MCQ
25641. এক বর্গমিটার জায়গা হেরিংবোন বন্ড করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা কত? [DM-19]
৩১টি
৫২টি
৪২টি
৬২টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: HBB-এ ইটের সংখ্যা = 1/(0.254 x0.076) =51.8=52টি
25642. সাধারণ মাটির অ্যাংগেল অব রিপোজ- [BEPZA-23]
২৫-৩০
৩০-৪২
80-8৫
৪৫-৬০
ব্যাখ্যা: ব্যাখ্যা: অ্যাঙ্গেল অব রিপোজ মাটির স্থিরতা কোণ: কোনো জায়গায় মাটি বা অনুরূপ বন্ধু স্তূপীকৃত রাখলে স্তূপের চালু তল ও অনুভূমিক তলের মধ্যে যে কোনো উৎপন্ন হয়, তাকে অ্যাঙ্গেল অব রিপোজ বলে। একে (ফাই) দ্বারা সূচিত করা হয়। এর মান সাধারণত 33° থেকে 42° পর্যন্ত হয়ে থাকে।
25643. Wing wall দৈর্ঘ্য অ্যাবাটমেন্টের উচ্চতার কত গুণ হয়?
১ থেকে ২ গুণ
২ থেকে ৩ গুণ
১.৫ থেকে ২ গুণ
৩ থেকে ৫ গুণ
25644. ইটের কাজে সাধারণত লাইম এবং বালির অনুপাতে কত ধরা হয়। [HED-19]
1:2
1:4
1:6
1:8
ব্যাখ্যা: ব্যাখ্যা: Coolime is used for brick bond replacing cement. Here use 1 part lime and 2 part sand.
25645. রিটার্ন টাইপ Wing wall অ্যাবাটমেন্টের সাথে কত ডিগ্রি কোণে থাকে?
120°
100°
90°
45°
25646. সেপটিক ট্যাঙ্কের দুই কক্ষের মাঝের ওয়ালকে বলা হয়- [SB-16]
Whope wall
বাফেল ওয়াল
Wing wall
Pier
ব্যাখ্যা: ব্যাখ্যা: সেপটিক ট্যাঙ্কের দুই কক্ষের মাঝের ওয়ালকে বাফেল ওয়াল বলে।
25647. ১২"x১২" × ১২" সাইজ এর একটি বিম এর ঢালাই এর জন্য সিমেন্ট এর পরিমাণ কত? [MOCA-19]
2
3
1
none of them
ব্যাখ্যা: Wet. Volume = (12*12*12)/(12*12*12)=1 ft^3
Dry Volume 1x1.5 = 1.5ft^3
let, Ratio 1+2+4=7
Cement =( 1.5x0.8x1)/7=0.17 bag
25648. মাটি ভরাট মাটি খননের কত অংশ ধরা হয়?
১/৪ অংশ
১/৩ অংশ
১/৬ অংশ
১/৫ অংশ
25649. বিম, কলাম ইত্যাদি মেম্বারের উপর প্লাস্টারের অনুপাত কত? [SB-16]
১:৩
১:৪
১:৬
১:৭
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিম, কলাম ইত্যাদি মেম্বরের উপর প্লাস্টারের অনুপাত ১:৪ অর্থাৎ বিম ও কলামে প্লাস্টার করার জন্য ১ ভাগ সিমেন্ট ও ৪ ভাগ বালির মিশ্রণ তৈরি করতে হয়।
25650. RCC ঢালাই করা কার্নিশ দেয়ালের গাত্র থেকে কত সেমি বাইরে থাকে? [SB-16]
৪০ থেকে ৮০cm
৫০ থেকে ৯০cm
৩০ থেকে ৬০cm
৬০ থেকে ৯০cm
ব্যাখ্যা: ব্যাখ্যা: (i) কার্নিশ দেয়ালের গাত্র থেকে 30cm- 60cm বাহিরে থাকে।
(ii) সানশেড (30cm-45cm) বাহিরে থাকে।
25651. ৯ ১/২” × ৪ ১/২’’ × ২ ৩/৪” সাইজের ইটে ১০০ ফুট Edging-এর জন্য ইট প্রয়োজন- [MOCA-19]
২০০টি
২৫০টি
৩০০টি
২৭৫টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইট = 100/(4.5/12) = 275টি।
25652. ১০০ ঘনফুট ইটের খোয়া প্রস্তুতিতে ইটের প্রয়োজন- [MOCA-19]
৮৫০টি
৮০০টি
৭০০টি
৭৫০টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: এক ঘনফুটে ইট লাগে 9টি।
100×9=900টি
25653. সড়ক বাঁধের Side Slope সাধারণত দেওয়া হয়- [SB-16]
২:১
১:১
৩:১
৪:১
ব্যাখ্যা: ব্যাখ্যা: সড়ক বাঁধের মাটি ভরাটের ক্ষেত্রে Side slope
সাধারণত ২:১ ধরা হয়।
25654. ক্যান্টিলিভার রিটেইনিং ওয়ালের উচ্চতা কত মিটার পর্যন্ত হয়?
