MCQ
20081. ১ মিটার দৈর্ঘ্যের ১৬ মিমি রডের ওজন কত? [BWDB-20]
১.২৭ কেজি
১১.১৪ কেজি
২.৮৯ কেজি
১.৫৮ কেজি
ব্যাখ্যা: ব্যাখ্যা: রডের ওজন (16^2)×1/162.2=1.58 kg
20082. ১০ ঘনমিটার গাঁথুনিতে প্রয়োজনীয় প্রথম শ্রেণির (৯.২৫" × ৪.২৫" × ২.৭৫") ইটের সম্ভাব্য সংখ্যা-(BWDB-20)
৩৮৫০টি
৪৪৫০টি
৪০৬৫টি
৪৬৫০টি
ব্যাখ্যা: ব্যাখ্যা প্রয়োজনীয় ইটের সংখ্যা (10×3.28^3×12^3)/( 10x5x3 )= 4065 টি
20083. ১ ঘনফুট পানির একক ওজন কত?
৬০ পাউন্ড
৬৫.৫ পাউন্ড
৬৫ পাউন্ড
৬২.৫ পাউন্ড
20084. 100 cft ভেজা কংক্রিটের জন্য কত cft শুকনা কংক্রিটের প্রয়োজন? [BPSC-20]
175 cft
150 eft
166 cft
125 eft
ব্যাখ্যা: ব্যাখ্যা: কংক্রিটের ভেজা আয়তন = 100 cft কংক্রিটের শুকনা আয়তন = 100 ×1.5= 150 cft
20085. কোন ধরনের মাটি পুকুরে পানি ধারণের জন্য সবচেয়ে উপযোগী?
Clay
Sandy Loom
Sandýs
Silt
ব্যাখ্যা: ব্যাখ্যা: উপর্যুক্ত অপশনগুলোর মধ্যে সবচেয়ে সূক্ষ্মদানার এবং অপ্রবেশ্য স্তরের সৃষ্টি করে Clay, তাই পুকুরের পানি ধারণের জন্য সবচেয়ে উপযোগী মাটি হলো Clay বা কাদামাটি।
20086. পাকা কূপ কত মিটারের অধিক হয় না? [BBA-20]
২০
২৫
৩০
৪০
কোনোটিই নয়
20087. ইমারত তৈরি করতে শ্রমিক বাবদ খরচ সমস্ত খরচের শতকরা কত ভাগ? [BGFCL-21]
80
৩০
২৫
২০
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: নির্মাণসামগ্রীর ব্যয় বাবদ ৬০%, শ্রমিকের মজুরি বাবদ ২০%, ঠিকাদারের মুনাফা বাবদ ১০%, যন্ত্রপাতি বাবদ- ৩%, প্রাতিষ্ঠানিক ব্যয়- ৪.৫%, আকস্মিক ও অনির্ধারিত ব্যয়- ২.৫%।
20088. একটি রেণু পুকুরের ২০০০ ঘনমিটার মাটি কাটতে হবে। প্রতি ঘনমিটার ২.৫ কেজি হিসেবে কত গম লাগবে?
২৫ মে. টন
৫ মে. টন
২০ মে. টন
১৫ মে. টন
ব্যাখ্যা: ব্যাখ্যা: Im^3-এ গম লাগে = 2.5 kg
2000m^3-এ গম লাগে = (2.5x2000) kg 617
= 5000 kg = 5
মেট্রিক টন (Ans.)
20089. গভীর নলকূপের গভীরতা কত মিটারের বেশি?
৩০ মিটার
৪০ মিটার
৫০ মিটার
৬০ মিটার
20090. এক ঘনফুট লোহার ওজন কত? [DM-19]
100 lb
200 lb
400 lb
490 lb
ব্যাখ্যা: ব্যাখ্যা: এক ঘনমিটার লোহার ওজন 78.50 kg বা 78.50 কুইন্টাল।
Explain:(78.50/35.28)×2.204 = 490 পাউন্ড
20091. ইমারতের একতলা থেকে দোতলায় খরচ শতকরা কত ভাগ কম পড়ে? [BGFCL-21]
১০%
২০%
১৫%
২৫%
কোনোটিই নয়
20092. ১ ঘনমিটার পানির ওজন কত?
