Image
MCQ
25701. অগভীর নলকূপের গভীরতা কত মিটারের অধিক নয়? [BB-21]
৬০ মিটার
১২০ মিটার
৭০ মিটার
৮০ মিটার
25702. এক সিএফটি খোয়া তৈরিতে কয়টি ইটের প্রয়োজন? (SGCL-23)
৪টি
৬টি
১০টি
৮টি
25703. টো স্ল্যাবের বর্ধিতাংশ থেকে বেইস স্ল্যাবের প্রন্থের-
১/৪ থেকে ১/৫ অংশ
১/৪ থেকে ১/৩ অংশ
১/৩ থেকে ১/৫ অংশ
১/১০ থেকে ১/১৫ অংশ
25704. কোন ফর্মুলাটি ব্যবহার করলে শ্রমিকরা আর্থিকভাবে লাভবান হবে? [BGFCL-21]
মধ্য প্রস্থচ্ছেদ ফর্মুলা
লম্বচ্ছেদ ফর্মুলা
গড় প্রস্থচ্ছেদ ফর্মুলা
প্রিজময়েডাল ফর্মুলা
কোনোটিই নয়
25705. রিটেইনিং ওয়ালের উচ্চতা ৬ মিটারের বেশি হলে কোন প্রকারের রিটেইনিং ওয়াল হিসেবে ডিজাইন করা হয়?
Cantilever retaining wall
Gravity retaining wall
Counter fort retaining wall
কোনোটিই নয়
25706. ক্যান্টিলিভার রিটেইনিং ওয়ালের পাদদেশের ন্যাবকে বলা হয়-
Steam slab
Base slab
Back fill slab
কোনোটিই নয়
25707. পানির গভীরতা মাপার জন্য যে Servey করা হয় তাকে বলা হয়-[BADC-22]
Contour
Fly leveling
Sounding
Water leveling
25708. মাটির কাজের পরিমাণ নির্ণয়ে নিচের কোন সূত্রটি তুলনামূলকভাবে নির্ভরযোগ্য? [BBA-19; BSCIC-19, BB-21]
গড় প্রস্থচ্ছেদ সূত্র
মধ্য প্রস্থচ্ছেদ সূত্র
প্রিজময়েডাল সূত্র
কোনোটিই নয়
সবগুলোই
25709. ইমারতের একতলা থেকে দোতলায় খরচ শতকরা কত ভাগ কম পড়ে? [BGFCL-21]
১০%
২০%
১৫%
২৫%
কোনোটিই নয়
25710. শয়নঘর বাড়ির কোনে থাকা বাঞ্ছনীয়। [BGFCL-21]
দক্ষিণ
পূর্ব
পশ্চিম
দক্ষিণ-পূর্ব
কোনোটিই নয়
25711. ছাদের সঙ্গে প্যারাপেটের সংযোগস্থলে Lime Concrete দ্বারা যে Round off করা হয়, তার নাম- [R&H-01, BB-21]
Parapet Junction
Terracota
Ghoondi
Impercobtor
25712. ক্যান্টিলিভার রিটেইনিং ওয়ালের বেইস-এর পুরুত্ব দেওয়ালের উচ্চতার কত অংশ হয়?
১/১৫ থেকে ১/১০ অংশ
১/১০ থেকে ১/৫ অংশ
১/৭ থেকে ১/১৫ অংশ
১/৫ থেকে ১/৮ অংশ
25713. ইমারত তৈরি করতে শ্রমিক বাবদ খরচ সমস্ত খরচের শতকরা কত ভাগ? [BGFCL-21]
80
৩০
২৫
২০
কোনোটিই নয়
25714. Rise and Fall method কোন কাজের জন্য ব্যবহার করা হয়?[BPSC-22]
Field survey
Reconnaissance
Total station survey
Calculation of RL
25715. ১ ব্যাগ সিমেন্টে কত গ্যালন পানি প্রয়োজন হয়?
প্রায় ৭ গ্যালন
প্রায় ৮ গ্যালন
প্রায় ৯ গ্যালন
প্রায় ১০ গ্যালন
কোনোটিই নয়
25716. ভূমিতল হতে প্লিস্থ তলের উচ্চতা কত? [BGFCL-21]
৪০-৪৫ সেমি
৫০-৬০ সেমি
৪৫-৫০ সেমি
৪৫-৬০ সেমি
কোনোটিই নয়
25717. ১৫ মিমি পুরু একটি আরসিসি স্নাবের ক্ষেত্রফল ১০০ বর্গমিটার, রডের পরিমাণ ১.৫% অনুপাত ১:২:৪। উক্ত স্নাব তৈরি করতে কত পরিমাণ বালি প্রয়োজন হয়েছিল? [BGFCL-21]
০.৬৬ ঘনমিটার
০.৬৬ ঘনসেন্টিমিটার
০.৩৬ ঘনমিটার
০.৩৬ ঘনসেন্টিমিটার
কোনোটিই নয়
25718. জল ছাদের ঢাল সাধারণত কত? [BGFCL-21]
১:৬
৬:১
১০:৬
৬:১০
কোনোটিই নয়
25719. Damp Proof Course (DPC) মাপের একক- [BPSC-20]
m
উপরের কোনোটিই নয়
25720. ভিত্তিতে ঢালাইয়ের অনুপাত হয়-
1:2:4
1:6:8
1:3:5
1:3:6