Image
MCQ
1421. কর্তনকৃত ধাতুর আয়তন এবং গ্রাইন্ডিং হুইল ওয়‍্যার আয়তনের অনুপাতকে কী বলে?
গ্রাইন্ডিং রেশিও
সারফেস রেশিও
সিলিন্ড্রিক্যাল রেশিও
ইন্টারনাল রেশিও
1422. গারনেটের কাজ কী?
ল্যাশিং-এর কাজ করার জন্য
কাচ গ্রাইন্ডিং করার জন্য
ওয়ার্কপিসের চূড়ান্ত মসৃণতার জন্য
ভঙ্গুরতা রোধের জন্য
1423. কোন ধরনের জবকে সেন্টারিং করার প্রয়োজন হয় না?
টুল গ্রাইন্ডার
সেন্টারলেস গ্রাইন্ডিং
সারফেস গ্রাইন্ডার
সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডার
1424. গ্রাইন্ডিং অপারেশন এক ধরনের-
শেপিং অপারেশন (Shapping operation)
জর্মিং অপারেশন (Forming operation)
সারফেস ফিনিশিং অপারেশন (Surface finishing )
ড্রেসিং অপারেশন (Dressing operation)
1425. সিলিন্ড্রিক্যাল এ্যাইন্ডিং মেশিনের প্রধান অংশ কোনটি?
বেস ও টেবিল
হইল হেড
হেডস্টক ও টেইলস্টক
সবগুলো
1426. EDM হলো-
শক্তি নির্গমন পদ্ধতি
ইলেকট্রো-নির্গমন পদ্ধতি
শক্তি নির্দেশক পদ্ধতি
দক্ষতা নির্দেশক পদ্ধতি
1427. কোন ড্রিল খনির কাজে ব্যবহৃত হয়?
ট্রিফ্যানিং ড্রিল
কমুর ড্রিল
কোর ড্রিল
গান ড্রিল
1428. সারফেস গ্রাইন্ডিং মেশিন মূলত কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
1429. নিউমেটিক (Pnumatic) টুলে ব্যবহৃত হয়-
বায়ু
তরল
বিদ্যুৎ
বেল্ট-পুলি
1430. সেন্টার টাইপ গ্রাইন্ডিং-এ জবকে --করে নিতে হয়।
সেন্টারিং
গ্রাইন্ডিং
ফিনিশিং
ড্রিলিং
1431. নিচের কোনটি কঠিন কাটিং ফ্লুইড?
মলিবডেনাম
মিনারেল লার্ড অয়েল
অ্যামোনিয়া
নাইট্রোজেন
1433. প্রধানত কত ধরনের টুল এন্ড কাটার গ্রাইন্ডার পাওয়া যায়?
২ ধরনের
৪ ধরনের
৬ ধরনের
৮ ধরনের
1434. ওয়ার্কশিস এবং গ্রাইন্ডিং হুইল উভয়ই ঘুরে-
সারফেস গ্রাইন্ডারে
সিলিস্ট্রিক্যাল
ইন্টারন্যাল গ্রাইন্ডারে
কোনোটিই নয়
1435. চালাইলোহ) (Cast iron) মেশিনিং করার সময় নিম্নলিখিত পুব্রিকেন্ট ব্যবহার করা হয়-
সোডা ওয়াটার
কেরোসিন
মিনারেল অয়েল
কোনোকিছুই নয়
1436. বাফিং হইল তৈরি হয়-
শর্টার মেটাল (Sorter metal) দ্বারা
কটন ফেব্রিক (Cotton fabric) দ্বারা
গ্রাফাইট (Graphite) দ্বারা
কার্বন (Carbon) দ্বারা
1437. গ্রাইন্ডিং হুইলের পরিধি ব্যবহার করে গ্রাইন্ডিং করার ক্ষেত্রে হুইলের স্পিন্ডেল কীভাবে থাকে?
উল্লম্বভাবে
সমান্তরালভাবে
অনুভূমিকভাবে
লম্বভাবে
1438. গ্রাইন্ডিং হুইলে বন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে নিচের ম্যাটেরিয়ালগুলোর কোনটি ব্যবহার করা হয় --
সিলিকন কার্বাইড ( Silicon carbide)
সোডিয়াম সিলিকেট (Sodium silicate)
বোরন কার্বাইন্ড (Boron carbide)
অ্যালুমিনিয়াম অক্সাইড (Aluminium oxide)
1439. কাটিং ফ্লুইড প্রধানত কত প্রকার?
২প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
1440. সয়িং (Sawing)-এর কাজে ব্যবহৃত তরলের নাম কী?
সয়িং ফ্লুইড
কাটিং ফ্লুইড
হ্যাক-স লিকুইড
ডিজেল