Image
MCQ
462. তরলের সান্দ্রতা কেনো জানা প্রয়োজন?
কীভাবে প্রবাহিত হয় তা বুঝার জন্য
পাম্পের কী পরমাণ শক্তি লাগবে তা জানার জন্য
প্রবাহের সময় বাধার পরিমাণ জানার জন্য
সবগুলো
463. যদি প্রবাহের কোনো একটি বিন্দুতে এটির চাপ, বেগ ও ঘনত্ব সময়ের পরিবর্তনের সঙ্গে অপরিবর্তিত থাকে, তবে সে প্রবাহকে বলা হয়-
সুষম প্রবাহ (Uniform flow)
অসম প্রবাহ (Non-uniform flow)
অসম প্রবাহ (Incompressible flow)
অবিচল প্রবাহ (Steady flow)
464. ডিসকোসিটি-বিহীন তরল হলো--
আইডিয়াল ফ্লুয়িড
নন-নিউটনিয়ান ফ্লুয়িড
রিয়াল তরল
নিউটনিয়ান ফ্লুয়িড
465. ল্যামিনার প্রবাহতে-
নিউটনের সান্দ্রতার (Vboosty) সূত্র প্রয়োগ করা হয়
ফ্লুইড কণাগুলো অনিয়মিত ও আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়
সান্দ্রতা (Viscosity) গুরুত্বপূর্ণ নয়
রিনোল্ড নাম্বার ৩০০০ এর বেশি হয়
466. রেনোল্ড'স নাম্বার হলো ইনার্শিয়া ফোর্স ও নিম্নের কোনটির অনুপাত?
সারফেস টেনশন ফোর্স
ভিসকাস ফোর্স
গ্র্যাভিটি ফোর্স
ইলাসটিক ফোর্স
470. গ্যাসের ভিসকোসিটি—
তাপমাত্রা কমালে বেড়ে যায়
তাপমাত্রা বাড়লে বাড়ে
পমাত্রা কমা/বাড়ার সাথে পরিবর্তিত হয় না
তাপমাত্রা বাড়লে প্রথমে বাড়ে, তবে এক পর্যায়ে পৌঁছানোর পর স্থির হয়ে যায়।
472. তরলের একটি লেয়ার (Layer)-এর সাথে সন্নিহিত লেয়ারের সাংঘর্ষিক বৈশিষ্ট্যকে বলে-
সারফেস টেনশন
সংকোচনশীলতা
কৈশিকতা
ভিসকোসিটি
474. কোনো বস্তুর ভর বাতাসে ৫ কেজি ও পানিতে নিমজ্জিত অবস্থায় ৪ কেজি হলে, বস্তুটির আপেক্ষিক গুরুত্ব-
২.৫
১.২৫
৩. ৭ ৫
475. হাইড্রোলিক র‍্যাম কী কাজে ব্যবহৃত হয়?
পানির হেড বৃদ্ধি করতে
হাইড্রোলিক অয়েলের চাপ বৃদ্ধি করতে
তরল পদার্থের প্রবাহের গতি কমাতে
তরল পদার্থের প্রবাহের গতি বৃদ্ধি করতে
476. Reynolds number হলো-
জড়তা বল (Inertia force) ও অভিকর্ষজ বলের (Gravity force) অনুপাত
সাম্প্রতা বল (Viscous force) এবং অভিকর্ষজ বলের অনুপাত
সন্দ্রা বল ও স্থিতিস্থাপক বল (Elastic foxce) অনুপাত
জড়তা বল (Inertia force) ও সান্দ্রতা বলের (Viscous force) অনুপাত