Image
MCQ
1321. কিউপোলা ফার্নেসে প্রজ্বলন জোনে সৃষ্ট কার্বন ডাই- অক্সাইড উপরের দিকে উঠে কীসে পরিণত হয়?
CO
N
O
Hg
1323. নির্গত ধোঁয়া (Exhaust gas)-এর তাপের সাহায্যে নিম্নের কোন যন্ত্রটি ফিডওয়াটার (Feed water)-কে বয়লারে দেয়ার পূর্বে উত্তপ্ত করে?
সুপারহিটার
ফিডওয়াটার হিটার
ইকোনোমাইজার
উপরের কোনোটিই সত্য নয়
1324. ফার্নেস লাইনিং কত প্রকার?
৪ প্রকার
৩ প্রকার
৫ প্রকার
৭ প্রকার
1325. মোল্ড-এর মধ্যকার ডিপ্রেশন বা ময়লা দূরীভূতকরণ ও সঠিকতা আনয়নে ব্যবহৃত হয়-
স্নিক
সোয়াব
লিফটার
ট্রায়েল
1326. চুল্লির মেল্টিং জোন এবং স্ট্যাকের মধ্যবর্তী অংশকে-- জোন বলে।
প্রিহিটিং
বিগলন
স্ট্যাক
সুপারহিটিং
1327. বয়লারে সবচেয়ে বেশি তাপের অপচয় হয় কী জন্য?
জ্বালানিতে জলীয় বাষ্প থাকার কারণে
অসম্পূর্ণ দহন (Incomplete combustion) হওয়ার কারণে
নির্গত ধোঁয়া (Exhaust gas)-এর মাধ্যমে
উপরের কোনোটিই সত্য নয়
1328. প্রজ্বলন জোনের তাপমাত্রা সাধারণত কত হয়ে থাকে?
500-800°C
1550-1875°C
100-300°C
5°F-8F
1329. চুল্লির যে অংশে চার্জের পুনঃগলন ক্রিয়া সম্পন্ন হয়,তাকে--জোন বলে।
প্রিহিটিং
স্ট্যাক
বিগলন
ক্রুসিবল
1330. একজন ইঞ্জিনিয়ার একটি বন্ধ ঠান্ডা পরিবেশ (Closed cold environment) কীভাবে তৈরি করবেন?
পানিকে তাপ দিয়ে বাষ্পীভূত করে
তরল নাইট্রোজেনের অবিরত সরবরাহের ব্যবস্থা করে
চাপ কমিয়ে পানিকে বাষ্পীভূত করে
সলিড কার্বন ডাই-অক্সাইডের অবিরত সরবরাহের ব্যবস্থা করে
1331. রিফ্ল্যাক্টরি ম্যাটেরিয়াল একপ্রকার-- পদার্থ।।
তাপ নিরোধক
অ্যাসিড
বেসিক
নিউট্রাল
1332. নিচের কোনটি ফাউন্ড্রি প্রক্রিয়ায় তৈরি করা হয়?
মোবাইল
বোতল
টেস্টার
ফুড মিক্সচার
1333. চিমনি দ্বারা তৈরি ড্রাফট (Draught) হলো-
ইনডিউসড ড্রাফট (Induced draught)
ন্যাচারাল ড্রাফট (Natural draught)
ফোর্সড ড্রাফট (Forced draught)
উপরের কোনোটিই সত্য নয়
1334. রিফ্যাক্টরিনেস' অর্থ হলো-- পদার্থ।
তাপ প্রতিরোধক
গ্রাফাইট
সিলিকা
চিটাগুড়
1335. কোনটি বয়লারের মাউন্টিং (Mountings)?
ফিড পাম্প
সুপারহিটার
ব্লো-ডাউন ভালভ
এয়ার প্রিহিটার
1336. বয়লারের পানিতে মাত্রাতিরিক্ত NaOH দ্রবীভূত অবস্থায় থাকলে বয়লারে কী ক্ষতি হয়?
স্কেলিং (Scaling) হয়
ফোমিং (Foaming) হয়
বয়লারের টিউবে মরিচা পড়ে
ইমব্রিটলমেন্ট (Embrittlement) হয়
1337. কিউপোলা ফার্নেসে রিডিউসিং জোনের তাপমাত্রা মোটামুটি কত?
2192°F
200°F
2500°F
1500°F
1340. কিউপোলা ফার্নেসে বিগলন জোনের নিচে কোন জোন থাকে?
সুপারহিটিং
ক্রুসিবল
প্রিহিটিং
স্ট্যাক