MCQ
401. সমতুল ক্ষয় বিবেচনা করে ফ্ল্যাট পিভট বিয়ারিং-এর ফ্রিকশনাল টর্ক-
1/2μWR cosecɑ
2/3μWR cosecɑ
3/4μWR cosecɑ
μWR cosecɑ
402. একটি গোলাকার সেকশনের উল্লম্ব অক্ষ বরাবর মোমেন্ট অব ইনার্শিয়া-
πd^3/16
πd^3/32
πd^4/32
πd^4/64
403. মোমেন্ট অব ইনার্শিয়ার কয় পদ্ধতিতে নির্ণয় করা হয়?
৩ পদ্ধতি
২ পদ্ধতি
৫ পদ্ধতি
৪ পদ্ধতি
404. সলিনয়েড দেখতে কোনটির অনুরূপ?
প্লাইয়ার
স্প্রিং
হাতুড়ি
টেস্টটিউব
405. ০.১২৫ সেমি ব্যাসের ইস্পাতের তার দিয়ে নির্মিত একটি হেলিক্যাল স্প্রিং-এর গড় ব্যাস ১.২৫ সেমি হলে তার স্প্রিং ইনডেক্স হবে-
১০
০.১০
১১
০.১১
406. নির্দিষ্ট অক্ষ থেকে যে দূরত্ব ক্ষেত্রটিকে কেন্দ্রীভূত ধরা হয়, তাকে চক্রগতির বলে।
ব্যাস
ব্যাসার্ধ
আয়তন
ক্ষেত্রফল
407. রেডিয়াস অব জাইরেশন (k) হলো-
√(A/I)
√(I/A)
√AI
√(I/AI)
408. ভূমি b এবং উচ্চতা h - বিশিষ্ট একটি ত্রিভুজাকৃতির সেকশনের ভূমি বরাবর অক্ষসূত্রে মোমেন্ট অব ইনার্শিয়া-
Bh^3/4
Bh^3/8
Bh^3/12
Bh^3/36
409. মানুষ তার হাতকে ইচ্ছেমতো নাড়াতে বা উপর-নিচে উঠানামা করাতে পারে। এই বিষয়টি যান্ত্রিকভাবে কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ?
বল ও সকেট
ট্রেনের হেলিক্যাল স্প্রিং
বৈদ্যুতিক তারের কম্পনরোধক ড্যাম্পার
ক খ ও গ সবগুলোই সঠিক
410. সর্বোচ্চ ক্ষমতার জন্য বেল্টের গতি-
T/3
T.3/3
√(T/3m)
√(3m/T)
411. ত্রিভুজের শীর্ষবিন্দু বরাবর মোমেন্ট অব ইনার্শিয়া-
Bh^3/12
Bh^3/36
hb^3/12
bh^3/4
412. একটি ছিদ্রযুক্ত গোলাকার সেকশনের Y-Y অক্ষ বরাবর মোমেন্ট অব ইনার্শিয়া-
π/16 (D^2 - d^2)
π/16 (D^2 - d^2)
π/32 (D^4 - d^4)
π/64 (D^4 - d^4)
413. আয়তক্ষেত্রের প্রশস্ত অংশ বরাবর মোমেন্ট অব ইনার্শিয়া কত?
bd^3/3
bd^3/12
dh^3/3
db^3/3
414. ফ্লাট বেল্টে ড্রাইভিং টেনশনের অনুপাত-
T1/T2 = μθ
log×T1/T2= μθ
T1/T2 = e^ μθ
T1/T2 = log^ μθ
415. কোনো ক্ষেত্রের বা সেকশনের ভয়কেন্দ্রগামী অক্ষের মোমেন্ট অব ইনার্শিয়াকে ঐ ক্ষেত্রের বা সেকশনের ভরকেন্দ্রগামী অক্ষ হতে বহিঃস্থ প্রান্ডের দূরত্ব দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে বলে-
জড়তার ভ্রামক
সেকশন মডুলাস
ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্ট
কোনোটিই নয়
416. কংক্রিট দ্রুত বহন করতে নিচের কোনটি ব্যবহার করা হয়-
ট্রিপার
ফেন
ট্রাক
বেল্ট কনভেয়র
417. একই সমতুল্য চাপ বিবেচনা করে ফ্ল্যাট পিভট বিয়ারিং- এর ফ্রিকশনাল টর্ক প্রযুক্ত হয়-
1/2μWR cosecɑ
2/3μWR cosecɑ
3/4μWR cosecɑ
μWR cosecɑ
418. ভি-বেল্টের গ্রুত অ্যাঙ্গেল সাধারণত কত থাকে?
20°-30°
34°-38°
40°-44°
55°-60°
419. একটি পাইপের বাহিরের ব্যাস ও ভিতরের ব্যাস এ হলে মোমেন্ট অব ইনার্শিয়া X-অক্ষের সাপেক্ষে নিচের কোনটি?
π/8(D² - d²)
π /16 (D² - d²)
π /32 (D² - d²)
π /64 (D^4 – d^4)
420. 10kg ভরের একটি চাকার চক্রগতির ব্যাসার্ধ 0.5 মিটার হলে জড়তার ভ্রামক কত?
2.5 kg-m²
40kg-m²
50kg- m²
70kg-m²