EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
25001. কোনো দালানের ভূনিম্নস্থ তলকে বলে-
সাবস্ট্রাকচার
সুপারস্ট্রাকচার
বেইজমেন্ট ফ্লোর
আন্ডার গ্রাউন্ড ফ্লোর
ব্যাখ্যা: যে মেঝে সরাসরি মটির উপর ভর করে থাকে তাকে গ্রাউন্ড ফ্লোর বলে। আর মাটি তল বা প্লিস্থ লেভেলের থেকে নিচে বা ভূমিস্থ তলকে বেইসমেন্ট ফ্লোর বলে।
25002. কোনটি ভিত্তি প্রদানের উদ্দেশ্য নয়?
লোডের তীব্রতা হ্রাস করার জন্য
অসম লোডকে সমভাবে ছড়ানোর জন্য
মাটির সরণ প্রতিরোধের জন্য
কাঠামোর ওজনকে ধারণ করার জন্য
ব্যাখ্যা: ভিত্তি প্রদানের উদ্দেশ্য- (i) লোভের তীব্রতা হ্রাস করা (ii) লোভের সুষম বণ্টন (iii) কাঠামোকে সমতল পৃষ্ঠ প্রদানের জন্য (iv) কাঠামোর স্থায়িত্বতা প্রদান (v) মাটির সরণ প্রতিরোধের জন্য।
25003. মাটির ভারবহন ক্ষমতা নির্ভর করে-
ভিত্তির চওড়ার ওপর
লোড প্রয়োগের ওপর
মাটির প্রকারভেদের ওপর
কাঠামোর গাঁথুনির ওপর
25004. 1 m³ RCC-এর ওজন-
1920 kg
2200 kg
2400 kg
2800 kg
ব্যাখ্যা: i) 1m³ RCC = 2400 kg/m³ (ii) ব্রিক ম্যাশনারি LC = 1920 kg/m³ (iii) সিমেন্ট = 2400 kg/m³
25005. ফাটলের হাত হতে ভিত্তিকে রক্ষা করতে হলে মাটির অভ্যন্তরে ভিত্তিকে প্রবেশ করাতে হবে কমপক্ষে-
50cm
60cm
80cm
90cm
25006. ব্রিজ Abutment-এর উভয় প্রান্তের মাটি ধরে রাখার জন্য যে Wall দেওয়া হয়, তাকে বলা হয়
Wing Wall
Breast Wall
Masonry Wall
Reinforced Concrete Wall
ব্যাখ্যা: উইং ওয়াল: এবাটমেন্টের পেছনের ভরাট করা মাটি আটকে রাখার জন্য যে দেয়াল বা কাঠামো নির্মাণ করা হয়, তাক উইং ওয়াল বা পাখনা দেওয়াল বলে। Breast Wall: ব্রিজের সার্ভারকে বা টি বিমকে বসানোর জন্য যে ওয়াল নির্মাণ করা হয়, তাকে বেস্ট ওয়াল বলে।
25007. মাটির প্রকৃতির ওপর নির্ভর করে নিরাপদ সহগের মান ধরা হয়-
1 to 2
2 to 3
3 to 4
2 to 5
25008. নিরাপদ সহগ-
কার্যকরী ভারবহন ক্ষমতা/নিরাপদ ভারবাহী ক্ষমতা
সর্বোচ্চ ভারবাহী ক্ষমতা/নিরাপদ ভারবাহী ক্ষমতা
গ্রহণযোগ্য ক্ষমতা/নিরাপদ ভারবাহী ক্ষমতা
কোনোটিই নয়
25009. কাঠামোর সর্বনিম্ন অংশ-
ফুটিং
অফসেট
ভিত্তি
প্লিন্থ
ব্যাখ্যা: কোনো কাঠামোর সর্বনিম্ন অংশ, যা মাটির ভিতরে থাকে অর্থাৎ কাঠামোর নিম্নতম অংশকে ভিত্তি বা বুনিয়াদ বলে। এটি সুপারস্ট্রাকচারের বেইজ হিসেবে কাজ করে।