১০০০ লিটার
৫০০ লিটার
১০,০০০ লিটার
৫০০০ লিটার
ব্যাখ্যা: ব্যাখ্যা: 1m^3 = 1000 লিটার
20093. পানির গভীরতা মাপার জন্য যে Servey করা হয় তাকে বলা হয়-[BADC-22]
Contour
Fly leveling
Sounding
Water leveling
20094. পুকুরে মাটি কাটার মধ্য প্রস্থচ্ছেদ-এর সূত্র কোনটি?
(L-Sd) (B-Sd)xd
Lx (B-Sd) xd
(L-Sd) Bd.
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: পুকুরের মাটি কাটার মধ্য প্রস্থচ্ছেদ
সূত্র: (L-sd) (B-sd) xd
যেখানে- L= পুকুরের উপরিভাগের দৈর্ঘ্য
B = পুকুরের উপরিভাগের গ্রন্থ
s = পুকুরের পার্শ্বচাল
d = পুকুরের গভীরতা
20095. ০.০১ হেক্টর একটি পুকুরে ১ মিটার গভীরতায় পানির পরিমাণ কত?
১০০ লিটার
৫০০০ লিটার
১০০০ লিটার
১,০০,০০০ লিটার
ব্যাখ্যা: ব্যাখ্যা: জমির ক্ষেত্রফল = 0.01 হেক্টর
=(10000x0.01)m² = 100 m²
গভীরতা = 1m.
: পানির পরিমাণ= (100x1) m^3
=100m^3
= (100×1000) লিটার [ 1m^3 = 1000 litre]
= 1,00,000 লিটার (Ans.)
20096. Damp Proof Course (DPC) মাপের একক- [BPSC-20]
m³
m²
m
উপরের কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাতাস বা মাটির মধ্যে পাণিকণা যাতে দালান বা কোনো কাঠামোতে প্রবেশ করতে না পারে, তার ব্যবস্থা করাকে আর্দ্রতা প্রতিরোধক বলে।
20097. Rise and Fall method কোন কাজের জন্য ব্যবহার করা হয়?[BPSC-22]
Field survey
Reconnaissance
Total station survey
Calculation of RL
20098. ভিত্তিতে ঢালাইয়ের অনুপাত হয়-
1:2:4
1:6:8
1:3:5
1:3:6
20099. নিচের কোনটি ত্রিমাত্রিক জরিপ?[BB-21]
শিকল জরিপ
সমতলমিতি
কন্টুর জরিপ
থিওডোলাইট জরিপ
ব্যাখ্যা: ত্রিমাত্রিক জরিপই মূলত থিওডোলাইট জরিপ। এটি একটি কৌণিক জরিপ। থিওডোলাইট জরিপের সাহায্যে ত্রিভুজ বা বহুভূজগুলোর প্রত্যেকটি কোণ মাপা হয়।
20100. আমাদের দেশে অগভীর নলকূপকে নিচের কোন পদ্ধতিতে খনন করে স্থাপন করা হয়?
আবর্তন খনন পদ্ধতি
পানিজেট পদ্ধতি
ঢেঁকি পদ্ধতি
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: আমাদের দেশে অগভীর নলকূপ বসানোর জনপ্রিয় পদ্ধতি
হলো- ঢেঁকি পদ্ধতি-
গভীর নলকূপ স্থাপনের জনপ্রিয় পদ্ধতি হলো:
(i) পানি জেট পদ্ধতি (Water jet method):
(ii) আবর্তন খনন পদ্ধতি (Rotary drilling method)