MCQ
26381. রেলপথের ব্যালাস্ট হিসাবে কোন পাথর ব্যবহার করা হয়? [BB-21]
ল্যাটারাইট
গ্র্যাভেল
গ্রানাইট
ব্যাসাল্ট
26382. The function of aggregates in concrete is to serve as-
binding material
filler
catalyst
all of these
26383. মার্বেলের রাসায়নিক নাম কী? [PPA-20]
মেটাফরমিক রক
আগিলেক্যুয়াস রক
ক্যালকেরাস রক
সিলিকাস রক
ব্যাখ্যা: ব্যাখ্যা: মার্বেল হলো একটি মেটামরফিক রক, যা কার্বনেট খনিজের সাধারণত (ক্যালসাইট অথবা ডলোমাইট) পুনঃস্কটিকীকরণের মাধ্যমে গঠিত হয়।
26384. Pozzolana is essentially a silicious material containing clay upto-
20%
40%
60%
80%
26385. The strength of concrete using air entraining cement gets reduced by-
5 to 10%
10 to 15%
15 to 20%
20 to 25%
26386. একটি উত্তম ইট ২৪ ঘণ্টা পানিতে ভিজালে তার ওজনের কত অংশ পানি শোষণ করবে? (R&11-06: MODMR-06: RAJUK-17; DSCC-17; MOEF-19; DWASA-201]
১/৬ অংশ
১/৭ অংশ
১/৩ অংশ
১/৪ অংশ
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইট পানিতে ভিজিয়ে রাখলে এটি এর নিজস্ব ওজনের ২০% বা ১/৬ অংশ পানি শোষণ করে।
26387. প্রথম শ্রেণির ইটের ন্যূনতম ক্রাশিং স্ট্রেংথ সাধারণত কত MN/m² হয়ে থাকে? [BPSC, BWDB-201]
7.5
10.5
12.5
14.0
ব্যাখ্যা: ব্যাখ্যা: 10.5 MPa (MN/m²)
26388. Blast furnace slag cement is used for-
dams
bridge abutments
retaining walls
all of these
26389. ছাদের ঢালাইয়ে ব্যবহৃত পাথর কোনটি? [PPA-20]
গ্রানাইট
ব্যাসল্ট
স্লেট
প্যারিস
ব্যাখ্যা: ব্যাখ্যা: ছাদ নির্মাণের জন্য সারা পৃথিবীতে প্লেট বহুলভাবে ব্যবহৃত হয়ে থাকে। কারণ, এটি পাতলা শিটের মতো কাটা যায় এবং এটি ভালো আর্দ্রতা ও পানিরোধী।
26390. ১ম শ্রেণির ইট ২৪ ঘণ্টা পানিতে ডুবিয়ে রাখলে শোষিত পানির পরিমাণ ইটের শুকনো ওজনের শতকরা কত ভাগের অধিক হবে না? [BPSC-20]
10%
15%
20%
25%
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১ম শ্রেণির ইট ২৪ ঘণ্টা পানিতে ডুবিয়ে রাখলে তার নিজের ওজনে ১/৬
অংশ বা ২০% এর বেশি পানি শোষণ করতে পারবে না।
26391. The breaking up of cohesion in a mass of concrete is called-
workability
bleeding
segregation
creep
26392. The chemical ingredient of cement which provides quick setting property to the cement is
lime
silica
alumina
iron oxide
26393. মিহি বালিতে ১০% পানি দিলে কত (%) আয়তন স্ফীতি হয়?[BB-211]
৩০%
৩৫%
80%
২৫%
ব্যাখ্যা: ব্যাখ্যা: বালিতে পানির পরিমাণ হ্রাস-বৃদ্ধিতে এর আয়তনের ক্ষেত্রে বিশেষভাবে প্রতিফলিত হয়। এমনকি বালিতে বালির ওজনের 4% হতে 5% পানি থাকলে এর আয়তন 20% হতে 25% পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে। শুষ্ক বালিতে পানি দিলে এর আয়তন স্ফীত হয়। অনুরূপভাবে 10% পানি দিলে 40% থেকে 50% ৩৫।
আয়তন স্ফীতি হওয়ার সম্ভাবনা থাকে।
26394. ভবনের ছাদে পানি চুয়ানো বন্ধের জন্য ও তাপ প্রতিরোধ করার জন্য নিম্নের কোনটি ব্যবহৃত হয়?/DM-19, BB-211
সিমেন্ট কংক্রিট
বিটুমিনাস কংক্রিট
লাইম কংক্রিট
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: জলছাদ করতে লাইম কংক্রিট ব্যবহৃত হয়। এ ছাড়া বুনিয়াদ গাঁথুনির নিচে যেখানে কাঠামোর লোড সেখানে ব্যবহৃত হয়। সিমেন্ট কংক্রিট বিম স্ল্যাব-এর ঢালাইয়ের কাজে এবং শব্দ,
তাপ এবং অগ্নিপ্রতিরোধে ব্যবহৃত হয়।
26395. স্ট্যান্ডার্ড ইটের সাইজ কোনটি? [PPA-20]
18cm x 8cm x 8cm
19cm x 9cm x 9cm
20cm x 10cm x 10cm
21cm×11cm×11cm
ব্যাখ্যা: ব্যাখ্যা: SI বা মেট্রিক পদ্ধতিতে ইটের আকার- মশলা ছাড়া = 19cmx9cmx9cm মশলাসহ = 20cm x 10cm x 10cm
26396. পাথরের পানি শোষণক্ষমতা শতাংশের বেশি হলে তা নির্মাণকাজে পরিত্যাজ্য। [PPA-20]
৫%
১৫%
১০%
২০%
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ পাথরের পানি শোষণক্ষমতা ১০% এর চেয়ে বেশি হলে পাথর দুর্বল হয়ে যায়। এর বেশি হলে নির্মাণকাজে ব্যবহার করা যাবে না।
26397. The type of lime used in lime concrete is-
fat lime
poor lime
slaked lime
hydraulic lime
26398. The material used as an ingredient of concrete is usually-
cement
water
aggregate
all of these
26399. টুল ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহৃত হয়- [TTC-21]
টুল স্টিল
সিরামিক টুল
কার্বন স্টিল
ডায়মন্ড টুল
ব্যাখ্যা: ব্যাখ্যা: টুল ম্যাটেরিয়ালস হিসাবে নিম্নোক্ত ম্যাটেরিয়ালস ব্যবহৃত হয়-
(i) কার্বন স্টিল
(ii) হাইস্পিড স্টিল
iii) সিমেন্টেড কার্বাইড
iv)ডায়মন্ড টুল
v) টুল স্টিল
26400. In order to provide colour, hardness and strength of the cement, the ingredient used is-
lime
silica
alumina
iron oxide