Image
MCQ
14461. 'ছড়ালে' এর সাধু রূপ-
ছড়াইলে
ব্যান্ত হইলে
ব্যান্ডিলে
ছড়াইয়া দিলে
14462. নিচের কোনটি চলিত রীতির শব্দ?
তুলা
শুকনো
পড়িল
সহিত
14463. আঞ্চলিক ভাষার অপর নাম কী?
কথ্য ভাষা
সাধু ভাষা
উপভাষা
চলিত ভাষা
14464. চলিত ভাষার নিম্নের কোনটির রূপ সংক্ষিপ্ত হয়?
অনুসর্গ
অব্যয়
বিশেষ্য
উপসর্গ
14465. 'চকিত হইয়া' শব্দটি চলিত রূপ-
চকিত হয়ে
চকিতে
চকিত হইয়া
চমকে
14466. 'বন্য' শব্দটির চলিত রূপ কোনটি?
বন্যে
বনো
বুনো
বন্য
14467. নিচের কোনটি সাধুরীতির বৈশিষ্ঠ্য নয়?
তৎসম শব্দ বহুল
তদ্ভব শব্দ বহুল
সংলাপের অনুপযোগী
শব্দবিন্যাস সুনির্দিষ্ট
14468. কোনটি সাধু রীতির শব্দ?
আজ
জল
মিনতি
জোসনা
14469. বাংলা ভাষার রীতি কয়টি?
তিনটি
দুটি
চারটি
পাঁচটি
14470. 'জুতো' শব্দটি কোন ভাষারীতির?
সাধু
প্রাকৃত
চলিত
কোল
14471. সাধু রীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না?
বিশেষা
অব্যয়
সর্বনাম
ক্রিয়া
14472. উহা' কোন রীতির শব্দ?
সাধু
চলিত
উভয় রীতির
আঞ্চলিক
14473. শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম কে?
বাবা
শিক্ষক
আত্মীয় স্বজন
মা
14474. 'পার হইয়া' এই ক্রিয়াপদের সাধু রূপটি চলিত রূপান্তর করলে হবে-
পার হয়ে
পেরিয়ে
পারায়ে
পার হইয়ে
14475. মোগো' আঞ্চলিক রূপের শিষ্ট পদ্যরূপ-
আমাদিগের
আমরা
মোদের
আমাদের
14476. কোন ভাষারীতিতে এ প্রশ্ন লেখা হয়েছে?
সাধু রীতি
মিশ্র রীতি
চলিত রীতি
লৌকিক রীতি
14477. 'বুনো' কোন ভাষারীতির শব্দ?
কথ্য ভাষা
চলিত ভাষা
সাধু ভাষা
আঞ্চলিক ভাষা
14478. চলিত রীতির শব্দ কোনটি?
শুষ্ক
তুলা
শুকনা
তুলো
14479. সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়-
অব্যয়
সর্বনাম
সম্বোধন পদ
ক্রিয়া
14480. চলিত ভাষারীতির বৈশিষ্ট্য কোনটি?
সর্বজনগ্রাহ্য, মার্জিত ও গতিশীল পদবিন্যাস
সুনির্দিষ্ট তৎসম শব্দের আধিক্য
গুরুগম্ভীর, দুর্বোধ্য
মন্থর