নির্ণয় করতে স্টাফ ম্যান দরকার?
নৌকা থেকে দুই কোণ মেপে
স্টেডিয়া
তীর থেকে দুই কোণ মেপে
রেঞ্জ লাইন থেকে এক কোণ মেপে
24313. সড়কপথে ব্যবহৃত ক্রান্তি বাঁকের নাম-
স্পাইরাল
ত্রিমাত্রিক অধিবৃত্ত
লেমনিস্কেট
যৌগিক
24314. ত্রিভুজের তিন বাহু সরাসরি মেপে যে জরিপ করা হয়-
কম্পাস জরিপ
শিকল জরিপ
প্লেন টেবিল জরিপ
থিওডোলাইট জরিপ
24315. সড়কের ক্ষেত্রে কেন্দ্রাতিগ অনুপাতের মান-
1/2
1/4
1/8
1/10
24316. মূল স্টেশনের নিকটস্থ সুবিধামতো যে স্টেশনে যন্ত্র বসিয়ে পাঠ নেয়া হয়, তার নাম-
ত্রিভুজায়ন স্টেশন
উপ-স্টেশন
স্টাফ স্টেশন
কোনোটিই নয়
24317. জরিপকারকের দাপ্তরিক কাজ-
মানচিত্র অঙ্কনমালা
পরিমাপ লিখন
জরিপকার্য পরিচালনা
যন্ত্রপাতির তত্ত্বাবধান
24318. লঘুকৃত সাউন্ডিং বলতে বুঝায়-
নির্দিষ্ট উপাত্ততল থেকে তলদেশ পর্যন্ত গভীরতা
সর্বোচ্চ পানির তল থেকে গভীরতা
সর্বনিম্ন পানির তল থেকে গভীরতা
কোনোটিই নয়
24319. যে-সব ঘের প্রান্তিক স্টেশনে সমাপ্ত হয় না, তাদেরকে বলা হয়-
বদ্ধ ঘের
খোলা ঘের
উপ-ঘের
প্রধান ঘের
24320. সমকোণ সংস্থাপনে ব্যবহৃত হয়-
ক্লিনোমিটার
ক্রস স্টাফ
অপটিক্যাল স্কয়ার
সেক্সট্যান্ট