MCQ
4921. এক্সপানশন ডিভাইসের কাজ কী?
হিমায়কের তাপমাত্রা বৃদ্ধি করা
হিমায়ক নিয়ন্ত্রণ করা
হিমায়কের ময়লা পরিষ্কার করা
হিমায়কের চাপ বৃদ্ধি করা
4922. তাপ সঞ্চালনের উপর ভিত্তি করে রেফ্রিজারেশন পদ্ধতি কত প্রকার?
৪ প্রকার
২ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
4923. হস্তচালিত রেফ্রিজারেশন কত সালে তৈরি হয়?
১৯১০
১৯১৩
১৯২০
১৯৩০
4924. ভিতরে সংরক্ষিত বস্তু বাহির থেকে যাতে সহজেই দৃষ্টিগোচর হয় সেজন্য যে গ্লাস ব্যবহার করা হয়, তার নাম হলো-
Annealed glass
Laminated glass
Canopy glass
Tempered glass
4925. VRV-এর অর্থ কী?
Variable Refrigerant Volume
Vacuum Reducer Valve
Variable Resistance Volume
কোনোটিই নয়
4926. HVAC-এর অর্থ কী?
Heating Ventilation and Air Consume
Heat Ventilizer and Air Conditioning
Heating, Ventilation and Air Conditioning
Hardening Ventilation and Air Conduct
4927. বাতাসে জলীয়বাষ্প ও আপেক্ষিক আর্দ্রতা শতকরা হিসাবে প্রকাশ করাকে কী বলে?
সম্পৃক্ত বাতাস
আপেক্ষিক আর্দ্রতা
অতিমাত্রায় সম্পৃক্ততা
শুষ্ক বাতাস
4928. কোন দেশে প্রথম রেফ্রিজারেশন পদ্ধতির নিদর্শন পাওয়া যায়?
ভারত
জাপান
চীন
ইংল্যান্ড
4929. অটোমোবাইল এয়ারকন্ডিশনিং পদ্ধতি চালু হয় কত সালে?
১৯২০
১৯৩০
১৯৪০
১৯৫০
4930. খাদ্যকে প্রথম থেকে ব্যবহারের পূর্বপর্যন্ত ১৬৪ ঠান্ডা রাখার পদ্ধতিকে কী বলে?
প্রোডাক্ট লোড
কোল্ড চেইন
প্রিকুলিং
কোল্ড স্টোরেজ
4931. তরল প্রবাহীর প্রবাহের অভ্যন্তরীণ বাধা দেওয়াকে বলে---
রেজিস্ট্যান্স
অ্যাডিসিভিটি
ভিসকোসিটি
কোহিশন
4932. বাতাস শুদ্ধ বা স্বাভাবিক অবস্থায় পরিমাপকৃত তাপমাত্রাকে বলে-
শুষ্ক বাল্ব তাপমাত্রা (Dry bulb temperature)
ভেজা বাল্ব তাপমাত্রা (Wet bulb temperature)
ডিউ পয়েন্ট তাপমাত্রা (Dew point temperature)
স্যাচুরেটেড তাপমাত্রা (Saturated temperature)
4933. বাতাসের প্রধান বৈশিষ্ট্য পরিমাপক যন্ত্রের নাম কী?
এয়ার সাইক্রোমিটার
স্প্রিং সাইক্রোমিটার
স্লিং সাইক্রোমিটার
কোনোটিই নয়
4934. স্বয়ংক্রিয় রেফ্রিজারেশন যন্ত্র আবিষ্কার হয় কত সালে?
১৯২০
১৯২৫
১৯৩০
১৯৪০
4935. রেফ্রিজারেশন এবং এয়ারকন্ডিশনিং-এ VRF-এর অর্থ কী?
Virtual Routing and Forwarding
Variable Refrigerant Flow
Vast Refrigerant Flow
কোনোটিই নয়
4936. প্রাচীন মিশরীয়রা রেফ্রিজারেশনের কোন পদ্ধতি আবিষ্কার করেন?
সংকোচন
ঘনীভবন
ইভাপোরেশন
বাষ্পীভবন
4937. প্রিকুলিং রুমের তাপমাত্রা কত রাখা হয়?
5°C হতে 15°C
15°C হতে 24°C
24℃ হতে 35°C
35°C হতে 45°C
4938. বাতাসের মধ্যে জলীয়বাষ্পের সম্পৃক্ত তাপমাত্রাকে বলে-
শুষ্ক বাল্ব তাপমাত্রা
ভেজা বাল্ব তাপমাত্রা
ডিউ পয়েন্ট তাপমাত্রা
পরম তাপমাত্রা
4939. জলীয়বাষ্প সম্পৃক্ত অবস্থায় বাতাসের তাপমাত্রার পরিমাপ হলো-
শুষ্ক বাল্ব তাপমাত্রা (Dry bulb temperature)
ভেজা বাল্ব তাপমাত্রা (Wet bulb temperature)
ডিউ পয়েন্ট তাপমাত্রা (Dew point temperature)
স্যাচুরেটেড তাপমাত্রা (Saturated temperature)
4940. আইসক্রিম কত ডিগ্রি সেলসিয়াসে রাখা যায়?
0°C হতে 5°C
-12°C হতে-18°C
0°C হতে-5°C
-20°C হতে-25°C