Image
MCQ
21141. সিমেন্টের কোন পরীক্ষার vicat Apparatus ব্যবহার করা হয়?
Initial setting time
Final setting time
Normal consistency
ওপরের সব গুলো
21142. এক ম্যাগা প্যাসকেল বল সমান কত পিএসআই?
১০ পিএসআই
২৭ পিএসআই
১০০ পিএসআই
১৪৫ পিএসআই
21143. সাধারন পোর্টল্যান্ড সিমেন্ট তৈরিতে ক্লিনকার এর সাথে জিপসাম সংমিশ্রণের কারণ -
setting time বৃদ্ধি করা
setting time হ্রাস করা
Fineness বৃদ্ধি করা
সিমেন্টের মূল্য হ্রাস করা
21144. ৪ ইঞ্চি পুরুতে আর সি সি স্লাব প্রতি বর্গফুটের ওজন হবে-
১৫০ পাউন্ড
৫০ পাউন্ড
১০০ পাউন্ড
উপরের কোনটিই নয়
21145. মাটির ভার বহন ক্ষমতা নির্ভর করে কিসের উপর?
ফাউন্ডেশন- এর ধরন
ফাউন্ডেশন- এর গভীরতা
ফাউন্ডেশন- এর আকার ও আকৃতি
উপরের সবগুলো
21146. সাধারন পোর্টল্যান্ড সিমেন্টের Unite weight হচ্ছে-
৭০ পাউন্ড/ঘনফুট
৯০ পাউন্ড/ঘনফুট
৮০ পাউন্ড/ঘনফুট
১০০ পাউন্ড/ঘনফুট
21147. ব্যবহারের পূর্বে pre-stress concrete girder- pre - stressing tendon দিয়ে-
Tension Zone এ Tension প্রয়োগ করা হয়।
Tension Zone এ compression প্রয়োগ করা হয়
compression Zone এ Tension প্রয়োগ করা হয়
compression Zone এ compression প্রয়োগ করা ঘয়।
21148. জরিপ কাজে কন্টুর ম্যাপ তৈরিতে কোন যত্রটি অপরিহার্য?
ইঞ্জিনিয়ার্স চেইন
লেভেল
থিওডোলাইট
প্লেইন টেবিল
21149. Ordinary Portland cement এর Initial setting time কত?
৩০ মিনিট
৫ ঘন্টা
১ ঘন্টা
১০ ঘন্টা
21150. একটি Simply supported uniformly loaded beam - এর সর্বোচ্চ bending moment হয় -
মাঝখানে
প্রান্তদ্বয়ে
প্রান্ত থেকে ১/৩ অংশ দূরে
প্রান্ত থেকে ১/৩ অংশ দূরে
21151. Schmidt Rebound Hammer দিয়ে concrete এর কী Test করা হয়?
Testing strength
Flexural strength
Modulus of Elasticity
Non- destructive test
21152. Galvanaizing এ কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়?
নিকেল
অ্যালুমিনিয়াম
জিঙ্ক
আয়রন
21153. কনক্রিট ঢালাই কাজে ওয়াটার সিমেন্ট অনুপাত বেশি হলে ঘটবে?
দ্রুত জমাট বাঁধলে
শক্তি কম হলে
শক্তি বেশি হলে
স্থায়ীত্ব বাড়বে
21154. একটি Septic Tank - Liquid retention time হওয়া উচিত কমপক্ষে-
১ দিন
৩ দিন
১০ দিন
৭ দিন
21155. Ferro cement এক প্রকার -
সাধারন সিমেন্ট
লৌহ
বিশেষ সিমেন্ট
কোনটিই নয়
21156. রিজিড পেভমেন্ট বলতে কী বুঝায়?
রাস্তায় উপরের শক্ত আচ্ছাদিত রাস্তা
কংক্রিটের তৈরি রাস্তা
বিটুমিন দ্বারা আচ্ছাদিত রাস্তা
সোলিং করা রাস্তা
21157. জলছাদ তৈরিতে চুন, সুরকি ও খোয়ার অনুপাত হচ্ছে-
১:২:৪
১:৩:৬
২:২:৭
২:২:৫
21158. অ্যাবাটমেন্ট কী?
ব্রিজের পাইল ক্যাপ
ব্রিজের প্রান্তীয় সাপোর্ট
ব্রিজের নদী মধ্যবর্তী সাপোর্ট
ব্রিজের সুপার স্ট্রাকচার
21159. ভূমিকম্পের ঝুঁকি কোন জেলায় সবচেয়ে বেশি?
খুলনা
ঢাকা
চট্টগ্রাম
সিলেট
21160. ব্রডগেজের দুই রেলের মধ্যে দূরত্ব হলো
০.৫০ মিটার
১ মিটার
১.৬৭৬ মিটার
১.৫০ মিটার