MCQ
24941. কক্ষের গোপনীয়তা রক্ষা করে আলো-বাতাস নিয়ন্ত্রণ করা যায় কোনটি দিয়ে?
লুভার্ড ডোর
কলাপসিবল ডোর
রিভোলভিং
স্লাইডিং
ব্যাখ্যা: কক্ষের মধ্যে একই সঙ্গে বায়ু চলাচল ও গোপনীয়তা রক্ষা করার জন্য যে ডোর ব্যবহার করা হয়, তাকে লুভার্ড ডোর বলে।
24942. সাধারণ Apartment floor-এর উচ্চতা কত?
১২'
১১'
১০'
৮'-৬"
ব্যাখ্যা: বিংশ শতাব্দীর শেষদিক হতে জমির দাম এবং জনসংখ্যার ঘনত্ব বিবেচনায় সাধারণত Apartment Floor-এর উচ্চতা (বসতবাড়ি) ৯'-১০' রাখা হয়। তবে বাণিজ্যিক ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাসপাতাল ভবনে এটি আরো বেশি হতে পারে।
24943. সিঁড়ির trade এবং riser-এর মাপ কত?
৮" riser ১০" trade
৬" riser ৮" trade
৫" riser ১৩" trade
৬" riser ১০" trade
ব্যাখ্যা: ACI কোড অনুসারে-
(a) ট্রেড + রাইজার = 40cm হতে 45cm
(b) ট্রেড × রাইজার = 400cm হতে 450cm²
24944. সাধারণ Aluminium জানালার কাঁচের মাপ বা Thickness কত?
3 mm
4 mm
5 mm
8 mm
ব্যাখ্যা: বসতবাড়িতে ব্যবহৃত অ্যালুমিনিয়াম জানালার গ্লাসের পুরুত্ব৫-১০ মিমি হয়ে থাকে। তবে সাধারণত ৫ মিমি অথবা ৬ মিমি পুরুত্বের গ্লাস ব্যবহার করা হয়।
24945. বন্যায় গৃহ রক্ষা করতে কী বাড়াতে হবে?
ছাঁদ উচু করতে হবে
ঘরের প্লিন্থের (Plinth) উচ্চতা বাড়াতে হবে
দেয়ালের উচ্চতা বাড়াতে হবে
জানালার উচ্চতা বাড়াতে হবে
24946. ভাইব্রেটর কোনটি?
টিলটিং মিক্সচার মেশিন
হ্যান্ড কম্পাকশন
সারফেস টেবিল
ভাইব্রেটর টেবিল
ব্যাখ্যা: টিলটিং মিক্সচার মেশিন কংক্রিট মিশ্রণের জন্য ব্যবহৃত একটি মিক্সচার মেশিন।
24947. সিঁড়ির হাতলের উচ্চতা কত?
২'-৬"
8′-0"
৩'-০"
৩'-৬"
ব্যাখ্যা: সিঁড়ির হাতলের উচ্চতা সাধারণত ৩৪" হতে ৩৮"-এর মধ্য রাখা হয়। হাতলের উচ্চতা Stair nose হতে Railing top পর্যন্ত হিসাব করা হয়।
24948. কংক্রিট ঢালাই কাজে ওয়াটার সিমেন্ট (Water-cement) অনুপাত বেশি হলে কী ঘটবে?
দ্রুত জমাট বাঁধবে
শক্তি (Strength) কম হবে
স্থায়িত্ব (Durability) বাড়বে
শক্তি (Strength) বেশি হবে
ব্যাখ্যা: ওয়াটার সিমেন্ট রেশিও বেশি হলে কংক্রিটের শক্তি কমে যায় কিন্তু কংক্রিটের কার্যোপযোগিতা বৃদ্ধি পায়।
24949. Pedestrian-দের জন্য ভবনের র্যাম্পের অনুপাত BNBC অনুযায়ী কত হবে?
১:৬
১:৮
১:১০
১:১২
24950. কংক্রিট দ্রুত বহন করতে ব্যবহার করা হয়
ক্রেন
ট্রাক
বেল্ট কনভেয়র
ট্রিপার
ব্যাখ্যা: কংক্রিটকে একস্থান হতে অন্যস্থানে বহন করার জন্য বেল্ট কনভেয়র দ্রুততম মাধ্যম। কারণ বৈদ্যুতিক মাধ্যমে বেল্টের মাধ্যমে কোনো জনবল ছাড়াই কংক্রিট স্থানান্তর করা যায়।
24951. একটি Office building-এ প্রবেশের পর কী দেখতে চান?
