MCQ
21201. ACI Code অনুযায়ী slab এর minimum thickness কত-
L/12
Perimeter/180
4 inch
5 inch
Job Preparation
Civil Engineering
Civil Department
Civil MCQ
RCC ডিজাইন
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডি-১৯৯৪
ব্যাখ্যা: তথ্য: ACI Code অনুযায়ী slab এর minimum thickness 4
inch বা ৯ সেমি এর কম হবে না।
সঠিক উত্তর: (b) 4 inch
21202. coulambs law অনুযায়ী মাটির shearing strenght হবে-
c-p tanØ
c-c tan
c + p tan
p + c tan
ব্যাখ্যা: তথ্য: where, c = cohesion, P=normal stress on the plane andØ angle of internal friction.
21203. Column Footing shear critical section
Column এর face
Column এর মাঝখানে
Column এর face হতে d দূরত্বে
Column এর face ও কেন্দ্রের মাঝখানে
Job Preparation
Civil Engineering
Civil Department
Civil MCQ
RCC ডিজাইন
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডি-১৯৯৪
ব্যাখ্যা: তথ্য: একমূখী শিয়ারের জন্য critical section কলামের face
হতে d দূরত্বে অবস্থিত। সঠিক উত্তর: (c)
21204. 40 grade reinfocement- এর অর্থ কী?
Ld = 40 inch
fy = 40 ksi
fy = 40 ksi
fs = 40 ksi
Job Preparation
Civil Engineering
Civil Department
RCC ডিজাইন
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডি-১৯৯৪
ব্যাখ্যা: Answer: (c) fy = 40 ksi
21205. The uniformity co -efficient of soil is defiend as the ratio of (মাটির সমরুপতা সহগের অনুপাত)
D40 to D10
D 40 to D20
D50 10 D10
D60 10 D10
21206. যে আকারের এগ্রিগেট সবচেয়ে বেশি ভয়েড সৃষ্টি করে-
Angular
Unuqalsized.
Round
None of this
21207. ACI Code অনুযায়ী Reinforced concrete beam এ steel reinforcement এর minimum clear cover কত-
1 inch
1.5 inch
3/4 inch
2 inch
Job Preparation
Civil Engineering
Civil Department
RCC ডিজাইন
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডি-১৯৯৪
ব্যাখ্যা: তথ্য: কোড অনুযায়ী কনক্রিটের নূন্যতম কভারিং নিম্নরূপ: ১. স্ল্যাব এবং দেয়ালের জন্য মুক্ত কভারিং সেমি = ইঞ্চি ২. বীম এবং কলামের ক্ষেত্রে মুক্ত কভারিং = সেমি = ১.৫ ইঞ্চি। সঠিক উত্তর: (c) 1.5 inch
21208. ACI Code অনুযায়ী Column এর minimum longitudinal reinforcement কত-
1%
1.8%
1.5%
4%
Job Preparation
Civil Engineering
Civil Department
Civil MCQ
RCC ডিজাইন
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডি-১৯৯৪
ব্যাখ্যা: তথ্য: minimum longitudinal reinforcement 1% এবং
maximum longitudinal reinforcement 8% .
21209. The liquid limit minus plastic is termed as (লিকুইড লিমিট হতে প্লাস্টিক লিমিট বিয়োজনকে বলে -)
flow index
Plasticity index
shrinkage index
liquidity index
ব্যাখ্যা: তথ্য: প্লাস্টিকতা সূচক মাটির নমুনা মুকনো ওজনের শতাংশে প্রকাশ করা হয়। এটি আদ্রতার পরিসরের আকার দেখায় যেখানে মাটি প্লাস্টিক থাকে। সাধারণভাবে প্লাস্টিকতা সূচক শুধুমাত্র উপস্থিত কাদামাটির পরিমানের উপর নির্ভর করে।
লিকিইড লিমিট হতে প্লাস্টিক লিমিট বিয়োজনকে
plasticity index বলে।
উত্তর: (b)
21210. পাশের বীমের A বিন্দুর মোমেন্ট কত?
