Image
MCQ
321. শ্যাফট-এর সর্বোচ্চ মাপ ও ছিদ্রের সর্বনিম্ন মাপের পার্থক্যকে কী বলে?
সর্বনিম্ন ইন্টারফিয়ারেন্স
শ্যাফটের টলারেন্স
সর্বোচ্চ ইন্টারফিয়ারেন্স
ছিদ্রের টলারেন্স
324. যখন কোনো মিলনযোগ্য শ্যাফটের সাইজ ছিদ্র অপেক্ষা বেশি হয় তখন এদের সংযোজন অবস্থাকে-- অ্যালাউন্স বলে।
পজিটিভ
নেগেটিভ
উভয়
কোনোটিই নয়
325. সূক্ষ্ম যন্ত্রপাতি নয় কোনটি?
ভার্নিয়ার হাইট গেজ
ভায়াল গেজ ইন্ডিকেটর
সানইবার
ট্রাইস্কয়ার
326. হেভি ফোর্স ফিট কোথায় ব্যবহৃত হয়?
স্থায়ী সংযোজনী
পুলি
ভারী যন্ত্রপাতিতে
কোনোটিই নয়
327. শ্যাফট এবং হোলের মাঝে ক্লিয়ারেন্স রাখার সময় যখন হোলের মাপ স্থির রেখে শ্যাফটে ক্লিয়ারেন্স রাখা হয়, তখন তাকে কী বলে?
বেসিক হোল সিস্টেম
বেসিক শ্যাফট সিস্টেম
ইন্টারচেঞ্জবিলিটি
সবকয়টি
328. দুটি মিলনযোগ্য যন্ত্রাংশের মধ্যে সর্বাধিক অনুমোদিত অ্যালাউন্সকে কী বলে?
ক্লিয়ারেন্স
টলারেন্স
অ্যালাউন্স
কোনোটিই নয়
329. ডাইমেকার স্কয়ার-এর কাজ কী?
ডাই -এর ক্লিয়ারেন্স মাপা
ডাই -এর অ্যালাউন্স মাপা
ডাই-এর দৈর্ঘ্য মাপা
ডাই -এর প্রস্থ মাপা
330. M 6.3 x 1- 6H/6gBLH গ্রেটের "B" দ্বারা কী বুঝানো হয়েছে?
লেফট হ্যান্ড থ্রেড
ইন্টারনাল থ্রেড
টলারেন্স ক্লাস
পিচ
331. শ্যাফট-এর সর্বনিম্ন মাপ ও ছিদ্রের সর্বোচ্চ মাপের পার্থক্যকে কী বলে?
সর্বনিম্ন ইন্টারফিয়ারেন্স
সর্বোচ্চ ইন্টারফিয়ারেন্স
শ্যাফটের টলারেন্স
ছিদ্রের টলারেন্স
332. ফিটের কোন পদ্ধতিতে প্রচুর বল প্রয়োগে সংযোজন সম্পন্ন করা হয়?
ফোর্স ফিট
পুশ ফিট
রানিং ফিট
ড্রাইভিং ফিট
335. ফিটের কোন পদ্ধতিতে আঘাত দিয়ে পরস্পর পার্টস লাগাতে হয়?
ফোর্স ফিট
পুশ ফিট
ড্রাইভিং ফিট
রানিং ফিট
337. ফিটের কোন পদ্ধতিতে আঘাত না দিয়ে কেবল গ্রা প্রয়োগের মাধ্যমে সংযোগ করা হয়?
রানিং ফিট
পুশ ফিট
ফোর্স ফিট
ড্রাইভিং ফিট
338. ফিটের কোন পদ্ধতিতে সহজে পার্ট মিলানো যায়?
পুশ ফিট
ড্রাইভিং ফিট
ফোর্স ফিট
রানিং ফিট
340. লিড পেনসিল লিড লাগানো কোন ধরনের ফিট?
রানিং
পুল
পুশ
ড্রাইভিং