EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
201. এক ঘনমিটার কত ঘনফুটের সমান?
৩৬.৩১৫ ঘনফুট
৩৫.০২০ ঘনফুট
৩৭.৫০৫ ঘনফুট
৩৫.৩১৫ ঘনফুট
202. ১২ মিমি ব্যাসের Reinforcement bar-এর প্রতি মিটারের ওজন কত?
০.৯১২ কেজি
০.৮৮৮ কেজি
০.৭৯৮ কেজি
০.৭৫৮ কেজি
203. বাকল্যান্ড বাঁধটি কোথায় অবস্থিত?
সিরাজগঞ্জে
চাঁদপুরে
ঢাকা শহরে
মাওয়া ঘাটে
ব্যাখ্যা: বাকল্যান্ড বাঁধ বাংলাদেশের পুরান ঢাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।
204. মাটি কমপ্যাকশন কেন করা হয়?
মাটির ভারবহন ক্ষমতা বৃদ্ধির জন্য
ভালো মাটি পাওয়ার জন্য
খরচ কমানোর জন্য
পানি প্রবাহ বন্ধ করার জন্য
ব্যাখ্যা: Static, Impact, Vibrating method-এ সয়েল কমপ্যাক্ট করে মাটির ভারবহন ক্ষমতা বৃদ্ধি করা হয়।
205. 'Macbeth' by Shakespeare is -.
a poem
a novel
a play
an autobiography
ব্যাখ্যা: 'Macbeth', Shakespeare রচিত একটি নাটক। এটি একটি Tragedy, যার মূল চরিত্র বা protagonist হলো Macbeth.
206. What is the alternative word for the underlined part? Some officials indulge in 'corruption'
Ill-treatment
evil
misery
malpractices
ব্যাখ্যা: Corruption-এর অর্থ দুর্নীতি। Option (ক)-এর অর্থ দুর্ব্যবহার। (খ) এর অর্থ মন্দ/খারাপ। (গ) এর অর্থ দুর্দশা। (ঘ) এর অর্থ অপকর্ম/অসবৃত্তি। Option (ঘ) সঠিক উত্তর।
207. নিচের কোনটি ভালো ইটের বৈশিষ্ট্য?
ইট কিছুটা overburnt হলে
ইটের ওজন প্রতিটি ৬ পাউন্ড হলে
আকার, আকৃতি, রং এবং শক্তি সঠিক হলে
কোনোটিই নয়
208. সেভেন সিস্টারস (Sisters) কী?
মিশরের বিখ্যাত ৭ সুন্দরী রমণী
ভারতের পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য
মুক্তিযুদ্ধে বিখ্যাত বীরাঙ্গনা
সাতটি প্রাচীন মহাদেশ
ব্যাখ্যা: ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের ৭টি রাজ্য- নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, আসাম, ত্রিপুরা, মেঘালয় ও অরুণাচল প্রদেশকে সেভেন সিস্টার বলা হয়।
209. California bearing ratio (CBR) Test কী পরীক্ষার কাজে ব্যবহার করা হয়?
ভবন
রাস্তা
সেতু
রেললাইন
ব্যাখ্যা: California Bearing Ratio বা CBR টেস্ট রাস্তায় সয়েল সাবগ্রেড এবং বেস-কোর্সের শক্তি নির্ণয়ে ব্যবহৃত হয়।
210. 'বীণার ঝঙ্কার'-এর এক কথায় প্রকাশ কী?
শিঞ্জন
নিক্কন
অজিন
কৃত্তি
ব্যাখ্যা: অলঙ্কারের ধ্বনি শিঞ্জন, হরিণের চামড়া- অজিন, বাঘের চামড়া- কৃত্তি।
211. M35 গ্রেডের কংক্রিটের Water-cement ration-এর আদর্শ মান কত?
৪৫%
৫০%
৪০%
২৫%
ব্যাখ্যা: M35 হলো এক ধরনের কংক্রিট, যা 5075 psi চাপশক্তি বহন করতে পারে। এর সর্বোচ্চ W/C Ratio হবে 0.45.
212. বিশুদ্ধ অর্ধ-পরিবাহী পদার্থে ভ্যালেন্স শেলে ইলেক্ট্রনের সংখ্যা কত?
213. বাংলার প্রথম ছাপাখানা কোনটি?
কলিকাতা ছাপাখানা
রাঢ় ছাপাখানা
বঙ্গ ছাপাখানা
শ্রীরামপুর মিশন
ব্যাখ্যা: বাংলায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় কলকাতায়। জেমস অগাস্টাস হিকি বাংলার প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট ছেপে প্রকাশ করেন। এটিই কলকাতায় প্রতিষ্ঠিত প্রথম ছাপাখানা।
214. একটি সেমিকন্ডাক্টরের ইলেক্ট্রিক্যাল রেজিস্ট্যান্স তাপমাত্রার সাথে-
বৃদ্ধি পায়
স্থির থাকে
হ্রাস পায়
কোনোটিই নয়
215. ভবন কাঠামোতে Concrete প্রধানত কী ধরনের চাপ বহন করে?
Compression
Tension
উভয় প্রকারের
কোনোটিই নয়
ব্যাখ্যা: ভবন কাঠামোতে Concrete প্রধানত চাপশক্তি বহন করে এবং ভবন ডিজাইনে কংক্রিটের টানশক্তি বিবেচনা করা হয় না।
216. বাংলাদেশের জন্য পানিতে গ্রহণযোগ্য আর্সেনিকের সর্বোচ্চ মাত্রা কোনটি?
০.৩ পিপিএম
০.০৩ পিপিএম
০.৫ পিপিএম
০.০৫ পিপিএম
ব্যাখ্যা: পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা বাংলাদেশে প্রতি লিটারে দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এর পরিমাণ দশমিক শূন্য এক মিলিগ্রাম প্রতি লিটারে।
217. রাস্তার বাঁকে Cambering কেন প্রদান করা হয়?
রাস্তা সংস্কারের জন্য
ফাটল রোধের জন্য
পানি নিষ্কাশনের জন্য
নিরাপদ ও স্বচ্ছন্দে গাড়ি চালানোর জন্য
218. ছয় দফা দিবস কোনটি?
৫ ফেব্রুয়ারি
৭ ফেব্রুয়ারি
৫ জুন
৭ জুন
ব্যাখ্যা: ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস। ১৯৬৬ সালের ৭ জুন এই দিনে বাংলায় হরতাল চলাকালে পুলিশ ও ইপিআরের গুলিতে অনেকে শহিদ হন। ছয় দফা হয়ে ওঠে বাঙালির মুক্তির সনদ।
219. মোহাম্মদ সালাহ কোন দেশের ফুটবল খেলোয়াড়?
মিশর
সৌদি আরব
আর্জেন্টিনা
ব্রাজিল
ব্যাখ্যা: মোহাম্মদ সালাহ মিশরের জাতীয় দলে খেলে থাকেন। এই ফরোয়ার্ড ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলে খেলেন।
220. Theodolite একটি জরিপযন্ত্র, যা নিচের কোন কাজে ব্যবহার করা হয়?
Tightening the capstan-headed nuts of level tube
Measurement of horizontal angle only
Measurement of vertical angle only
Measurement of both horizontal and vertical angle