MCQ
1381. অটো সাইকেল কীসের উপর নির্ভর করে কাজ করে?
আয়তনের
চাপের
তাপমাত্রার
তাপের
1382. একটি এ সিলিন্ডার গাড়ির ইঞ্জিনের প্রতিটি সিলিন্ডারের বোর 15cm, স্ট্রোক 30cm হলে গাড়ির সিসি (CC) কত?
21205.75 CC
500 CC
625 CC
21395.75 CC
1383. কার্নোট সাইকেলের দক্ষতা নির্ভর করে কীসের উপর?
তাপমাত্রার সীমা
প্রেসার রেশিও
অ্যয়তন সংকোচন রেশিও
কাট অফ রেশিও
1384. সর্বপ্রথম অটো সাইকেলের উপর ভিত্তি করে ইঞ্জিন চালাতে সক্ষম হয় কোন বিজ্ঞানী?
ড. নিকোলাস
নেলসন অটো
ড. জর্জ অটো
ড. ভিয়া অটো
1385. স্টিম ইঞ্জিন নিম্নের কোন সাইকেল অনুসারে কাজ করে থাকে?
অটো সাইকেল
র্যাকিন সাইকেল
ডিজেল সাইকেল
ডুয়েল সাইকেল
1386. ডিজেল ইঞ্জিনে Suction stroke-এ প্রবেশ করে-
Air & Fuel
Only air
Only fuel
None of these
1387. কোন সাইকেলকে র্যাঙ্কিন সাইকেলের পরিমিত (Modified) সাইকেল বলা হয়?
অটো সাইকেলকে
কার্নোট সাইকেলকে
ডিজেল সাইকেলকে
ভেপার সাইকেলকে
1388. কোনো পেট্রোল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও 1.56 হলে তার দক্ষতা কত?
40%
52.3%
48%
16.29%
1389. ডিজেল সাইকেল গঠিত হয় কীভাবে?
দুইটি স্থির আয়তন এবং দুইটি আইসেন্ট্রপিক প্রসেসে
দুইটি স্থির চাপ এবং দুইটি আইসেন্ট্রপিক প্রসেসে
দুইটি স্থির আয়তন এবং দুইটি আইসোথার্মাল প্রসেসে
একটি স্থির চাপ, একটি স্থির আয়তন এবং দুইটি আইসেন্ট্রপিক প্রসেসে
1390. অটো সাইকেল গঠিত হয় কীভাবে?
দুইটি স্থির আয়তন এবং দুইটি আইসেন্ট্রপিক প্রসেসে
দুইটি স্থির আয়তন এবং দুইটি আইসোথার্মাল প্রসেসে
দুইটি স্থির আয়তন এবং একটি আইসোথার্মাল প্রসেসে
কোনোটিই নয়
1391. পেট্রোল ইঞ্জিনের থার্মোডাইনামিক সাইকেলের নাম কী?
অটো সাইকেল
জুল সাইকেল
র্যাকিন সাইকেল
স্টারলিং সাইকেল
1392. একটি কার্নট ইঞ্জিনের সিংকের তাপমাত্রা 27°C। এটির দক্ষতা 25% হলে উৎসের তাপমাত্রা কত?
227°C
327°C
127°C
27°C
1393. কোনটি স্থির চাপ সাইকেল?
অটো সাইকেল
ডিজেল সাইকেল
কারনট সাইকেল
জুল সাইকেল
1394. কার্নোট (Carnot) চক্রে সর্বোচ্চ দক্ষতা (Efficiency) হয় কীসে?
পেট্রোল ইঞ্জিনে
ডিজেল ইঞ্জিনে
গ্যাস টারাবাইনে
নিভার্সিবল ইঞ্জিনে
1395. কার্নোট সাইকেলের দক্ষতা বাড়ে কীভাবে?
সর্বোচ্চ তাপমাত্রা বাড়ালে
সর্বোচ্চ তাপমাত্রা কমালে
সর্বনিম্ন তাপমাত্রা বাড়ালে
সর্বনিম্ন তাপমাত্রা কমালে
1396. কার্নোট সাইকেলে রুদ্ধ তাপ প্রসারণ (Adiabatic Expansion) কতটি?
১টি
২টি
৩টি
৪টি
1397. একটি কার্নোট ইঞ্জিন 650K ও 310K কাজ করে। এটার দক্ষতা কত?
50%
52.31%
30%
45%
1398. কৃতকাজ ও স্ট্রোক ভলিউমের অনুপাতকে কী বলে?
মিন ইফেক্টিক প্রেসার
সাইকেলের দক্ষতা
যান্ত্রিক দক্ষতা
কম্প্রেশন রেশিও
1399. কার্নোট-চক্র নিম্নলিখিত কোন প্রক্রিয়া নিয়ে গঠিত?
দুইটি সমচাপ এবং দুটি রুদ্ধতাপ প্রক্রিয়া
দুইটি সমআয়তন এবং দুটি রুদ্ধতাপ প্রক্রিয়া
দুইটি সমতাপ এবং দুইটি রুদ্ধতাপ প্রক্রিয়া
একটি সমচাপ, একটি সমায়তন এবং দুটি রুদ্ধতাপ প্রক্রিয়া
1400. কম্প্রেশন রেশিও (CR) ও এক্সপানশন রেশিও (ER)- এর অনুপাতকে কী বলে?
প্রেসার রেশিও
কাট-অফ রেশিও
দক্ষতা
কোনোটিই নয়