Image
MCQ
3421. গ্রীষ্মকালে বাংলাদেশে বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়?
দক্ষিণ
উত্তর
দক্ষিণ-পূর্ব
দক্ষিণ-পশ্চিম
3422. পৃথিবীর বিখ্যাত গিরিখাত গ্রান্ড ক্যানিয়ন কোন মহাদেশে অবস্থিত?
এশিয়া
উত্তর আমেরিকা
দক্ষিণ আমেরিকা
ইউরোপ
3423. কোনটি আপপ্রয়োগের দৃষ্টান্ত?
আয়ত্তাধীন
মিথস্ক্রিয়া
দিবারাত্র
দুরবস্থা
3424. অপপ্রয়োগের দুষ্টান্ত নয়-
সুগন্ধফুল
বিষাদ মন্ডিত
সংযতবাক
সুনীল আকাশ
3425. অপপ্রয়োগের দৃষ্টান্ত কোনটি?
বৃক্ষরাজি
শৈবালদল
সমৃদ্ধশালী
ঊর্মিমালা
3426. নিচের কোনটিতে মধ্য- স্বরগামের প্রয়োগ হয়েছে?
ফিল্ম> ফিলিম
সত্য > সত্যি
গ্লাস> গেলাস
শিক্ষা>শিকে
3427. বাংলাদেশে 'Mud Architecture' কোথায় বেশি দেখা যায়?
উত্তরবঙ্গে
পাহাড়ী এলাকায়
কোস্টাল এলাকায়
হাওড় এলাকায়
3428. অপপ্রয়োগের দৃষ্টান্ত---
প্রতি ঘরে ঘরে
চরম দুরবস্থা
ঊর্ধ্বমুখী শিখা
কথার ফুলঝুরি
3429. নিচের কোথায় হাইফেনের প্রয়োজনীয় প্রয়োগ হয়েছে?
খাওয়া-দাওয়া
সকাল-সকাল
ছেলে ভুলানো ছড়া
3430. ৮৫। সাধারণ দরজার উচ্চতা কত?
৮' উচ্চতা
৭' উচ্চতা
৬'-৬" উচ্চতা
৫'-৬" উচ্চতা
3431. নালন্দা মহাবিহার কী?
বিখ্যাত বাজার
হাসপাতাল
কমিউনিটি সেন্টার
প্রাচীন শিক্ষাকেন্দ্র বা বিশ্ববিদ্যালয়
3432. কোনটিতে অপপ্রয়োগ ঘটছে?
একত্রিত
জবাবদিহি
মিথস্ক্রিয়া
স্বায়ত্ব
3433. লালবাগ কেল্লা কোন স্থাপত্য শৈলীতে নির্মিত?
আদি মুসলিম
সুলতানী
মোঘল
ব্রিটিশ
3434. নিচের কোনটি বাফার স্টেট?
পাকিস্তান
আফগানিস্তান
বেলজিয়াম
ফ্রান্স
3435. নিচের কোন শব্দে 'ণ' এর ভুল প্রয়োগ রয়েছে?
ক্রন্দণ
চাণক্য
মাণিক্য
গণ
3436. ঢাকার আর্ট কলেজের (Institute) স্থপতি কে?
রবিউল হুসাইন
মাজহারুল ইসলাম
রফিক আজম
সামসুল ওয়ারেস
3437. প্রচুর বৃষ্টিপাতের ফলে গৃহের ছাদ হতে হবে-
সমতল
ঢালু
ডোম আকৃতির
ভল্ট ছাদ
3438. সাধারণ জানালার Sill-এর উচ্চতা কত?
৩' উচ্চতা
২'-৬" উচ্চতা
১' উচ্চতা
৪' উচ্চতা
3439. কোন শব্দটিতে অপপ্রয়োগ ঘটেছে?
একত্র
ফলশ্রুতি
অধীনস্থ
কোনটিই নয়
3440. কম খরচের Floor Finish কোনটি?
মারবেল
মোজাইক
Cement concrete flooring
সিরামিক টাইলস