MCQ
20141. চালুনি বিশ্লেষণ কত প্রকার
তিন প্রকার
দুই প্রকার
এক প্রকার
চার প্রকার
ব্যাখ্যা: চালুনি বিশ্লেষণ দু প্রকার যথা
i. শুল্ক চালুনি বিশ্লেষণ এবং ii. ভিজা চালুনি বিশ্লেষণ 0.075 mm এর চেয়ে বড় আকারের কণার মাটির জন্য চালুনি বিশ্লেষণ করা হয়
20142. standard penetration test (SPT) এর Tube কত ইঞ্চি লম্বা থাকে
24"
6"
12"
18"
20143. ইনভার স্টাফের ক্ষুদ্রতম পাঠমান কত?[PPA-23]
Imm
2mm
3mm
4mm
20144. settlement হিসাব করার জন্য soil এর কোন property কাজে লাগে
specific gravity
permeability
shear strength
compressibility
20145. সার্ভেয়িং-এর বেঞ্চমার্কে RL বলতে কী বুঝায়? (PPA-23]
Reduced Level
Reduction Level
Regular Level
Regulatory Level
20146. সমুদ্র সমতল হতে ৫৫০ মি. উচ্চতায় একটি ভূমির উপর বেসলাইনের দৈর্ঘ্য মাপা হলো ৭২০ মিটার। যদি পৃথিবীর গড় ব্যাসার্ধ ৬৩৭২ কিমি হয় তবে সমুদ্র সমতলে বেসলাইনের দৈর্ঘ্য কত হবে? [PPA-23]
519.93785m
419.93785m
919.94765m
719.93785m
20147. নিচের কোনটি Dry unit weight of gravity(a)-এর সঠিক সমীকরণ? [BBA-20]
yd = Ws / v
yd = Ysat - yw
yd = Ws / Vs
yd = Wsat - V
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: নমুনা মৃত্তিকার একক আয়তনের শুদ্ধ কঠিনাংশের ওজনকে মৃত্তিকার শুষ্ক একক (yd) বলা হয়। অর্থাৎ, শুদ্ধ একক (yd) কঠিন অংশের ওজন এবং মৃত্তিকা নমুনার মোট আয়তনের অনুপাতে প্রকাশ করা হয়।
20148. 'ক' বিন্দু উপাত্ত তলের ২.৫০ মিটার নিচে অবস্থিত। 'খ' বিন্দু উপাত্ত তলের ৩.৫০ মিটার উপরে অবস্থিত। 'খ' বিন্দু থেকে 'ক' বিন্দুর আপেক্ষিক এলিভেশন কত? [PPA-23]
(+) 3.00m
(-) 3.00m
(+) 6.00m
(-) 6.00m
ব্যাখ্যা: খ থেকে ক-এর আপেক্ষিক এলিভেশন = ক-এর
এলিভেশন- খ-এর এলিভেশন
2.50m(+3.50m) 6.00m
20149. শতকরা কত সুক্ষদানার মাটি থাকলে ভিজা চালুনি বিশ্লেষণ করা হয়
৩%
৫% অধিক
৪% অধিক
২%
20150. অক্ষত নমুনায় আউটসাইট ক্লিয়ারেন্স কত হওয়া উচিত ?
৮% থেকে ১২%
১% থেকে ২%
৫% থেকে ৭%
৪% থেকে ৬%
20151. দিল্লি ও চট্টগ্রামের দ্রাঘিমা যথাক্রমে 80°00 E ও 90°30 E। চট্টগ্রামে যখন মধ্যাহ্ন, তখন দিল্লির সময় কত? [PPA-23]
১১ঘ.০মি
১১ঘ.০মি
১০ঘ.১৮মি
১১ঘ.১৮মি
ব্যাখ্যা: ১০ দ্রাঘিমা পার্থক্যে সময়ের পার্থক্য = ৪ মি.
