EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
4041. Our teacher teaches Mathematics - English.
across
besides
beside
both
ব্যাখ্যা: উপরের Answer অপশনগুলোর মধ্যে (খ) besides সঠিক উত্তর। কারণ, কারোর কোনো বিষয়ে কিছু দোষ, গুণ থাকার পাশাপাশি যদি আরও অতিরিক্ত দক্ষতা বুঝায়। তবে পূর্বের বিষয়ের পর besides বসে এবং পরের Noun-টি বসে।
4042. BNBC অনুযায়ী সুউচ্চ ভবন বা Highrise building ন্যূনতম কত তলা হতে হবে?
৬ তলা
৯ তলা
১০ তলা
২০ তলা
ব্যাখ্যা: BNBC-2006 অনুযায়ী Highrise Building ন্যূনতম ৬ তলা। BNBC-2020" ১০ তলা।
4043. কাজী নজরুল ইসলাম 'বিদ্রোহী' কবিতাটি কত সালে লিখেছিলেন?
১৯২১
১৯২০
১৯২২
১৯১৯
ব্যাখ্যা: বিদ্রোহী' কবিতা ১৯২২ সালের ৬ জানুয়ারি 'বিজলী' পত্রিকায় প্রকাশিত হয়। কবি কাজী নজরুল ইসলাম কবিতাটি লিখেছেন ১৯২১ সালে। কবিতার মোট লাইন সংখ্যা ১৩৯টি।
4044. কোন উপ্যাখ্যানটি পাওয়া যায় মৈমনসিংহ গীতিকায়?
বেহুলা
প্রমীলা
ফুল্লরা
মহুয়া
4045. কোন চরিত্রটি 'বিষাদসিন্ধু' গ্রন্থের অন্তর্গত নয়?
হাসান
হোসেন
রাধা
মারোয়ান
4046. Which of the following is spelt incorrectly?
aggravation
air freshner
bourgeois
maintenance
ব্যাখ্যা: উপরের Answer অপশনগুলোর সঠিক spelling ৩টি। কিন্তু প্রশ্নে বলা হয়েছে কোন spelling-টি ভুল আর তার কোনটির অর্থ নেই। এই দৃষ্টিকোণে (গ) bourgeois শব্দটির অর্থ নেই। তাই (গ) উত্তরটি সঠিক।
4048. 'বাগধারা' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ভাষাতত্ত্বে
ধ্বনিতত্ত্বে
বাক্যতত্ত্বে
রূপতত্ত্বে
ব্যাখ্যা: ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি; যথা- ১। ধ্বনিতত্ত্ব, ২। শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, ৩। বাক্যতত্ত্ব, ৪। অর্থতত্ত্ব। বাগধারা আলোচিত হয়েছে বাক্যতত্ত্ব অংশে।
4049. কাজী নজরুল ইমলামের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম-
বিশের বাঁশী
প্রলয় শিখা
ব্যাথার দান
বাঁধন হারা
4050. বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি?
স্বর্ণলতা
বিষবৃক্ষ
নৌকাডুবি
গৃহদাহ
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আরও কয়েকটি উপন্যাস হলো দুর্গেশনন্দিনী, কপাল কুন্ডলা, রজনী, রাজসিংহ, কৃষ্ণকান্তের উইল
4051. Choose the correct sentence:
Cows are sold dear
He gave me many good advices
They want your reply
I live here for five days
4053. রূপকল্প-২০৪১ বাস্তবায়নের সময়কাল-
২০১০-২০৪১
২০২০-২০৪১
২০২২-২০৪১
২০২১-২০৪১
ব্যাখ্যা: রূপকল্প ২০৪১ বা বাংলাদেশ ভিশন ২০৪১ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত এবং জাতীয় অর্থনৈতিক কাউন্সিল কর্তৃক প্রণীত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আর্থসামাজিক অবস্থানকে আরও দৃঢ় করে গড়ে তোলার জাতীয় কৌশলগত পরিকল্পনা।
4054. রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা গ্রন্থ কোনটি?
ভাগ্যচক্র
মতিচুর
চতুরঙ্গ
নদীবক্ষে
4055. 'মোদের গরব, মোদের আশা/আ মরি বাংলা ভাষা' চরণটির রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
দ্বিজেন্দ্রলাল রায়
রজনী কান্ত সেন
অতুলপ্রসাদ সেন
4056. 'আলালের ঘরের দুলাল' গ্রন্থের রচয়িতা কে?
দীনবন্ধু মিত্র
প্যারীচাঁদ মিত্র
তারিনী চরন মিত্র
কালিদাস মিত্র
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ আলালের ঘরের দুলাল বাংলা ভাষায় রচিত প্রথম সফল উপন্যাস। প্যারীচাদ মিত্র ওরফে টেকচাদ ঠাকুর ১৮৫৮ সালে এটি রচনা করনে।
4057. চাঁদ সদাগরকে কোন মঙ্গলকাব্যে পাওয়া যায়?
কালিকা মঙ্গল
শীতলা মঙ্গল
অন্নদা মঙ্গল
মনসামঙ্গল
4058. মার্বেল কোন দেশে পর্যাপ্ত পাওয়া যায়?
বাংলাদেশ
গ্রীস
ইংল্যান্ড
ইতালি
ব্যাখ্যা: মার্বেল সাধারণত হালকা রঙের একটি শিলা। যখন এই পাথর বিশুদ্ধ থাকে তখন সাদা রঙের হয়। বিভিন্ন খনিজ উপাদানের মিশ্রণের ফলে এর রং নীল, ধূসর, গোলাপি, হলুদ, সবুজ বা কালো রঙের হতে পারে। সারা বিশ্বে মার্বেল পাওয়া যায়। তবে সবচেয়ে বেশি পাওয়া যায় ইতালি, স্পেন, ভারত ও চীনে।
4060. মুক্তিযুদ্ধ নির্ভর কাব্যগ্রন্থ কোনটি?
বন্দী শিবির থেকে
পাগলা গারদ থেকে
সূর্যদীঘল বাড়ি
এখন যৌবন যার
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত শামসুর রাহমানের কাব্যগ্রন্থ 'বন্দী শিবির থেকে (১৯৭২)।