MCQ
4941. রেফ্রিজারেশন এবং এয়ারকন্ডিশনিং-এ CFC-এর অর্থ কী?
Community Festival Committee
Chloro-Fluoro Carbon
Combined Federal Campaign
Chrome-Fluoro Carbon
4942. এয়ারকন্ডিশনিং-এ FCU-এর অর্থ কী?
Flight Control Unit
Fan Coil Unit
Fuel Consumption Unit
কোনোটিই নয়
4943. If four resistors are connected in series, each with a value of 4 kohm, the total resistance is --
8ΚΩ
16ΚΩ
23ΚΩ
1Ω
4944. R-12 এর রাসায়নিক সংকেত কোনটি?
CCI2F2
CCLF2
CHCI3F
C2H2F4
4945. বড় বড় রেফ্রিজারেশন প্লান্টের কন্ডেন্সারের তাপবাহিত পানি পুনরায় ব্যবহার উপযোগী বা ঠান্ডা করার যন্ত্রকে কী বলে?
এয়ারকুলার
কুলিং টাওয়ার
কন্ডেন্সার
ইভাপোরেটর
4946. এয়ারকন্ডিশনিং-এ AHU-এর অর্থ কী?
Air Handling Unit
Air Handover Unit
Air House Unit
কোনোটিই নয়
4947. ডি-হিউমিডিফায়ারে ইভাপোরেটরের পরিবর্তে কী ব্যবহৃত হয়?
Jin an tube
Microchannel technology
Coiled tube
ক ও খ
4948. রেফ্রিজারেন্ট প্রধানত কত প্রকার?
২
8
৩
৫
4949. কোন অংশকে ডি-হিউমিডিফায়ার সিস্টেমের হৃৎপিণ্ড বলা হয়?
কম্প্রেসার
কন্ডেন্সার
ব্লোয়ার
ইউপোরেটর
4950. রেফ্রিজারেন্ট হিসাবে ডি-হিউমিডিফায়ারে কী ব্যবহৃত হয়?
ফ্রেয়ন গ্যাস
অ্যামোনিয়া
সালফার ডাই-অক্সাইড
CFCs
4951. R-134a এর রাসায়নিক নাম ও সংকেত কী?
CCI3,F (ট্রাই ক্লোরো মনোফ্লোরো মিথেন)
CCI2F2 (ডাই ক্লোরো ভাই ফ্লোরো মিথেন)
CHCIF2 (মনোক্লোরো ডাই ফ্লোরো মিথেন)
C₂H₂F4 (টেট্রাফ্লোরো ইথেন)
4952. পৃথিবীতে প্রথম হিমায়কের নাম কী?
ফ্রেয়ন
অ্যামোনিয়া
ইথার
সালফার ডাই-অক্সাইড
4953. যে রেফ্রিজারেন্ট অবস্থার পরিবর্তনের মাধ্যমে রেফ্রিজারেশন চক্রে তাপ স্থানান্তর করে, তাকে-- বলে।
সেকেন্ডারি রেফ্রিজারেন্ট
প্রাইমারি রেফ্রিজারেন্ট
প্রাকৃতিক রেফ্রিজারেন্ট
কোনোটিই নয়
4954. রেফ্রিজারেশনের অর্থ কী?
তরলীকরণ
"হিমায়ন” বা ঠান্ডাকরণ
বাষ্পীকরণ
শীতাতপ নিয়ন্ত্রণ
4955. ব্রাইন ওয়াটার (লবণ ও পানির মিশ্রণ), পানি ও বাতাস কোন ধরনের রেফ্রিজারেন্ট?
সেকেন্ডারি রেফ্রিজারেন্ট
প্রাকৃতিক রেফ্রিজারেন্ট
প্রাইমারি রেফ্রিজারেন্ট
কোনোটিই নয়
4956. এয়ারকন্ডিশনিং-এর অর্থ কী?
তাপমাত্রা নিয়ন্ত্রণ
শীতাতপ নিয়ন্ত্রণ
তরলের চাপ নিয়ন্ত্রণ
তাপমাত্রা ও চাপ নিয়ন্ত্রণ
4957. CFC-12, HFC-134a কোন ধরনের রেফ্রিজারেন্ট?
সেকেন্ডারি রেফ্রিজারেন্ট
প্রাইমারি রেফ্রিজারেন্ট
প্রাকৃতিক রেফ্রিজারেন্ট
কোনোটিই নয়
4958. যান্ত্রিক ড্রাফট কুলিং টাওয়ার কত প্রকার?
২ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
4959. একটি ডি-হিউমিডিফায়ার সারা দিন একটি প্রমাণ সাইজের রুম থেকে কী পরিমাণ পানি অপসারণ করে?
১ থেকে ২ গ্যালন
২ থেকে ৩ গ্যালন
৩ থেকে ৪ গ্যালন
৪ থেকে ৫ গ্যালন
4960. হিমায়ন পদ্ধতি প্রধানত কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার