EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
24901. কোন ধরনের aggregate ব্যবহার করলে workability ভালো পাওয়া যায়?
Elongated
Angular
Rounded
সবগুলো
ব্যাখ্যা: কংক্রিটের সর্বোত্তম কার্যোপযোগিতা পাওয়ার জন্য Aggregate- এর আকার গোলাকার (Rounded) হতে হবে
24902. ছেদ বিন্দু থেকে স্পর্শক বিন্দু পর্যন্ত দূরত্বকে বলে—[BBA-19]
ভারটেক্স
এপেক্স দূরত্ব
স্পর্শক দূরত্ব
মধ্য অর্ডিনেটের দূরত্ব
ব্যাখ্যা: বাঁকের শীর্ষবিন্দু ও ছেদবিন্দুর মধ্যবর্তী দূরত্বকে বাঁকের গভীরতা বা এপেক্স দূরত্ব বলে। ছেদবিন্দু থেকে স্পর্শক বিন্দু পর্যন্ত দূরত্বকে স্পর্শক দৈর্ঘ্য বা দূরত্ব বলে।
24903. ডেটাম পৃষ্ঠের RL কত? [BBA-20]
শূন্য
৫০
১-১০০
২০০
কোনোটিই নয়
ব্যাখ্যা: Mean Sea Level (MSL)-এর RL-এর উচ্চতা ০ মিটার। অর্থাৎ, গড় সমুদ্রতল হতে RL-এর উচ্চতা ০ মিটার ধরা হয়।
24904. প্রথম স্পর্শককে বলা হয়-[BBA-19]
রিয়ার ট্যানজেন্ট
রিয়ার স্পর্শক
ফরোয়ার্ড স্পর্শক
সবগুলোই
ব্যাখ্যা: বাঁক সংস্থাপন করার সময় প্রথম স্পর্শক বিন্দু যে রেখায় ছেদ করে সে রেখাকে রিয়ার ট্যানজেন্ট বা ব্যাক ট্যানজেন্ট বলে।
24905. চারটি Aggregate নমুনা A, B, C, D এর Los Angeles Abrasion Value যথাক্রমে 18%, 25%, 23% এবং 16%; কোন নমুনাটি সবচেয়ে শক্ত (Hard)?
A
B
C
D
ব্যাখ্যা: Los Angeles Abrasion Value এর শতকরা মান যত কম হবে Materials এর শক্তি তত বেশি হবে।
24906. Concrete placing এবং compacting-এর সময় উপরিভাগে পানি উঠে গেলে তাকে কী বলে?
Segregation
Bulking
Bleeding
Creeping
ব্যাখ্যা: কংক্রিট মিশ্রণে পানির পরিমাণ বেশি হলে কংক্রিট স্থাপনের সময় এর উপর পানি ভেসে উঠে, একে ব্লিডিং বলে। কংক্রিট নিচে দেবে যায় এবং পানি পৃষ্ঠতল বরাবর ভেসে উঠে।
24907. কংক্রিটের কার্যোপযোগিতা সরাসরি সমানুপাতিক হবে-
সিমেন্ট-খোয়ার অনুপাত
সিমেন্ট-পানির অনুপাত
খোয়ার গ্রেডিং-এর উপর
সবগুলো
ব্যাখ্যা: কংক্রিটের কার্যোপযোগিতা নির্ণয় করা হয় পানি- সিমেন্ট অনুপাতের মাধ্যমে। পানি-সিমেন্টের অনুপাত বেশি হলে কার্যোপযোগিতা কম হয় এবং অনুপাত কম হলে কংক্রিটের শক্তি বেশি হয়।
24908. Engineer's Chain-এর দৈর্ঘ্য কত? [MOEF-19, BPSC-20]
66 ফুট
100 ফুট
100 মিটার
300 ফুট
ব্যাখ্যা: Engineer's chain বা প্রকৌশলী শিকলের দৈর্ঘ্য 100 ft. Gunter's chain-এর দৈর্ঘ্য 66ft. Meter chain-এর দৈর্ঘ্য 20m, 25m, 30m.
