Image
MCQ
12061. ড. মুহম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থ---
বাংলা ভাষার ইতিহাস
বাঙ্গালা ভাষার পুরাবৃত্ত
বাংলা ভাষার ইতিবৃত্ত
বাঙ্গালা ভাষার কথা
12062. 'বাংলা ভাষার ইতিবৃত্ত' কার রচনা?
আবদুল হাই
মুনীর চৌধুরী
ড. মুহম্মদ শহীদুল্লাহ
মোফাজ্জল হোসেন
12063. কোন শব্দটি তৎপুরুষ সমাস?
কালিকলম
মাতাপিতা
মধুমাখা
দশানন
12064. 'অধর্ম' শব্দের সমস্যমান পদ কোনটি?
নয় ধর্ম
ধর্ম নেই যার
ধর্মহীন যে
ধর্মের অভাব
12065. বাংলা ভাষার অভিধান রচনার জন্য ড. মুহম্মদ শহীদুল্লাহ বাংলা একাডেমিতে কোন সালে যোগদান করেন?
১৯৪৯ সালে
১৯৬০ সালে
১৯৫০ সালে
১৯৫৮ সালে
12066. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখা?
বঙ্গভাষা ও সাহিত্য
বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
বাংলা সাহিত্যের কথা
12067. ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত
ভাষাতত্ত্বাবিদ
সাহিত্যের ইতিহাস রচয়িতা
ইসলাম প্রচারক
সমাজ সংস্কারক
12068. বাংলা সাহিত্য সম্পর্কিত গবেষণার জন্য যার নাম এদেশের সাহিত্যের ইতিহাসে অত্যুজ্জ্বল হয়ে রয়েছে-
ড. মুহাম্মদ এনামুল হক
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ড. মুহম্মদ শহীদুল্লাহ
আবুল ফজল
12069. 'নয় কাঁড়া - আকাঁড়া' কোন সমাস?
অব্যয়ীভাব
কর্মধারয়
দ্বন্দ্ব
নঞ তৎপুরুষ
12070. 'মধ্যাহ্ন' কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
12071. 'অনুচিত' শব্দটি কোন সমাস?
দ্বন্দ্ব সমাস
অব্যয়ীভাব সমাস
বহুব্রীহি সমাস
তৎপুরুষ সমাস
12072. 'বাংলা সাহিত্যের কথা (দুই খণ্ড)' গ্রন্থটি রচনা করেন-
ড. মুহাম্মদ এনামুল হক
কাজী মোতাহের হোসেন
ড. মুহম্মদ শহীদুল্লাহ
আবদুল হাই
12073. 'চিরসুখী' শব্দটির ব্যাসবাক্য কী?
চিরদিন সুখে থাকেন যিনি
চিরকাল ব্যাপিয়া সুখী
চিরসুখী যে
চিরকাল সুখী
12074. ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত 'চর্যাপদ' বিষয়ক গ্রন্থের নাম কী?
চর্যাগীতিকোষ
হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা
Buddhist Mystic Songs
চর্যাগীতিকা
12075. 'বাগদত্তা' কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
12076. 'খেচর' কোন সমাস?
কর্মধারয়
উপপদ তৎপুরুষ
বহুব্রীহি
দ্বন্দ্ব
12077. 'বাণী শিক্তয়াহ ও জওয়াব-ই-শিয়াহ' অনুবাদ গ্রন্থটির রচয়িতা কে?
আবুল কালাম শামসুদ্দীন
কাজী আবদুল ওদুদ
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ইব্রাহিম খাঁ
12078. 'আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি'- কে বলেছিলেন?
কাজী নজরুল ইসলাম
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ধীরেন্দ্রনাথ দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
12079. 'চলিষ্ণু অভিধান' কাকে বলা হয়?
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ড. মুহাম্মদ এনামুল হক
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
12080. কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
কলে ছাঁটা
মাথায় ছাতা
গায়ে হলুদ
হাতে কলমে