Image
MCQ
13141. বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?
জনশ্রুতি
অনমনীয়
খাসমহল
তপোবন
13142. নিচের কোন শব্দটি বহুব্রীহি সমাস সাধিত?
দ্বিচক্র
চৌরাস্তা
ধোয়ামোছা
বুদ্ধিজীবী
13143. সমাস নির্ণয় কর: 'দশ আনন যার-দশানন'।
দ্বন্দ্ব
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব
13144. 'নিঃসহায়'- শব্দটি কোন সমাস?
অব্যয়ীভাব
অলুক দ্বন্দ্ব
বহুব্রীহি
ষষ্ঠী তৎপুরুষ
13145. 'সুগন্ধি' কি ধরনের সমাস?
তৎপুরুষ
দ্বন্দ্ব
বহুব্রীহি
কর্মধারয়
13146. 'চৌচালা' কোন সমাসের উদাহরণ?
বহুব্রীহি
দ্বিগু
তৎপুরুষ
কর্মধারয়
13147. 'জীবনস্মৃত' এর ব্যাসবাক্য কোনটি?
জীবিত কিন্তু মৃত
জীবিত থেকেও যে মৃত
মৃতের ন্যায় জীবিত
যে জীবিত সেই মৃত
13148. 'চন্দ্রের ন্যায় সুন্দর যার মুখ' = 'চন্দ্রমুখ'। এটি কোন সমাসের উদাহরণ?
উপমান কর্মধারয়
উপমিত কর্মধারয়
তৎপুরুষ
মধ্যপদলোপী বহুব্রীহি
13149. কোনটি বহুব্রীহি সমাসে নিষ্পন্ন?
চুলাচুলি
সিংহাসন
চৌরাস্তা
বীণাপাণি
13150. 'রক্তারক্তি' এই সমাসবদ্ধ পদ বা সমস্তপদের ব্যাসবাক্য-
রক্ত দ্বারা রঞ্জিত
রক্তের প্রবাহ
পরস্পরের রক্তপাত
বহুলোকের রক্তপাত
13151. 'শশাঙ্ক' শব্দের ব্যাসবাক্য কী হবে?
কশশের অঙ্ক
অঙ্কের শশ
অঙ্কে শশ যার
শশ অঙ্ক যার
13152. বহুব্রীহি সমাস কয় প্রকার?
আট প্রকার
ছয় প্রকার
দশ প্রকার
তিন প্রকার
13153. কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?
দোতলা
আশীবিষ
কানাকানি
অজানা
13154. 'কৃতবিদ্য' শব্দের ব্যাসবাক্য কোনটি?
কৃত যে বিদ্য
কৃত যে বিদ্যা
কৃত বিদ্যা যার
কৃত হয়েছে যার বিদ্যা
13155. বহুব্রীহি সমাস কয় প্রকার?
সাত প্রকার
ছয় প্রকার
আট প্রকার
তিন প্রকার
13156. নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ নয়?
মেনিমুখো
হাতে খড়ি
বেতার
বিড়ালচোখি
13157. 'ব্রীহি' শব্দের অর্থ-
বৃহৎ
ধান
সুশ্রী
হাতির ডাক
13158. কোনটি বহুব্রীহি সমাস?
সুপুরুষ
দশানন
সাদাকালো
চৌরাস্তা
13159. নিচের যেটি বহুব্রীহি সমাসের দৃষ্টান্ত নয়-
অন্তরীপ
দ্বীপ
অপয়া
অনুতাপ
13160. 'পণ্ডিতমূর্খ' পদটির ব্যাসবাক্য নিচের কোনটি?
পণ্ডিত হয়েও যিনি মূর্খ
পাণ্ডিত্যের দ্বারা যিনি মূর্খ
জ্ঞান থাকতেও যিনি মূর্খ
পাণ্ডিত্যে যিনি মূর্খ