Image
MCQ
601. S.G.R-এ মডারেটরের কাজ করে থাকে কোনটি?
পানি
সোডিয়াম
সোডিয়াম-পটাশিয়াম
গ্রাফাইট
602. বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহৃত মূলধন উক্ত প্লান্ট রা কেন্দ্রের ব্যবহৃত বছরগুলোতে উঠিয়ে নিতে হয়, প্রতি বছর সেই মূলধন হতে যে পরিমাণ টাকা উঠানো হয় তা হচ্ছে-
সেলভেজ ভ্যালু
থ্রি-পার্ট টানিফ
বাৎসরিক অবচয়,
টু-পার্ট ট্যারিফ
606. কোনো বিদ্যুৎ কেন্দ্রের আয়ুষ্কাল 25 বছর হলে 25 বছর হওয়ার পর সেই অকেজো প্লান্টের যে মূল্য, তাকে কী বলে?
সেলভেজ ভ্যালু
ডিপ্রেসিয়েশন
ব্লক রেট ট্যারিফ
সিংকিং ট্যারিফ পদ্ধতি
607. নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রের প্রাথমিক নির্মাণব্যয় তুলনামূলকভাবে কেমন?
কম
খুব কম
বেশি
খুব বেশি
608. বার্ষিক প্লান্ট ফ্যাক্টর হচ্ছে কোনটি?
বার্ষিক উৎপাদিত শক্তি (kWh)/ক্যাপাসিটি x 8760 ঘণ্টা
বার্ষিক উৎপাদিত শক্তি (kWh)/ক্যাপাসিটি যত ঘণ্টা চলেছে
বার্ষিক উৎপাদিত শক্তি (kWh) ক্যাপাসিটি × 365 মাস।
বার্ষিক উৎপাদিত শক্তি (kWh)/ ক্যাপাসিটি × 365 দিন
609. ডিমান্ড ফ্যাক্টর কোনটি?
গড় লোড ও সর্বোচ্চ চাহিদার অনুপাত
সর্বোচ্চ চাহিদা ও সংযুক্ত লোডের অনুপাত
সংযুক্ত লোড ও সর্বোচ্চ চাহিদার অনুপাত
উৎপাদিত শক্তি ও সময়ের অনুপাত
610. জ্বালানি খরচ কোনটি?
মিটার রিডিং খরচ
পরিবহন করচ
রক্ষণাবেক্ষণ খরচ
পুনঃস্থাপনের খরচ
612. জনশূন্য এলাকায় নিম্নোক্ত কোনটি স্থাপন করা উচিত?
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
ডিজেল বিদ্যুৎ কেন্দ্র
তাপবিদ্যুৎ কেন্দ্র
উইন্ডমিল বিদ্যুৎ কেন্দ্র
615. গড় লোড কোনটি?
উৎপাদিত শক্তি (kWh)/সময় (ঘণ্টা)
কিলোওয়াট/ সময় (ঘন্টা)
সংযুক্ত লোড/সময় (ঘন্টা)
সর্বোচ্চ চাহিলা/ সময় (ঘন্টা)
616. সর্বোচ্চ চাহিদা কোনটি?
সংযুক্ত লোড
পিক লোড
ক্ষণিকের মোট লাভ
বড় লোড
617. লোড ফ্যাক্টরের মান যত উন্নত হয় ততই প্রতি ইউনিট বিদ্যুৎশক্তির দাম-
কম হয়
বেশি হয়
কম বা বেশি হয়
কোনোটিই নয়
618. পাওয়ার প্লান্টের মধ্যে বিশেষ ব্যতিক্রমধর্মীভাবে স্থান যাচাই করতে হয় কোনটি?
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের
ডিজেল বিদ্যুৎ কেন্দ্রের
বাষ্পবিদ্যুৎ কেন্দ্রের
জ্বালানি সেল কেন্দ্রের