MCQ
13081. 'দু'দিনের খেলাঘর' উপন্যাসটির রচয়িতা কে?
আকবর হোসেন
অন্নদাশঙ্কর রায়
নারায়ণ গঙ্গোপাধ্যায়
শওকত আলী
13082. সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি?
রহু চণ্ডালের হাড়
কৈবর্ত খণ্ড
ফুল বউ
অলীক মানুষ
13083. 'অনাথিনী' কোন লেখকের প্রথম উপন্যাস?
খান মুহাম্মদ মঈনুদ্দীন
শামসুল হক
বেনজীর আহমদ
হুমায়ুন কবির
13084. 'পদ্মা মেঘনা যমুনা' উপন্যাসটি কে রচনা করেন?
মানিক বন্দ্যোপাধ্যায়
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
জহির রায়হান
আবু জাফর শামসুদ্দীন
13085. 'নদী ও নারী' কার রচনা?
কাজী আবদুল ওদুদ
শামসুদ্দীন আবুল কালাম
হুমায়ুন কবির
আবুল ফজল
13086. জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি?
গঙ্গা
পুতুলনাচের ইতিকথা
হাঁসুলী বাঁকের উপকথা
গৃহদাহ
13087. 'অন্যজীবন' কী ধরনের গ্রন্থ?
কাব্য
নাটক
প্রবন্ধ
উপন্যাস
13088. 'লোকে সিন্ধু' উপন্যাসটির রচয়িতা কে?
হাসন রাজা
পাগলা কানাই
লালন ফকির
ফকির আলমগীর
13089. 'প্রথম আলো' উপন্যাসটি কে লিখেছেন?
মতিউর রহমান
রবীন্দ্রনাথ ঠাকুর
সৈয়দ শামসুল হক
সুনীল গঙ্গোপাধ্যায়
13090. 'কেরী সাহেবের মুন্সী'র লেখক হলেন-
প্যারীচাঁদ মুখোপাধ্যায়
অন্নদাশঙ্কর রায়
প্রভাতকুমার মুখোপাধ্যায়
প্রমথনাথ বিশী
13091. 'পূর্ব-পশ্চিম' উপন্যাসটি কে লিখেছেন?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
হুমায়ুন আহমেদ
সুনীল গঙ্গোপাধ্যায়
13092. 'রূপজালাল' নামে আত্মজীবনী কে লিখেছেন?
নূরুন্নেসা খাতুন
আবুল ফজল
নওয়াব ফয়জুন্নেসা
বেগম রোকেয়া
13093. উপন্যাস কোন যুগের সৃষ্টি?
সর্বযুগের
আধুনিক যুগের
প্রাচীন যুগের
মধ্যযুগের
13094. নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী রচিত বইটির নাম-
অবরোধবাসিনী
সুলতানার স্বপ্ন
রূপজালাল
মায়াবী পর্দা দুলে ওঠো
13095. নিচের কোনটি উপন্যাস?
কাকজ্যোৎস্না
এখন দুঃসময়
কোকিলারা
প্রথম যৌবন
13096. নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে?
দেবেশ রায়ের 'তিস্তাপাড়ের বৃত্তান্ত'
সুনীল গঙ্গোপাধ্যায়ের 'পূর্ব-পশ্চিম'
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 'যাও পাখি'
অভিজিৎ সেনের 'রহুচাণ্ডালের হাড়'
13097. 'কতো ছবি, কতো গান' এর লেখক-
আবু ইসহাক
আলাউদ্দিন আল আজাদ
খোন্দকার মোহাম্মদ ইলিয়াস
আবুল ফজল
13098. 'শেষ রাত্রির তারা' উপন্যাসটির রচয়িতা কে?
আবু জাফর শামসুদ্দিন
আলাউদ্দিন আজাদ
মানিক বন্দোপাধ্যায়
ডি.এল. রায়
13099. . কোন ঔপন্যাসিকের চারটি উপন্যাস একত্রে সংকলিত হয়েছে 'শতবর্ষ' নামে?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
রমেশচন্দ্র দত্ত
তারাশঙ্কর
13100. 'আগুনমুখার মেয়ে' গ্রন্থটি কে রচনা করেছেন?
তসলিমা নাসরিন
নাসরীন জাহান
নুরজাহান বেগম
সেলিনা হোসেন