৫-৬ মিটার
৬-৮ মিটার
৬-৭ মিটার
৭-৮ মিটার
25655. Splayed (স্প্রেড) type Wing wall অ্যাবাটমেন্টের সাথে কত ডিগ্রি কোণে থাকে?
30°
45°
60°
90°
25656. যে ওয়াল নিজস্ব অবস্থানে স্থির থেকে অথবা অন্য কোনো পদার্থের পার্শ্বচাপ প্রতিরোধ করে, তাকে বলে-
Wing wall
Retaining wall
Curtain wall
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে Wall নিজস্ব অবস্থানে স্থির থেকে অথবা অন্য কোনো পদার্থের (মাটি, পানি ইত্যাদি) পার্শ্বচাপ প্রতিরোধ করে, তাকে রিটেইনিং ওয়াল বলে। রিটেইনিং ওয়াল তিন প্রকার, যথা-
(i) বসভিটি রিটেইনিং ওয়াল: নিজস্ব ওজন দ্বারা পার্শ্ব চাপ প্রতিহত করে।
(ii) ক্যান্টিলিভার রিটেইনিং ওয়াল: এ ওয়ালের উচ্চতা 6m-7m পর্যন্ত হয়।
(iii) কাউন্টার ফোর্ট রিটেইনিং ওয়াল : ওয়ালের উচ্চতা 6m-এর বেশি হয়ে থাকে।
25657. রিটেইনিং ওয়ালকে কয় ভাগে ভাগ করা যায়?
২ ভাগে
৪ ভাগে
৩ ভাগে
৫ ভাগে
25658. এক ঘনমিটার Brick Masonry কতটি ইটের প্রয়োজন? [DM-19]
৫০০টি
৪০০টি
৪৫০টি
৩৫০টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইটের প্রয়োজন (মসলাসহ)
1/(0.20×0.10 ×0.10)= 500 টি
25659. ১:৬ অনুপাতে ১৫'-০" লম্বা, ৯'-০" চওড়া ও ১০" পুরু একটি ইটের গাঁথুনি করতে প্রতি ঘনমিটার ৩০০০.০০ টাকা হিসাবে খরচ পড়বে- [MOCA-19]
৩,০০০.০০ টাকা
১০,৫০০.০০ টাকা
৯,৪১২.০০ টাকা
৯,০০০.০০ টাকা
ব্যাখ্যা: ব্যাখ্যা: Volume = (15 x9 x 10)/ 12=112.5 ft^3=3.18m^3. 1 ঘনমিটারে খরচ পড়বে 3000 টাকা
..3.18 ঘনমিটারে খরচ পড়বে (3000×3.18)= 9,564.27 টাকা
25660. Wing wall-এর পুরুত্ব কত হয়?
২৫ সেমি থেকে ৩০ সেমি
২০ সেমি থেকে ৩৫ সেমি
৩০ সেমি থেকে ৪০ সেমি
৪০ সেমি থেকে ৫০ সেমি
ব্যাখ্যা: ব্যাখ্যা: Wing wall-এর পুরুত্ব 30cm - 40cm হয় এবং এর দৈর্ঘ্য অ্যাবাটমেন্টের উচ্চতা 1.5 থেকে 2 গুণ হয়।