দ্রাঘিমা পার্থক্য = 90°30′-80 °00′= 10°30′= 10.5°
.. সময়ের পার্থক্য = ৪ × ১০.৫ = ৪২ মি.
দিল্লির সময় = ১২ ঘণ্টা ০০ মি. ৪২মি. = ১১ঘ. ১৮ মি.
20152. 170 মিটার দূরবর্তী দুটি বিন্দু ক ও খ-এর স্টাফ পাঠ যথাক্রমে 0.75 মি., 1.85 মি, খ বিন্দুর RL 25 হলে ক বিন্দুর RL কত?[PPA-23]
25.10
26.10
27.10
28.10
ব্যাখ্যা: ক বিন্দুর RL = খ বিন্দুর RL + খ বিন্দুর স্টাফ পাঠ -ক বিন্দুর স্টাফ পাঠ = 25 +1.85-0.75 = 26.10
20153. Soil এর কোন property বের করার জন্য unconfined compressive test করা হয়
compressibility
shear strength
Density
specific gravity
ব্যাখ্যা: unconfined compressive টেস্টের মাধ্যমে পরীক্ষাগারে শিলা ্বেং সুক্ষ দানাযুক্ত মাটির যান্ত্রিক বৈশিষ্ট্য নির্ণয় করা হয় এর মাধ্যমে মাটির shear strength নির্ণয় করা হয়
20154. বেলে মাটিতে কখনো সৃষ্টি হয় না
তারল্য
নম্যতা
উপরে উল্লিখিত সবগুলো
কোনোটিই নয়
20155. আদর্শ পেনিট্রেশন পরীক্ষায় সাধারনত কতটুকু গভীরতা পর পর নমুনা মৃত্তিকা সংগ্রহ করা হয়
3 ফুট
7 ফুট
5 ফুট
10 ফুট
ব্যাখ্যা: সাধারনত 5 ফুট পর পর নমুনা সংগ্রহ করে spt test করা হয়।
20156. ভেরিয়েল হেড ভেদ্যতা পরীক্ষা কোন ধরনের মৃত্তিকার জন্য উপযোগী
বেলে মাটি
কর্দম মৃত্তিকা
গ্র্যাভেল জাতীয় মৃত্তিকা
মোটদাানের মৃত্তিকা
ব্যাখ্যা: কোনো মাটির ধারাবাহিক ভয়েডের ভিতর দিয়ে পানি বা অন্য কোনো তরলের প্রবাহিত ধর্মকে ভেদ্যতা (Permeability) বলে। গ্র্যাভেল উচ্চ ভেদ্যগুণসম্পন্ন মাটি।
20157. structure এর settlement নিরুপনের জন্য মৃত্তিকার কোন পরীক্ষা সবচেয়ে বেশি কাজে লাগে?
permeability
shear strength
Density
Consolidation
20158. বৃহৎ ত্রিভুজায়ন জরিপের মাধ্যমে কোন ধরনের বেঞ্চমার্ক স্থাপন করা হয়? [PPA-23]
স্থায়ী
জিটিএস
অস্থায়ী
ধার্যকৃত
20159. ট্রাই-অ্যাক্সিয়াল টেস্টে স্পেসিমেনটি কী দিয়ে আবৃত থাকে?
মেটাল দ্বারা
রাবার মেমব্রেন
তার জালি দ্বারা
কোনোটিই নয়
20160. মৃত্তিকার সক্রিয় চাপের সূত্র কোনটি? [BB-21]
1 + sin ɵ/ 1-sin ɵ
1-sin ɵ / 1 + sin ɵ
1 + cos ɵ / 1 + sin ɵ
1-cos ɵ / 1+ cos ɵ
ব্যাখ্যা: ব্যাখ্যা: সক্রিয় চাপঃ মৃত্তিকার যে চাপে ঠেস কাঠামো ভরাট সামগ্রীর বিপরীত দিকে সরে যায়, তাই সক্রিয় চাপ।