MCQ
25721. বর্তমানে কোনটির সাপেক্ষে বাংলাদেশের জিটিএস স্থাপন সুমীজী চকাণা করা হয়েছে?[BBA-23]
করাচি
কক্সবাজার গড় সমুদ্র সমতল
ভারত মহাসাগর
আরব সাগর
25722. ইনভার স্টাফের ক্ষুদ্রতম পাঠমান কত?[PPA-23]
Imm
2mm
3mm
4mm
25723. পানি সরবরাহ ও পয়ঃপ্রণালির লাইন স্থাপনের জন্য করা হয়- [BBA-23]
শিকল জরিপ
প্রকৌশল জরিপ
থিওডোলাইট জরিপ
ভূতাত্ত্বিক জরিপ
ব্যাখ্যা: পানি সরবরাহ ও পয়ঃপ্রণালির লাইন স্থাপনের জন্য স্থাপন করা হয়- প্রকৌশল জরিপ।
25724. জল সমতল থেকে তলদেশ পর্যন্ত খাড়া দূরত্ব মাপার পদ্ধতিকে বলে- [MOCA-19, BBA-19, DWASA-20, BBA-23)
সাউন্ডিং
লঘুকৃত সাউন্ডিং
এলিভেশন
লঘুকৃত এলিভেশন
ব্যাখ্যা: জলের নিচের কোনো বিন্দুর অবস্থান বা দূরত্ব মাপাকে সাউন্ডিং বলে।
25725. 'ক' বিন্দু উপাত্ত তলের ২.৫০ মিটার নিচে অবস্থিত। 'খ' বিন্দু উপাত্ত তলের ৩.৫০ মিটার উপরে অবস্থিত। 'খ' বিন্দু থেকে 'ক' বিন্দুর আপেক্ষিক এলিভেশন কত? [PPA-23]
(+) 3.00m
(-) 3.00m
(+) 6.00m
(-) 6.00m
ব্যাখ্যা: খ থেকে ক-এর আপেক্ষিক এলিভেশন = ক-এর
এলিভেশন- খ-এর এলিভেশন
2.50m(+3.50m) 6.00m
25726. বৃহৎ ত্রিভুজায়ন জরিপের মাধ্যমে কোন ধরনের বেঞ্চমার্ক স্থাপন করা হয়? [PPA-23]
স্থায়ী
জিটিএস
অস্থায়ী
ধার্যকৃত
25727. 170 মিটার দূরবর্তী দুটি বিন্দু ক ও খ-এর স্টাফ পাঠ যথাক্রমে 0.75 মি., 1.85 মি, খ বিন্দুর RL 25 হলে ক বিন্দুর RL কত?[PPA-23]
25.10
26.10
27.10
28.10
ব্যাখ্যা: ক বিন্দুর RL = খ বিন্দুর RL + খ বিন্দুর স্টাফ পাঠ -ক বিন্দুর স্টাফ পাঠ = 25 +1.85-0.75 = 26.10
25728. কন্টুর জরিপে প্রত্যক্ষ পদ্ধতি কোনটি?[PPA-23]
প্রস্থচ্ছেদ পদ্ধতি
টেকোমেট্রিক বিকিরণ পদ্ধতি
বিকিরণ রেখা পদ্ধতি
গ্রিড পদ্ধতি
ব্যাখ্যা: প্রত্যক্ষ জরিপ:
১। ফ্লাই লেভেলিং
২। প্রোফাইল লেভেলিং
৩। প্রস্থচ্ছেদ লেভেলিং
৪। বিনিময়ক্রম লেভেলিং
৫। কটুরিং।
25729. বাস্তুসংস্থাপনের নিমিত্তে যে পদ্ধতিতে মাঠে সরজমিনে সমকোণ স্থাপন করা যায়- [BBA-23]
স্পিরিট লেভেল
লেভেল
কম্পাস
3-4-5 পদ্ধতি
25730. ক্যান্টিলিভার রিটেইনিং ওয়ালের খাড়া স্ল্যাবকে কী বলে?
