MCQ
25841. Liquid limit থেকে Plastic limit-এর বিয়োগফলকে বলে-[PWD-2000]
Flow index
Liquidity index
Shrinkage index
Plasticity index
25842. বালি, পলি ও কাদামিশ্রিত পলি বায়ুবাহিত হয়ে স্থানান্তরের মাধ্যমে সৃষ্টি হয়-
মেরিন মৃত্তিকা
ড্রিফট
পাললিক মৃত্তিকা
বালিয়াড়ি
ব্যাখ্যা: ব্যাখ্যা: বায়ুর মাধ্যমে সূক্ষদানার মৃত্তিকা বালি, পলি ও কাদা স্থানান্তরিত হয়ে বালিয়াড়ি সৃষ্টি করে। পানিবাহিত স্থানান্তরিত মাটি পলল হিসেবে পতিত হয়ে পাললিক মাটি সৃষ্টি করে।
25843. Degree of Saturation-এর equation কোনটি?
Vw/Vv
Vw/Vs
Vw/(Vv+Vs)
(Vv+Vs)/Vw
ব্যাখ্যা: ব্যাখ্যা: নমুনা মৃত্তিকার পানির আয়তনের সাথে ভয়েডের আয়তনের অনুপাতকে ডিগ্রি অব সেচুরেশন বলে।
25844. নিচের কোনটি পরোসিটি (n)-এর মান?
Vw/V
Vv/V
Vs/V
Vv/Vs
ব্যাখ্যা: ব্যাখ্যা: নমুনা মৃত্তিকার Vv অংশের আয়তনের সাথে মোট আয়তন V-এর অনুপাতকে বলে প্যারাসিটি
N=Vv/V
25845. একখণ্ড মাটির Void-এর Volume ও তার Total Volume-এর অনুপাতকে বলা হয়-
Void ratio
Porosity
Water Content
Degree of Saturation
ব্যাখ্যা: ব্যাখ্যা: নমুনা মৃত্তিকার ভয়েড অংশের আয়তন মোট আয়তনের অনুপাতকে পরোসিটি বলে, n=Vv/V
এখানে, n = পরোসিটি
Vv = ভয়েড অংশের আয়তন
V = মোট আয়তন।
25846. নিচের কোনটি সূক্ষ্মদানার মৃত্তিকা?
CL
GW
SP
Sw
ব্যাখ্যা: ব্যাখ্যা: CL. = Inorganic clays of low to medivm plasticity, gravelly clays, sandy clays, silry৬২ clays, lean clays.
যদি কোনো মৃত্তিকার 50% এর অধিক 200 নং চালনিতে অতিক্রান্ত হয়, তাকে সূক্ষ্মদানার মৃত্তিকা
বলে।
25847. গ্রুপ ইনডেক্স-এর মান ঋণাত্মক হলে কী লিখতে হয়?
সেই সংখ্যাই
পূর্ণসংখ্যা
জোড়বোধক সংখ্যা
শূন্য
ব্যাখ্যা: ব্যাখ্যা: AASHO পদ্ধতিতে সূক্ষ্মদানার মৃত্তিকার শ্রেণিবিন্যাসের সাথে বন্ধনিতে একটি সংখ্যামান (পূর্ণসংখ্যা, 0, 1.2 ইত্যাদি) উল্লেখ করা হয়। এ সংখ্যামানটিই গ্রুপ ইনডেক্স। এর মান ধনাত্মক হলে শূন্য ধরা হয়।
25848. Volume of voids এবং Volume of Solids-এর ratio-কে কী বলা হয়?
ভয়েড রেশিও (c)
পরোসিটি (N)
একক ওজন (r)
কোনোটিই নয়
25849. নিচের কোন equation-টি Density Index-এর?
I_d = (e-e_min)/( e_max-e_min)
I_d=(e_max-e)/( e_max-e_min )
I_d =( e_max-e_min)/ /( e-e_min)
I_d =( e_max-e_min)/ /( e_max-e)
ব্যাখ্যা: ব্যাখ্যা: Density Index: সর্বাধিক আলগা অবস্থায় ফাঁকা অংশের অনুপাত (e_max) এবং মাটির প্রকৃতির ফাঁকা অংশের অনুপাত এর পাথর্য্যের সাথে সর্বাধিক আলগা অবস্থায় ফাঁকা অংশের অনুপাত এবং সর্বাধিক দৃঢ়াবদ্ধ অবস্থায় ফাঁকা অংশের অনুপাতের পার্থক্যের অনুপাতকে আপেক্ষিক ঘনত্ব বলে।
I_d=(e_max-e)/( e_max-e_min )
25850. নিচের কোনটি ভয়েড রেশিও (e)-এর মান?