24909. ৩০ মিটার শিকল দিয়ে মেপে ১৪ ১২ ঢালবিশিষ্ট ভূমিতে কোনো জরিপ রেখার দৈর্ঘ্য পাওয়া গেল ৩৯২.৫ মিটার। পরে যাচাই করে দেখা গেল যে শিকলটি ৭.৫ সেন্টিমিটার ছোট ছিল। তাহলে, রেখার সংশোধিত দৈর্ঘ্য কত?[BWDB-20]
৩৯৩.১৬ মি
৩৯২.১৬ মি
৩৯১.১৬ মি
৩৯০.১৬ মি
ব্যাখ্যা:
24910. যে Survey দ্বারা এলাকার ভৌগোলিক অবস্থা জানা যায় তার নাম-(MOCA-19]
Plane table
Contour map
Reciprocal levelling
কোনোটিই নয়
24911. কংক্রিটে Shrinkage strain-এর আনুপাতিক মান-
০.০০৩
০.০০০৩
০.০০০০৩
০.০৩
24912. 4 নং (4.75mm) চালুনিতে বাধাপ্রাপ্ত সব অ্যাগ্রিগেট-
ফাইন অ্যাগ্রিগেট
কোর্স অ্যাগ্রিগেট
বাইন্ডিং ম্যাটেরিয়াল
কোনোটিই নয়
ব্যাখ্যা: খোয়া বা Coarse aggregate-এর কণাগুলো যদি 4.75 mm (১) চালুনির ছিদ্র দিয়ে অতিক্রম না করে, সেগুলোকে মোটা দানা (Coarse aggregate) বলে। যে-সব অ্যাগ্রিগেট 4.75 mm চালুনি দিয়ে অতিক্রম করবে সেগুলোকে সরু দানা বা ফাইন অ্যাগ্রিগেট বলে।
24913. নির্ভুল Plane Table Survey-এর Centering বের করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়, তার নাম-[BPSC-20]
Spirit level
Alidade
Plumbing fork
Trough compass
ব্যাখ্যা: Plan Table Surver-এর ক্ষেত্রে centering করার জন্য Plumbing fork ব্যবহার করা হয়ে থাকে। এটি একটি রশির মাথায় আটকানো থাকে, যা একটি নির্দিষ্ট স্থানের Centering করার জন্য ব্যবহার করা হয়, এটির Plumbod বলা হয়।
24914. Contour লাইন কাছাকাছি থাকলে জায়গাটি-(MOCA-19]
জলাশয়
পাহাড়ের চূড়া
সমভূমি
কোনোটিই নয়
ব্যাখ্যা: Contour-এর মান ভিতরে বেশি ও বাহিরে কম হলে এবং Contour লাইন কাছাকাছি থাকলে জায়গাটি পাহাড়ের চূড়া। -AD Contour-এর মান ভিতরে কম ও বাহিরে বেশি হলে জলাশয় বুঝায়। সমোন্নতি রেখা পর্বত শীর্ষের কাছাকাছি থাকলে খাড়াই বা পাহাড়ের চূড়া নির্দেশ করে।
24915. পাহাড়ি এলাকায় কোন Contouring Method ব্যবহৃত -12 হয়? -[HED-19]
Direct Method
Square Method
Cross-section Method
Tachometric Method
ব্যাখ্যা: পাহাড়ি এলাকায় Contouring-এর জন্য Tachometric Method ব্যবহার করা হয়। কারণ এর মাধ্যমে অনুভূমিক দূরত্ব ও কোণ নির্ণয় করা যায়।
24916. একটি Contour ম্যাপের কেন্দ্রের দিকে উচ্চতা বাড়লে বুঝা যায়, এটি- [BPSC-20]
জলাশয়
পাহাড়
সমতলভূমি
উপরের কোনোটিই নয়
ব্যাখ্যা: Contour ম্যাপের কেন্দ্রের দিকে ধারাবাহিকভাবে মান বৃদ্ধি পেলে পাহাড় নির্দেশ করে।
24917. সিমেন্ট মর্টারের কম্প্রেসিভ টেস্টের জন্য ব্যবহৃত কিউব-এর ডাইমেনশন কত?
2cm x 2cm x 2cm
4"x4"x4"
4cm x 4cm x 4cm
2"x2"x2"
ব্যাখ্যা: সঠিক ডাইমেনশন, 70.6mm×70.6min x70.6mm
24918. দুটি স্পর্শক যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-[BBA-19]
স্পর্শক বিন্দু
শীর্ষবিন্দু
ছেদ বিন্দু
বাঁকের বিন্দু
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্রথম স্পর্শক ও দ্বিতীয় স্পর্শক দৈর্ঘ্য যে বিন্দুতে মিলিত হয়, তাকে ছেদ বিন্দু বলে।
24919. যদি ২৬০ মিটার দীর্ঘ লাইনের অক্ষাংশ ২১০ মিটার হয়, তাহলে বিয়ারিং কত হবে?[BWDB-20]
৫৩০
৩৬০
৪৬০
৫৭.৫০
ব্যাখ্যা: আমরা জানি, লাইনের অক্ষাংশ = 1 cos0 210260 cos 0=36°
24920. ত্রিভুজায়ন সিস্টেমের সর্বপ্রথম নিখুঁতভাবে মাপা হয়-[DWASA-20]
ভিত্তিরেখা
নিরীক্ষা রেখা
উত্তর রেখা
অফসেট রেখা
ব্যাখ্যা: সর্বাপেক্ষা বড় প্রধান জরিপ রেখাকে ভিত্তি রেখা বলে। এটা খুবই গুরুত্বপূর্ণ রেখা। এ রেখাটি অন্য সব রেখার দিক নির্দেশনা প্রদান করে।