Base
Gravity wall
Counter fort
Steam
ব্যাখ্যা: ব্যাখ্যা: ক্যান্টিলিভার রিটেইনিং ওয়োলের খাড়া স্লাবকে স্টেম এবং পাদদেশের অনুভূমিক অংশকে বেস স্লাব বলে।
25731. কোনো রেখার অক্ষাংশ ও দ্রাঘিমাংশ যথাক্রমে L ও D হলে হ্রাসকৃত বিয়ারিং কত হবে? [PPA-23]
0 = tan-1L/D
0 = tan1D/L
0 = cos-1L/D
0 = cos1L/D
ব্যাখ্যা: হ্রাসকৃত বিয়ারিং সব সময় উত্তর-দক্ষিণ রেখার সাথে নির্ণয় করা হয়।
25732. নকশায় দাগ নম্বর বসানোর কাজ আরম্ভ করতে হয়- [BBA-23]
উত্তর-পূর্ব কোণ থেকে
উত্তর-পশ্চিম কোণ থেকে
দক্ষিণ-পূর্ব কোণ থেকে
দক্ষিণ-পশ্চিম কোণ থেকে
25733. সার্ভেয়িং-এর বেঞ্চমার্কে RL বলতে কী বুঝায়? (PPA-23]
Reduced Level
Reduction Level
Regular Level
Regulatory Level
25734. সমুদ্র সমতল হতে ৫৫০ মি. উচ্চতায় একটি ভূমির উপর বেসলাইনের দৈর্ঘ্য মাপা হলো ৭২০ মিটার। যদি পৃথিবীর গড় ব্যাসার্ধ ৬৩৭২ কিমি হয় তবে সমুদ্র সমতলে বেসলাইনের দৈর্ঘ্য কত হবে? [PPA-23]
519.93785m
419.93785m
919.94765m
719.93785m
25735. বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য রিটেইনিং ওয়ালের যে ফোকর রাখা হয় তা-
Back fill
Non-subcharge
Weep hole
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: রিটেইনিং ওয়ালের পার্শ্বস্ব ব্যাকফিলের পানি নিষ্কাশনের সুবিধার জন্য ওয়ালের অনুভূমিক ও উল্লম্বিক দিকে 2m পর পর ড্রেনেজ হোল বা Weep hole নির্মাণ করা হয়।
25736. রেলপথের ক্ষেত্রে কেন্দ্রাতিগ অনুপাতের মান- [BBA-23]
1/2
1/4
1/8
1/10
25737. সড়কের কেন্দ্রীয় রেখার কতদূর পর পর আড়াআড়ি প্রোফাইল দেখানো হয়? [PPA-23]
৩০ মিটার
৪০ মিটার
৫০ মিটার
৬০ মিটার
25738. কলিমেশন রেখার নিচের স্টেশনের জন্য আলোর প্রতিসরণে শুদ্ধির পরিমাণ কত?
-0.01121d2
+ 0.01121d2
0.01121d2
0.01221d²
ব্যাখ্যা: আলোর প্রতিসরণজনিত ভ্রান্তি বক্রতার ভ্রান্তির1 অংশ1 .. প্রতিসরণজনিত ভ্রান্তি =x0.0785d= 0.01121d
25739. রিলিফ উপস্থাপনে কোনটি ব্যবহৃত হয় না? [PPA-23]
হ্যাচার্স
টেন্টারিং
টেনটিং
কন্টুর লাইন
25740. দিল্লি ও চট্টগ্রামের দ্রাঘিমা যথাক্রমে 80°00 E ও 90°30 E। চট্টগ্রামে যখন মধ্যাহ্ন, তখন দিল্লির সময় কত? [PPA-23]
১১ঘ.০মি
১১ঘ.০মি
১০ঘ.১৮মি
১১ঘ.১৮মি
ব্যাখ্যা: ১০ দ্রাঘিমা পার্থক্যে সময়ের পার্থক্য = ৪ মি.
দ্রাঘিমা পার্থক্য = 90°30′-80 °00′= 10°30′= 10.5°
.. সময়ের পার্থক্য = ৪ × ১০.৫ = ৪২ মি.
দিল্লির সময় = ১২ ঘণ্টা ০০ মি. ৪২মি. = ১১ঘ. ১৮ মি.