Image
MCQ
422. ট্রাপিজিয়াম-এর ভরকেন্দ্রের সমান্তরাল পার্শ্ব ও ৮ এবং দূরত্ব হলে-
h × 2a+b/a + b
h/2× (2b + b / a+b)
h/3 × (2a + b / a+b)
h/3 ×(a + b / 2a+b)
424. একটি পাতলা ফাঁপা গোলার্ধের (Thin hollow hemisphere) ভরকেন্দ্র (CG) ভূমি হতে-
y/3দূরে
y/2দূরে
y/4দূরে
কোনোটিই নয়
426. ভরের মোমেন্ট অব ইনার্শিয়া একটি সুষম পাতলা রডের ক্ষেত্রে যার ভর M এবং দৈর্ঘ্য I-এর মধ্যবিন্দুতে উল্লম্ব দৈর্ঘ্যের জন্য-
2/3 MI^2
1/3 MI^2
¾ MI^2
4/3 MI^2
427. মেটাসেন্ট্রিক উচ্চতা বলতে বুঝায়।
মেটাসেন্টার ও প্লাবতার কেন্দ্রের মধ্যের দূরত্বকে
প্লাবতার কেন্দ্র ও ভরকেন্দ্রের মাঝের দূরত্বকে
মেটাসেন্টার ও ভরকেন্দ্রের মাঝের দূরত্বকে
কোনোটিই নয়
428. একটি ফাঁপা (Hollow) আয়তাকার সেকশন চিত্রের ক্ষেত্রে X-X অক্ষ বরাবর মোমেন্ট অব ইনার্শিয়া-
BD^3/12-bd^3/12
DB^3/12-bd^3/12
BD^3/36- bd^3/36
DB^3/36- db^3/36
429. ভরকেন্দ্রের সাপেক্ষে কখন মোমেন্ট অব ইনার্শিয়া নির্ণয় করতে হবে?
যদি ভরকেন্দ্রের সাপেক্ষে না চলে
যদি কোনো অক্ষ দেওয়া না থাকে
যদি Ix, ও Iy, বের করতে না বলে
যদি ক্ষেত্রফলের চারদিকে মোমেন্ট অব ইনার্শিয়া বের করতে না বলে
432. অর্ধবৃত্তের ভরকেন্দ্র ভূমি হতে উল্লম্ব ব্যাসার্ধ বরাবর দূরত্ব-
3π/8
4π/3π
8r/3
3π/4π
433. ত্রিভুজের ভূমি b এবং উচ্চতা h হলে ভূমি বরাবর মোমেন্ট অব ইনার্শিয়ান মান কত?
1=bh^2/12
1=bh^3/12
1=bh^3/24
1=bh^4/24
436. ২’’ বাহুবিশিষ্ট বর্গাকৃতি বিম সেকশনের মোমেন্ট অব ইনার্শিয়া হবে-
75 in^4
1.333in^4
2.00in^4
উপরের কোনোটিই নয়
438. মোমেন্ট অব ইনার্শিয়া হলো-
বলের দ্বিতীয় মোমেন্ট
ক্ষেত্রের দ্বিতীয় মোমেন্ট
ভরের দ্বিতীয় মোমেন্ট
উপরের সব ক'টি
439. সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু হলে ত্রিভুজটির উচ্চতা কত?
√3 a/2
2√3 a
a/2√3
3√3/2√3a
440. যদি কোনো বল কোনো বস্তুকে একটি নির্দিষ্ট স্থান হতে লম্ব দূরত্বে ঘুরায় বা ঘুরাতে চায় তবে ঐ ঘুরানোর প্রবণতাকে কী বলে?
যুগল বল
ইনার্শিয়া
টরশন
মোমেন্ট