10k
20k
40k
শূন্য
Job Preparation
Civil Engineering
Civil Department
RCC ডিজাইন
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডি-১৯৯৪
ব্যাখ্যা: তথ্য: A বিন্দুতে রোলার সাপোর্ট হওয়ার মোমেন্ট শূন্য হবে। রোলার
সাপোর্টে শুধুমাত্র উলম্ব প্রতিক্রিয়ার মান পাওয়া যায়।
21211. সিমেন্টের সব থেকে প্রয়োজনীয় টেস্ট কোনটি-
Tensile strength
Fineness.
Compressive strength
setting time
Job Preparation
Civil Engineering
Civil Department
ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস
কন্সট্রাকশন প্রসেস
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডি-১৯৯৪
ব্যাখ্যা: তথ্য: সিমেন্টের যেকোন property নির্ণয় করার জন্য করা প্রথম পরীক্ষাটি consistency test যা ২৭ থেকে ২৯ এর মধ্যে থাকে। সিমেন্টের সব থেকে প্রয়োজনীয় টেস্ট হলো setting time Compressive strength। কনক্রিন্ট এবং মার্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট। Tensile strength হলো রডের সবচেয়ে প্রয়োজনীয় টেস্ট।
সঠিক উত্তর: (d)
21212. ACI Code অনুযায়ী Column এর minimum cross sectional area কত?
80 sq inch
96 sq inch
100 sq inch
120 sq inch
21213. সিলেটের বালির F.M কত?
৩.০
২.৬
২.০
১.৫
21214. টাইড কলামের রিডাকশন কত-
0.70
0.75
0.85
0.95
Job Preparation
Civil Engineering
Civil Department
RCC ডিজাইন
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডি-১৯৯৪
ব্যাখ্যা: তথ্য: শিয়ারের ক্ষেত্রে, = 0.85
21215. ACi Code কর্তৃক Dead Load এর জন্য সুপারিশকৃত overload কত-
1.9
0.9
1.7
1.4
Job Preparation
Civil Engineering
Civil Department
Civil MCQ
RCC ডিজাইন
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিইডি-১৯৯৪
ব্যাখ্যা: তথ্য: Load factor: Dead Load Live Load এর সাথে Load factor গুণ করে Ultimate Load নির্ণয় করা হয়।
BNBC 2020 (বা বর্তমান গেজেটেড কপি) অনুসারে
০১. Ultimate Dead Load =1.2x Dead Load
০২. Ultimate Live Load = 1.6 =x Live Load
তবে, BNBC 2006 বা পূর্বে গেজেটেড কপি)
অনুসারে, Load factor = 1.4x D.L+ 1.7x L.L
পূর্ব অনুসারে সঠিক উত্তর: (d) 1.4 তবে, বর্তমান BNBC বা ACI
Code অনুসারে সঠিক উত্তর: 1.2x D.L
21216. ACI Code অনুযায়ী circular column minimum diameter কত?
1 inch
2 inch
3 inch
4 inch
21217. চিত্রে পীড়ন ও বিকৃতি ডায়াগ্রামে mild steel এর ductility কী হবে?
P বিন্দু
Y₁ বিন্দু
Y₂ বিন্দু
B বিন্দু
21218. ACI Code অনুযায়ী Rectangular column এ longitudinal reinforcement থাকে-
4
5
6
7
21219. The brick laid with its length parallel to the face of the wall is called a (দেয়ালের সমান্তরালে ইটের স্থাপনাকে বলে-)
stretcher
course
closer
header
ব্যাখ্যা: তথ্য: প্রাচীরের মুখের সমান্তরাল দৈর্ঘ্যের সাথে স্থাপিত ইটটি স্ট্রেচার নামে পরিচিত।
21220. fineness modulus নির্ণয়ে সবচেয়ে সূক্ষ যে চালুনী ব্যবহৃত হয় তা হলো-
No 50
No 100
No 150
No 200
ব্যাখ্যা: তথ্য: এটিই সর্বশেষ চালুনী। এর পাশে প্যান থাকে।