25010. মাটির ভারবহন ক্ষমতা নির্ণয় পদ্ধতি-
2
3
4
5
25011. ভিত্তির খাদ কাটার আগে কাগজের উপর অঙ্কিত প্ল্যান- এর স্কেল-
1:50
1:100
1:500
1:150
25012. সাধারণ ইমারত নির্মাণে মাটি পরীক্ষা করতে ব্যবহৃত হয়-
গর্ত পরীক্ষা
অ্যাগার বোরিং
শলাকা পদ্ধতি
ওয়াশ বোরিং
ব্যাখ্যা: সাধারণত ইমারত নির্মাণে মাটি পরিক্ষা করতে অ্যাগার বোরিং পদ্ধতিতে ব্যবহৃত হয়। এবং সেতুর ভিত্তির জন্য মাটি পরীক্ষা করতে ব্যবহৃত হয় ওয়াশ বোরিং।
25013. পাথর বা শক্ত স্তরের অধিকৃত নমুনা সংগ্রহ করার পদ্ধতি-
টেস্ট সিলিন্ডার
ওয়াশ বোরিং
কোর ড্রিলিং
পারকুশন বোরিং
25014. সাইট এক্সপ্লোরেশনের উদ্দেশ্য নয়-
ডিগ্রি অব কম্প্যাকশন
বসনের পূর্বাভাস
আন্ডার গ্রাউন্ড ওয়াটার লেভেল
লোকেশন অব স্ট্রাকচার
ব্যাখ্যা: ভিত্তিসহ একটি কাঠামো ডিজাইন করার জন্য প্রয়োজনীয় সকল তথ্য পাওয়ার জন্য একটি সাইটের উপরিভাগ, ডিগ্রি অব কম্পেকশন, ফাউন্ডেশন টাইপ, আন্ডারগ্রাউন্ড ওয়াটার টেবিল ইত্যাদির বিবেচনাকে সাইট এক্সপ্লোরেশন বলে।
25015. কাঠামোর উপর আগত লোড প্রধানত কত প্রকার?
2
3
4
5
ব্যাখ্যা: কাঠামোর উপর আগত লোড তিন প্রকার, যথা- (i) ডেড লোড (ii) লাইভ লোড (iii) এনভায়রনমেন্টাল লোড।
25016. মাটির কণাকে জমাটবদ্ধ করতে ব্যবহৃত হয়-
সোডিয়াম ক্লোরাইড
ক্যালসিয়াম ক্লোরাইড
পটাশিয়াম ক্লোরাইড
ম্যাগনেশিয়াম ক্লোরাইড
ব্যাখ্যা: ক্যালসিয়াম ক্লোরাইড বাষ্পীভবন প্রতিরোধ করে এবং কম্প্যাকশন সময়কালে আর্দ্রতা ধরে রাখে, যা মাটির জমাটবাঁধার জন্য সহায়ক।
25017. মাটি তদন্তের প্রধান উদ্দেশ্য-
ভিত্তির গভীরতা নির্ধারণ
ভূমিম্নস্থ পানির অবস্থা জানা
মাটির ঘনত্ব নির্ধারণ
ভারবহন ক্ষমতা জানা
25018. কংক্রিট ঢালাই-এর কত সময় পর কিউরিং করা প্রয়োজন?
4-10 hour
6-24 hour
6-12 hour
24-48 hour
25019. কুপিং বলতে বুঝায়-
গ্রাউটিং করার পদ্ধতি
ভিত্তির গভীরতা বৃদ্ধি করার পদ্ধতি
মাটির কম্প্যাকশন করার পদ্ধতি
মাটি সীমাবদ্ধ করার পদ্ধতি
25020. ভারবহন ক্ষমতা বেশি-
বেলে মাটিতে
কাদা মাটিতে
এঁটেল মাটিতে
দোআঁশ মাটিতে
ব্যাখ্যা: বেলে মাটির ভারবহনক্ষমতা বেশি। কারণ বেলে মাটির ওজন বেশি বা কম ভয়েড যুক্ত হওয়ায় ভারবহনক্ষমতা বেশি। আর এঁটেল মাটির পানি ধারণক্ষমতা বেশি।