MCQ
25821. Soil laboratory-তে hydrometer কী কাজে ব্যবহৃত হয়?
Shear strength বের করার কাজে
Soil-এর Water content বের করার কাজে
Grain size বের করার কাজে
Soil-এর density বের করার কাজে
ব্যাখ্যা: ব্যাখ্যা: Grain size বের করার কাজে Soil laboratory- Hydrometer ব্যবহার করা হয়।
25822. কোন Soil-টির Permeability সবচেয়ে বেশি?
Sand
Silt
Clay
Gravel
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোনো মাটির ধারাবাহিক ভয়েডের ভিতর দিয়ে পানি বা অন্য কোনো তরলের প্রবাহিত হওয়ার ধর্মকে ভেদ্যতা (Permeablity) বলে। গ্রাভেল উচ্চে ভেদ্যগুণসম্পন্ন মাটি।
25823. সোয়েলিং-এর ফলে ভয়েড রেশিওর পরিমাণ কী হয়?
বৃদ্ধি পায়
একই থাকে
কমে যায়
শূন্য হয়ে যায়
25824. ভয়েড রেশিও এবং প্রযুক্ত চাপ লগারিদম স্কেলে প্লট করে যে কার্ড আঁকা হয়, তার নাম-
P log e কার্ড
pc কার্ড
pe কার্ড
e log p কার্ড
ব্যাখ্যা: ব্যাখ্যা: কম্প্রেশন টেস্ট: প্রতিবারে চাপ প্রয়োগের পর চাপের পরিমাণকে (P) লগ স্কেলে ভূমি এবং ঐ সময়ে স্পেসিমেনের ভয়েড রেশিও (e)-কে অফসেট ধরে যে কার্ড আঁকা হয়, তাকে e logP বলে।
25825. কোনো বিন্দুতে স্থাপিত পিজোমেট্রিক টিউবের পানিতলকে বলা হয় ঐ বিন্দুর-
পিজোমেট্রিক লেভেল
হাইড্রলিক লেভেল
হাইড্রলিক হেড
পিজোমেট্রিক হেড
25826. স্থাপনার সেটেলমেন্ট নিরূপণের জন্য মাটির কোন ধর্ম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? [ΒΕΡΖΑ-23]
Permeability
Density
Shear strength
Consolidation
ব্যাখ্যা: ব্যাখ্যা: Consolidation সম্পূর্ণ সম্পৃক্ত মৃত্তিকার স্থির নিশ্চল চাপাবলের ফলে সংনমনকেই মৃত্তিকার Consolidation বলা হয়।
25827. কনস্ট্যান্ট হেড ভেদ্যতা পরীক্ষা কোন ধরনের মৃত্তিকার জন্য উপযোগী?
পলি মৃত্তিকা
কর্দম মৃত্তিকা
দৃঢ়াবদ্ধ মৃত্তিকা
মোটা দানার মৃত্তিকা
ব্যাখ্যা: ব্যাখ্যা: কনস্ট্যান্ট হেড পারমিয়াবিলিটি পরীক্ষা অধিক ভেদ্যতাসম্পন্ন মোটা দানার মাটির ক্ষেত্রে প্রযোজ্য।
25828. ইকুয়িপোটেনশিয়াল রেখা কোন রেখার ওপর লম্বভাবে অবস্থান করে?
সমোচ্চতায় রেখার ওপর
হাইড্রোস্টেটিক প্রেসার রেখার ওপর
প্রবাহ রেখার ওপর
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইকুয়িপোটেনশিয়াল লাইন: বিভিন্ন ছয়ানো রেখার যে সকল বিন্দুতে সমান প্রিজমেট্রিক লেভেল পাওয়া যায়, ঐ সকল বিন্দুর সংযোজিত রেখাকে ইকুয়িপোটেনশিয়াল লাইন বলা হয়।
25829. কটি Soil-এর Water content তার Shrinkage limit-এর চেয়ে কম। Soil-টি কোন State-এ থাকবে?
