MCQ
25001. মাটি তদন্তের প্রধান উদ্দেশ্য-
ভিত্তির গভীরতা নির্ধারণ
ভূমিম্নস্থ পানির অবস্থা জানা
মাটির ঘনত্ব নির্ধারণ
ভারবহন ক্ষমতা জানা
25002. কংক্রিট ঢালাই-এর কত সময় পর কিউরিং করা প্রয়োজন?
4-10 hour
6-24 hour
6-12 hour
24-48 hour
25003. মাটির প্রকৃতির ওপর নির্ভর করে নিরাপদ সহগের মান ধরা হয়-
1 to 2
2 to 3
3 to 4
2 to 5
25004. কোনো দালানের ভূনিম্নস্থ তলকে বলে-
সাবস্ট্রাকচার
সুপারস্ট্রাকচার
বেইজমেন্ট ফ্লোর
আন্ডার গ্রাউন্ড ফ্লোর
25005. মাটির ভারবহন ক্ষমতা নির্ভর করে-
ভিত্তির চওড়ার ওপর
লোড প্রয়োগের ওপর
মাটির প্রকারভেদের ওপর
কাঠামোর গাঁথুনির ওপর
25006. সাধারণ ইমারত নির্মাণে মাটি পরীক্ষা করতে ব্যবহৃত হয়-
গর্ত পরীক্ষা
অ্যাগার বোরিং
শলাকা পদ্ধতি
ওয়াশ বোরিং
25007. ভারবহন ক্ষমতা বেশি-
বেলে মাটিতে
কাদা মাটিতে
এঁটেল মাটিতে
দোআঁশ মাটিতে
25008. ফাটলের হাত হতে ভিত্তিকে রক্ষা করতে হলে মাটির অভ্যন্তরে ভিত্তিকে প্রবেশ করাতে হবে কমপক্ষে-
50cm
60cm
80cm
90cm
25009. কুপিং বলতে বুঝায়-
গ্রাউটিং করার পদ্ধতি
ভিত্তির গভীরতা বৃদ্ধি করার পদ্ধতি
মাটির কম্প্যাকশন করার পদ্ধতি
মাটি সীমাবদ্ধ করার পদ্ধতি
25010. কাঠামোর সর্বনিম্ন অংশ-
ফুটিং
অফসেট
ভিত্তি
প্লিন্থ
25011. মাটির কণাকে জমাটবদ্ধ করতে ব্যবহৃত হয়-
সোডিয়াম ক্লোরাইড
ক্যালসিয়াম ক্লোরাইড
পটাশিয়াম ক্লোরাইড
ম্যাগনেশিয়াম ক্লোরাইড
25012. মাটির ভারবহন ক্ষমতা নির্ণয় পদ্ধতি-
2
3
4
5
25013. পাথর বা শক্ত স্তরের অধিকৃত নমুনা সংগ্রহ করার পদ্ধতি-
টেস্ট সিলিন্ডার
ওয়াশ বোরিং
কোর ড্রিলিং
পারকুশন বোরিং
25014. সাইট এক্সপ্লোরেশনের উদ্দেশ্য নয়-
ডিগ্রি অব কম্প্যাকশন
বসনের পূর্বাভাস
আন্ডার গ্রাউন্ড ওয়াটার লেভেল
লোকেশন অব স্ট্রাকচার
25015. ব্রিজ Abutment-এর উভয় প্রান্তের মাটি ধরে রাখার জন্য যে Wall দেওয়া হয়, তাকে বলা হয়
Wing Wall
Breast Wall
Masonry Wall
Reinforced Concrete Wall
25016. 1 m³ RCC-এর ওজন-
1920 kg
2200 kg
2400 kg
2800 kg
25017. নিরাপদ সহগ-
কার্যকরী ভারবহন ক্ষমতা/নিরাপদ ভারবাহী ক্ষমতা
সর্বোচ্চ ভারবাহী ক্ষমতা/নিরাপদ ভারবাহী ক্ষমতা
গ্রহণযোগ্য ক্ষমতা/নিরাপদ ভারবাহী ক্ষমতা
কোনোটিই নয়
25018. ভিত্তির খাদ কাটার আগে কাগজের উপর অঙ্কিত প্ল্যান- এর স্কেল-
1:50
1:100
1:500
1:150
25019. কাঠামোর উপর আগত লোড প্রধানত কত প্রকার?
2
3
4
5
25020. কোনটি ভিত্তি প্রদানের উদ্দেশ্য নয়?
লোডের তীব্রতা হ্রাস করার জন্য
অসম লোডকে সমভাবে ছড়ানোর জন্য
মাটির সরণ প্রতিরোধের জন্য
কাঠামোর ওজনকে ধারণ করার জন্য