Image
Questions
301. দৌলত উজির বাহরাম খাম সাহিত্যসৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?
সুলতান খিয়াসউদ্দিন আজম শাহ
কোরেশী মাগন ঠাকুর
সুলতান বরবক শাহ
জমিদার নিজাম শাহ
303. 'ব্রিসবেন' কোন দেশের সমুদ্র বন্দার?
যুক্তরাজ্য
জার্মানি
অস্ট্রেলিয়া
বেলজিয়াম
304. মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী?
‘মনসামঙ্গল’
‘মনসাবিজয়
‘পদ্মপুরাণ’
‘পদ্মাবতী’
305. ‘রুখের তেন্তুলি কুমীরে খাই’ এর অর্থ কী?
তেজি কুমিরকে রুখে দিই
বৃক্ষের শাখায় পাকা তেঁতুল
গাছের তেঁতুল কুমিরে খায়
ভুল থেকে শিক্ষা নিতে হয়
307. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মির্মিত হলে ঐ বিদ্যুৎ কেন্দ্র থেকে সর্বোচ্চ কি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে?
১৫০০ মে. ও.
১৯০০ মে. ও.
২০০০ মে. ও.
২৪০০ মে. ও.
308. আফ্রিদি' উপজাতি কোন দেশে বাস করে?
আফগানিস্তান
অস্ট্রেলিয়া
পাকিস্তান
উজবেকিস্তান
309. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?
চৌবেরিয়া গ্রাম, নদীয়া
কীঠালপাড়া রাম, চব্বিশ পরগনা
বীরসিংহ গ্রাম, মেদিনীপুর
দেবানন্দপুন গ্রাম, হুগলি
310. চর্যাপদে’র প্রাপ্তিস্থান কোথায়?
বাংলাদেশ
নেপাল
উড়িষ্যা
ভুটান
311. সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য গ্রহণকারী দেশ কোনটি?
নেপাল
বাংলাদেশ
আফগনিস্তান
ইথিওপিয়
312. 'ন্যায়সঙ্গত' কোন ধরনের সমাস-সাধিত পদ?
তুৎপুরুষ
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব
313. যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহর কোনটির জন্য বিখ্যাত?
শিপিং
অটোমোবাইল
ঘড়ি
তেল ও প্রাকৃতিক সম্পদ
314. “ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে”-কে এই দামান ছেলে?
কাজী নজরুল ইসলাম
কামাল পাশা
চিত্তরঞ্জন দাস
সুভাষ বসু
316. কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?
হিত্তিক ও তুখারিক
তামিল ও দ্রাবিড়
আর্য ও অনার্য
মাগধী ও গৌড়ী
317. সজনীকন্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কী?
শনিবারের চিঠি
রবিবারের ডাক
বিজলি
বঙ্গদর্শন
318. বাংলাদেশে বৃহত্তম জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা কোনটি?
আনন্দ শিপইয়ার্ড লি:
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লি:
খুলনা শিপইয়ার্ড
কোনোটিই নয়
319. ‘তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বার/জনমে জনমে যুগে যুগে অনিবার।’-রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?
‘অনন্ত প্রেম’
‘উপহার’
‘ব্যক্ত প্রেম’
‘শেষ উপহার’
320. হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী?
পণ্ডিত
বিদ্যাসাগর
শাস্ত্রজ্ঞ
মহামহোপাধ্যায়