MCQ
261. হিউম্যান ট্রাফিকিং বলতে কী বুঝায়?
মানব পাচার
দাবি আদায়ে দলবেঁধে রাস্তা আটকানো
মানব সম্পদ উন্নয়ন
ট্রাফিক কাজে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত থাকা
262. গঠন অনুসারে বাংলা বাক্য কত প্রকার?
২ প্রকার
৪ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: গঠনগত দিক থেকে বাংলা বাক্য ৩ প্রকার; যথা- ১। সরলবাক্য ২। জটিল বা মিশ্র বাক্য ৩। যৌগিক বাক্য।
263. 'I remember' what you said yesterday. The underlined is -.
an adjective clause
a noun clause
an adverbial clause
a dependent clause
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: Underlined অংশটিতে একটি Subject ও একটি verb আছে, যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এবং এটি একটি independent clause-এর বৈশিষ্ট্য। "I remember" সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাই একে main clause-ও বলা যায়। তবে 'What you said yesterday', আরা কিছু জানাতে চায়, তাই এটি একটি dependent অথবা sub-ordinate clause.
264. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন নাটক কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
বসন্ত
বিসর্জন
ডাকঘর
অচলায়তন
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: 'বসন্ত' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ঋতুনাট্য ১৩২৯ বঙ্গাব্দের ১০ ফাল্গুন নাটকটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। এটি একটি পালাগান এবং নাটকের আঙ্গিকে রচিত রবীন্দ্রনাথের প্রথম পালাগান। রবীন্দ্রনাথ ঠাকুর নাটকটি উৎসর্গ করেন কাজী নজরুল ইসলামের উদ্দেশ্যে।
265. 'রূপসী বাংলার কবি' কাকে বলা হয়?
কালিদাস রায়
জীবনানন্দ দাশ
সত্যেন্দ্রনাথ দত্ত
জসীম উদ্দীন
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: বাংলার প্রকৃতি নিয়ে কবিতা রচনার কারণে জীবনানন্দ দাশকে রূপসী বাংলার কবি বলা হয়। এ ছাড়াও বাংলা সাহিত্যে নির্জনতার, তিমির হননের ও ধূসরতার কবি হিসেবে তিনি পরিচিতি।
266. Fill in the blank. I ---a good film last week.
have seen
have watched
see
saw
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: বাক্যে last week, last night, last year, last month, yesterday ইত্যাদি থাকলে verb-এর past form হয়। এখানে Option (ঘ)টি past form-এ আছে।
267. "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী"- গানটির রচয়িতা কে?
শামসুর রাহমান
হাসান হাফিজুর রহমান
আলতাফ মাহমুদ
আবদুল গাফফার চৌধুরী
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: আবদুল গাফফার চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি গ্রন্থকার, কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা 'সাপ্তাহিক জয় বাংলা'র প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন।
268. কাঠ সিজনিং কেন করা হয়?
সৌন্দর্যের জন্য
স্থায়িত্বের জন্য
শক্ত করার জন্য
ফাটল রোধের জন্য
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: উপরের সবগুলোই সঠিক উত্তর। কাঠের শক্তি বৃদ্ধি, অতিরিক্ত ওজন হ্রাস, কার্যোপযোগিতা বৃদ্ধি, স্থায়িত্ব বৃদ্ধি, ফাটল রোধের জন্য সিজনিং করা হয়।
269. নির্মীয়মান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য কত?
৩.৪৩ কিমি
৩.৩৪ কিমি
৪.৩৩ কিমি
৪.৪৩ কিমি
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত টানেলের নাম দেয়া হয়েছে 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল'। এটি কর্ণফুলী নদীর দুই তীরের অঞ্চলকে যুক্ত করবে।
270. Concrete-এর Water-cement ration 0.5 হলে 10 ব্যাগ Cement-এর জন্য কতটুকু পানি প্রয়োজন?
150 Litre
400 Litre
250 Litre
200 Litre
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: W/C Ratio = Water/ Cement
⇒0.5 = Water/10 ×50
⇒ Water = 250 litre.
271. রাস্তা নির্মাণে Sub-base course নিচের কোনটির উপরেই বসানো হয়?
Sub-grade
Base
Wearing surface
None of these
272. Sand pile কেন করা হয়?
Soil থেকে পানি নিষ্কাশনের জন্য
Vertical load নেয়ার জন্য
Soil compaction-এর জন্য
Horizontal load নেয়ার জন্য
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: স্যান্ড পাইলিং একটি Soil iprovement technique, যা মাটির বিয়ারিং ক্যাপাসিটি বৃদ্ধি করে।
273. 'Swansong' refers to
a song
a swan
last work of an artist
song of an artist
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: 'Swansong', phrase-টির অর্থ কোনো ব্যক্তির শেষ কাজ। Option (গ)-এর অর্থ একজন শিল্পীর শেষ কর্ম। তাই এটি সঠিক উত্তর।
274. Shear force diagram linear হলে Moment diagram কী হবে?
Linear
1st order parabola
Second order parabola
Cubical
275. ব্রডগেজ রেললাইনের দুই রেলের অভ্যন্তরীণ Face-এর দূরত্ব কত?
১০০০ মিমি
১৪৫০ মিমি
১৬৭৬ মিমি
১৭৫০ মিমি
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: যে--সব রেলপথে প্রচুর ট্রেন চলাচল করে, মালামাল পরিবহন করতে হয় বেশি এবং রেলপথের দৈর্ঘ্য বেশি সেসব জায়গায় ব্রডগেজ রেললাইন ব্যবহৃত হয়। ব্রডগেজ রেললাইনের প্রন্থ ১৬৭৬ মিলিমিটার।
276. জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের বিধান বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বিধৃত করা হয়েছে?
অনুচ্ছেদ-৭
অনুচ্ছেদ-৪(১)
অনুচ্ছেদ-৪ক
অনুচ্ছেদ-৭(গ)
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধান ৪ক অনুচ্ছেদ অনুযায়ী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতির কার্যালয়, সরকারি ও আধা- সরকারি প্রতিষ্ঠান, বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে।
277. 'বীরবল' কার ছদ্মনাম?
প্রমথনাথ বিশী
প্রেমেন্দ্র মিত্র
প্রমথ চৌধুরী
প্রমথনাথ বসু
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: প্রমথ চৌধুরী (৭ আগস্ট ১৮৬৮-২ সেপ্টেম্বর ১৯৪৬) বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, যিনি বিংশ শতাব্দীর প্রথম ভাগে সক্রিয় ছিলেন। তিনি ছিলেন একাধারে প্রাবন্ধিক, কবি ও ছোটো গল্পকার। ৩২ বীরবল ছদ্মনামও তিনি ব্যবহার করেছেন।
278. কোভিড-১৯ এর কারণে সবচেয়ে বেশি লোক মৃত্যুবরণ করেছে কোন দেশে?
চীন
ভারত
পাকিস্তান
থাইল্যান্ড
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: কোভিড-১৯ এর কারণে সবচেয়ে বেশি লোক মৃত্যুবরণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে (১০,৩৭,৬৬৪ জন)। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত (৫,২৪,৮০৩ জন)।
279. নিচের কোন ধরনের Soil-এর Plasticity-এর মান শূন্য?
Silt
Sand
Clay
Clayey Sand
280. কোন নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশে একমাত্র কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে?
কর্ণফুলী
সাঙ্গু
তিস্তা
মেঘনা
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: কাপ্তাই হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙামাটি জেলায় অবস্থিত একমাত্র কৃত্রিম হ্রদ। কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে এই হ্রদ তৈরি করা হয়েছে।