Vv/V
Vs/V
Vv/Vs
Vw/V
Job Preparation
Civil Engineering
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং
Himalay Sen Sir
ব্যাখ্যা: ব্যাখ্যা: নমুনা মৃত্তিকার Vv অংশের আয়তনের সাথে কঠিন অংশের আয়তনের Vs অনুপাতকে ভয়েড রেশিও বলে।
e=Vv/Vs
25851. গ্রুপ ইনডেক্স-এর মান নিকটবর্তী কোন সংখ্যায় প্রকাশ করা হয়?
মূলদ সংখ্যা
পূর্ণসংখ্যা
বিজোড় সংখ্যা
বর্ণসংখ্যা
ব্যাখ্যা: ব্যাখ্যা: গ্রুপ ইনড্রেক্স-এর মান যত বেশি হবে সে মাটি সাবগ্রেডের জন্য তত অনুপযোগী হবে এবং এর মান নিকটবর্তী পূর্ণ সংখ্যায় প্রকাশ করা হয়।
25852. নিচের কোনটি স্থুলদানার মৃত্তিকা?
GM
OL
M
ML
ব্যাখ্যা: ব্যাখ্যা: GM = Silty gravels, gravel-sand-silt mixtures. গ্র্যাভেল ও বালিদানা বেশ স্কুল এবং এ দানাগুলো খালি চোখে দেখা যায়। GW, SM, GM, GC,SM, SC এগুলো স্কুলদানার মৃত্তিকা।
25853. Clay-এর Maximum grain size কত?
০.০০২ মিমি
০.২ মিমি
০.০০০ মিমি
০.০২ মিমি
ব্যাখ্যা: ব্যাখ্যা: Clay soil-এর Particle size <0.002mm
25854. Silt-এর Maximum grain সাইজ কত?
০.০৬ মিমি
০.২ মিমি
০.০০০২ মিমি
১ মিমি
ব্যাখ্যা: ব্যাখ্যা: স্থুল দানার মৃত্তিকা আকার 0.06mm থেকে
0.002mm.
25855. পানির মাধ্যমে মৃত্তিকা স্থানান্তরিতকে বলা হয়-
বালিয়াড়ি
পাললিক মৃত্তিকা
উপবেশন মৃত্তিকা
ক্লিফট
ব্যাখ্যা: ব্যাখ্যা: পানি দ্বারা বাহিত হয়ে মাটি গঠিত হলে, তাকে পাললিক মৃত্তিকা বলে।
25856. আলগা মৃত্তিকায় ভয়েড -এর মান দৃঢ় মৃত্তিকার ভয়েড e-এর মান অপেক্ষা-
কম
অধিক
সমান
শূন্য
25857. গ্রুপ ইনডেক্স-এর মান যত বেশি হবে সে মাটি সাবগ্রেডের জন্য-
উপযুক্ত হবে
তত অনুপযোগী হবে
দৃঢ়বন্ধ হবে
কোনোটিই নয়
Job Preparation
Civil Engineering
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং
Himalay Sen Sir
ব্যাখ্যা: ব্যাখ্যা: গ্রুপ ইনড্রেক্স-এর মান যত বেশি হবে সে মাটি সাবগ্রেডের জন্য তত অনুপযোগী হবে এবং এর মান নিকটবর্তী পূর্ণ সংখ্যায় প্রকাশ করা হয়। এর মান ঋণাত্মক হলে শূন্য হয়।
25858. নিচের কোনটি Dry unit weight gravity (γ_d)-এর সঠিক Equation?
γ_d=Ws/V
γ_d=γ_sat-γ_w
γ_d=Ws/Vs
γ_d =Wsat-V
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোনো মাটির নমুনার শুষ্ক ওজনের সাথে আয়তনের অনুপাতকে শুষ্ক একক ওজন বলে। সর্বাধিক আলগা অবস্থা কোনো মাটির γ_d-এর মান শূন্য এবং সর্বাধিক দৃঢ়াবস্থায় কোনো মাটির γ_d-এর মান 1.
25859. বালুর আপেক্ষিক গুরুত্বের সবচেয়ে নিকটতম মান হলো- [PWD-2000]
১.২
২.০
১.৫
২.৭
ব্যাখ্যা: ব্যাখ্যা: বালির আপেক্ষিক গুরুত্ব সাধারণত 2.6.5 থেকে 2.67 হয়ে থাকে।
25860. সম্পূর্ণরূপে সম্পৃক্ত মৃত্তিকার কয়টি উপাদান থাকে?
৫টি
২টি
৩টি
৪টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: সম্পূর্ণরূপে সম্পৃক্ত মৃত্তিকার দুটি উপাদান, যথা- (i) মাটি; (ট) পানি।