লবি
লিফ্ট
লাউঞ্জ
রিসিপশন
24952. সাধারণ দরজার উচ্চতা কত?
৮' উচ্চতা
৭' উচ্চতা
৬'-৬" উচ্চতা
৫'-৬" উচ্চতা
24953. সাধারণ জানালার Sill-এর উচ্চতা কত?
৩' উচ্চতা
২'-৬" উচ্চতা
১' উচ্চতা
৪' উচ্চতা
ব্যাখ্যা: সাধারণত জানালার সিলের উচ্চতা ৩ ফিট রাখা হয়। তবে আর্কিটেকচারাল কারণে বর্তমানে ফ্লোর হতে ৬"-৯" উপরে অথবা নিরাপত্তার জন্য ৩০" থেকে ৪৮" উচ্চতা পর্যন্ত সিল রাখা হয়।
24954. BNBC অনুযায়ী সুউচ্চ ভবন বা Highrise building ন্যূনতম কত তলা হতে হবে?
৬ তলা
৯ তলা
১০ তলা
২০ তলা
ব্যাখ্যা: BNBC-2006 অনুযায়ী Highrise Building ন্যূনতম ৬ তলা।
24955. কম খরচের Floor Finish কোনটি?
মারবেল
মোজাইক
Cement concrete flooring
সিরামিক টাইলস
24956. প্রচুর বৃষ্টিপাতের ফলে গৃহের ছাদ হতে হবে-
সমতল
ঢালু
ডোম আকৃতির
ভল্ট ছাদ
ব্যাখ্যা: প্রচুর বৃষ্টিপাত এলাকায় গৃহে ঢালু ছাদ দেওয়া উচিত। ঢাল সাধারণত ১০০ এর বেশি হওয়া উচিত।
24957. আমাদের climate-এ বিল্ডিং-এর orientation কী হবে?
পূর্ব
পশ্চিম
দক্ষিণ
দক্ষিণ-পশ্চিম
24958. পড়ার টেবিলের উচ্চতা কত?
৩'-৬"
৩'-০"
২'-৬"
8'-0"
ব্যাখ্যা: পড়ার টেবিলের উচ্চতা সাধারণত ২৬" হতে ৩০" এর মধ্যে রাখা হয়।
24959. সাধারণত ভবনের আকৃতি কেমন হয়ে থাকে
গোলাকার
বর্গাকার
কোনিকাল
চতুর্ভুজ
ব্যাখ্যা: আয়তাকার, বর্গাকার, বৃত্তাকার নানা ধরনের জ্যামিতিক আকারে ভবন নির্মাণ করা হয়। তবে স্ট্রাকচারাল ও আর্কিটেকচারাল ফাংশনকেন্দ্রীক বিভিন্ন সুবিধার জন্য বর্গাকার ভবন বেশি জনপ্রিয়।
24960. মার্কেল কোন দেশে পর্যাপ্ত পাওয়া যায়?
বাংলাদেশ
গ্রীস
ইংল্যান্ড
ইতালি
ব্যাখ্যা: মার্বেল সাধারণত হালকা রঙের একটি শিলা। যখন এই পাথর বিশুদ্ধ থাকে তখন সাদা রঙের হয়। বিভিন্ন খনিজ উপাদানের মিশ্রণের ফলে এর রং নীল, ধূসর,গোলাপি, হলুদ, সবুজ বা কালো রঙের হতে পারে। সারা বিশ্বে মার্বেল পাওয়া যায়। তবে সবচেয়ে বেশি পাওয়া যায় ইতালি, স্পেন, ভারত ও চীনে।