Semi-solid state
Plastic state
Solid state
Liquid state
25830. মাটির স্পেসিফিক গ্রাভিটি কোন যন্ত্র দিয়ে মাপা হয়? [ΒΕΡΖΑ-23]
Hydrometer
Sieve
Pycnometer
Triaxial
ব্যাখ্যা: ব্যাখ্যা: Soil-এ Specific gravity pycnometer দিয়ে বের করা হয়।
25831. e log p কার্ড থেকে মৃত্তিকার বিভিন্ন মাত্রা ৯০ ক চাপে কী জানা যায়?
পয়সনের অনুপাত
ভেদ্যতার মাত্রা
ভয়েড রেশিওর মাত্রা
কোনোটিই নয়
25832. যে-পরিমাণ পানির মাত্রায় মৃত্তিকার প্লাস্টিক আচরণের সমাপ্তি ঘটে, ঐ পানির মাত্রাকে বলা হয়-
তারল্য সীমা
নম্যতা সীমা
সংকোচন সীমা
এটারবার্গ সীমা
25833. অধিকাংশ মৃত্তিকার ক্ষেত্রে টাফনেস ইনডেক্সের মান কত এর মধ্যে হয়?
০ থেকে ৩.০০-এর মধ্যে
০ থেকে ২.০০-এর মধ্যে
০ থেকে ১.০০-এর মধ্যে
০ থেকে ৫.০০-এর মধ্যে
25834. আদর্শ প্রক্টর পরীক্ষায় মৃত্তিকা দৃঢ়ীকরণকালে হাতুড়িকে কত উঁচু থেকে ফেলতে হয়?
৩০.৫ সেমি
৩৫.৫ সেমি
৩৫ সেমি
২৮ সেমি
ব্যাখ্যা: ব্যাখ্যা: আদর্শ প্রোক্টর পরীক্ষায় হাতুড়ি ৩০.৫ সেমি উপর থেকে এবং মডিফাইড প্রোক্টর টেস্টে ৪৫ সেমি, উপর থেকে ফেলা হয়।
25835. নিচের কোন তরল পদার্থ মৃত্তিকার নম্যতা সৃষ্টি করে?
পানি
প্যারাফিন
ডিজেল
কেরোসিন
25836. নিচের কোন মৃত্তিকার ভেদ্যতার মাত্রা অধিক?
গ্র্যাভেল জাতীয় মৃত্তিকা
বেলে মৃত্তিকা
কর্দম মৃত্তিকা
পলি মৃত্তিকা
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোনো মাটির ধারাবাহিক ভয়েডের ভিতর দিয়ে পানি বা অন্য কোনো তরলের প্রবাহিত হওয়ার ধর্মকে ভেদ্যতা (Permeablity) বলে। গ্রাভেল উচ্চ ভেদ্যগুণসম্পন্ন মাটি।
25837. কণার আকার বড় হলে স্টোকের সূত্রে তলানি বেগ হবে-
কম
বেশি
সমান
কোনো পরিবর্তন হবে না
25838. দুই বিন্দুর পিজোমেট্রিক লেভেল পার্থক্যকে বলা হয়-
পজিশন হেড
হাইড্রলিক হেড
পিজোমেট্রিক হেড
কোনোটিই নয়
25839. কোন ধরনের মৃত্তিকার জন্য স্পর্শকাতরতা পরীক্ষা করা হয়?
স্থুলদানার মৃত্তিকা
সূক্ষ্মদানার মৃত্তিকা
বেলে মৃত্তিকা
উপরের সবগুলো
25840. একটি Hydrometer সাধারণত কোন Temperature-এ Calibrate করা থাকে?
২৭°সে.
৩০°সে.
০°সে.
৫০°সে.
ব্যাখ্যা: ব্যাখ্যা: হাইড্রোমিটার সব সময় 27°C তাপমাত্রায় কেলিব্রেশন করা হয়ে থাকে। হাইড্রোমিটার বিশ্লেষণে মাটিকে পানির সাথে মিশাতে 4% হারে সোডিয়াম হেক্সামেটা ফসফেট [Na6 (PO)6] কেমিক্যাল ব্যবহার করা হয়।