MCQ
3441. 'যার বলে তুমি বলী, তার বলে আমি বলি' বাক্যে নিম্নরেখ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
বলবান
নিবেদিত বস্তু
ত্যাগ
ব্যতীত
3442. নিচের কোনটিতে শব্দরে অপপ্রয়োগ হয়নি-
জন্মবার্ষিক
অধীন
অজ্ঞনতা
তনুদেহ
3443. নিচের কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে?
উপর্যুক্ত
পরিবর্তমান
আয়ত্তাধীন
শিক্ষার্থিগণ
3444. আলংকারিক প্রয়োগ বর্জনীয় যে ক্ষেত্রে-
পত্র লিখন
ভাবসম্প্রসারণ
প্রবন্ধ রচনা
সারাংশ লিখন
3445. কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?
পদাবলী
চর্যাপদ
গীতগোবিন্দ
চৈতন্যজীবনী
3446. কোন শব্দটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
অশ্রুজল
অঞ্জলি
কিংশুক
প্রদীপ
3447. কোন প্রয়োগটি সঠিক?
উৎকর্ষতা
সমৃদ্ধশালী
উন্নতশীল
সখ্যতা
3448. নিচের যেটি বাংলা ভাষার অপপ্রয়োগের দৃষ্টান্ত-
সবগুলো
কর্তৃপক্ষ
একত্র
অনুষ্ঠাতব্য
3449. 'সে চোখে হলুদ ফুল দেখছে' বাক্যটিতে কোন ধরনের ভুল রয়েছে?
বাচ্য প্রয়োগ
বাহুল্য
শব্দের অপপ্রয়োগ
প্রবচনের প্রয়োগ
3450. কোন প্রয়োগটি অপপ্রয়োগ?
আমরা সন্তুষ্ট কহয়েছি।
কথাটি প্রমানিত হয়েছে।
সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিধি লঙ্ঘন হয়েছে।
3451. 'চাল নেই, চুলো নেই, মুখে বড় কথা।'- এখানে 'চাল' শব্দটি কোন অর্থে প্রয়োগ হয়েছে?
ফন্দি
ব্যবহার
আশ্রয়
গুণ
3452. নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?
সভাসদ
শুভেচ্ছা
ফলবান
তন্বী
3453. নিচের যে গুচ্ছে কোনো অপপ্রয়োগ ঘটেনি-
অধীন, অজ্ঞনতা
তনুদেহ, পান্তাভাত
সমসাময়িক কালে, জন্ম বার্ষিক
ভাষী ও সবান্ধব
3454. হৃদয়ের মাঝে মেঘ উদয় করি। নয়নের মাঝে ঝরিল বারি। এখানে কি ধরনের অলঙ্কার এর প্রয়োগ হয়েছে?
অসঙ্গতি
বিভাবনা
বিরোধাভাস
বিষম
3455. নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত নয়?
অশ্রুজল
ইদানীংকালে
সপরিবার
জন্মবার্ষিকী
3456. নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?
আমি কারও সাতেও নেই, সতেরোতেও নেই।
আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
তার দু'চোখ অশ্রুতে ভেসে গেল।
সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম।
3457. কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
এক
একত্রিত
একত্র
একাকিত্ব
3458. কোনটি নির্ভুল বাক্য?
আদ্যবধি তার শারিরীক অবস্থার উন্নতি হয়নি
আদ্যবধি তার শারিরিক অবস্থার উন্নতি হয়নি
অদ্যাবধি তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি
অদ্যাবধি তার শারিরিক অবস্থার উন্নতি হয়নি
3459. নিচের যেটি বাংলা ভাষার অপপ্রয়োগের দৃষ্টান্ত-
সবগুলো
একত্র
কর্তৃপক্ষ
অনুষ্ঠাতব্য
3460. 'দুই ভাইয়ের মধ্যে কোন কথা নেই।' এখানে 'কথা' শব্দটি কোন অর্থে প্রয়োগ করা হয়েছে?
গল্প
অসগদ্ভাব
তর্ক
পরামর্শ