EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1701. সাধারণ হারমোনিক মোশরে চলাচলকারী বস্তুকণার যে. কোনো মুহূর্তের গতিবেগের সূত্র কোনটি?
ω √(y²-r² )
ω√(r²-y² )
ω²√(y²-r²)
ω²√(r²-y² )
1703. চার বার (Bar) প্রক্রিয়ায় যান্ত্রিক সুবিধা সর্বোচ্চ হবে তখন বেগের অনুপাত - হবে।
সর্বনিম্ন
1
সর্বোচ্চ
1/2
1706. টুথের দাঁতের সংখ্যা ও পিচ সারকেল ডায়ামিটার মিলিমিটারের অনুপাতকে কী বলে?
ডায়ামেট্রাল পিড
ডায়ামেট্রাল পিড
মডিউল
একটিও নয়
ব্যাখ্যা: ডারামেট্রাল পিচ (Diametral pitch) : পিচ ডায়ামিটারের একক দৈর্ঘ্যে দাঁতের সংখ্যাকে ডায়ামেট্রাল পিচ বলে। একে সংক্ষেপে Pd যারা নির্দেশ করা হয়। এটি একটি আনুপাতিক পূর্ণ সংখ্যা। গিয়ারের পরিচয় প্রায়ই এ সংখ্যা দ্বারা দেওয়া হয়ে থাকে। যেমন- '12 পিচ বা '12Pd গিয়ারের এ কথা ওরা এমন একটি গিয়ারকে বুঝায়, যার ডায়ামেট্রাল পিচ=12। ডায়ামেট্রাল পিচ = দাঁতের সংখ্যা/ পিচ সার্কেলের ব্যাস P d=T/d অথবা, P d = π / সার্কুলার নিচ = π/P
1709. কোনো প্রজেকষ্টাইলের অনুভূমিক পাল্লা (R) সমান কত?
R = u^2cos2α/g
R = u^2sinα/g
R = u^2cosα/g
R = u^2ranα/g
ব্যাখ্যা: আমরা জানি, উৎক্ষেপণ বিন্দু হতে আনুভূমিক তলের যে বিন্দুতে প্রক্ষেপকটি পতিত হয়, এ দুই বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে আনুভূমিক পাল্লা বা পাল্লা (Range) বলে। এটি ২ দ্বারা সূচিত করা হয়। আমরা জানি, প্রক্ষেপকের আনুভূমিক বেগ = ucosα এবং প্রক্ষেপকটির বিচরণকাল,t = R = u^2sinα/g যেহেতু, আনুভূমিক পাল্লা, R আনুভূমিকা গতিবেগ x বিচরণকাল R = u cosα x 1= u cosα x 2usinα/g =2u^2 sinα cosα/g = u^2sin2α/g
1710. দুটি সমদূরবর্তী সমতলীয় শ্যাফট যখন শ্যাফট অক্ষের সমান্তরাল দাঁতবিশিষ্ট গিয়ার দ্বারা যুক্ত হয়, এরূপ সংযোজনকে বলে-
স্পার গিয়ারিং
হেলিক্যাল গিয়ারিং
বেভেল গিয়ারিং
স্পাইরাল গিয়ারিং
1711. পরস্পরের সাথে সংযুক্ত দুটি গিয়ারের মাঝে যদি একটি বৃত্তাকার গিয়ার থাকে, তাকে কী গিয়ার বলে?
র‌্যাক
পিনিয়ন
হেলিক্যাল
সবকয়টি
1712. গিয়ারের আকার সচরাচর প্রকাশ করা হয় দ্বারা।
প্রেসার অ্যাঙ্গেল
সার্কুলার পিচ
ডায়ামেট্রাল পিচ
পিচ সার্কেল ডায়ামিটার
1713. আনুভূমিক তলে প্রজেকক্টাইলের সর্বোচ্চ উচ্চতা সূত্র কোনটি?
H = u²sin²α/g
H = u²cos²α/g
H = u²sin²α/g
H = u²cos²α/g
1714. গিয়ারকে মধ্যবর্তী বেগের গিয়ার বলা হবে, যখন তাদের পেরিফেরাল বেগ-
1-3 m/sec
3-15 m/sec
15-30 m/sec
30-50 m/sec
1716. সমান্তরাল ও একই সমতলে অবস্থিত দুটি শ্যাফটের একটি হতে অন্যটিতে শক্তি পরিবহনের জন্য যে গিয়ার ব্যবহার করা হয়, তাকে কী গিয়ার বলে?
হেলিক্যাল
ওয়ার্ম
স্পার
বেভেল
ব্যাখ্যা: স্পাইরাল গিয়ার (Spiral gear) : অক্ষময় পরস্পর সমান্তরাল নয় এবং একই বিন্দুতে ছেদ করে না (Non-parallel and non-intersecting) এরূপ দুটি শ্যাফটের মধ্যে শক্তি পরিবহন ক করতে স্পাইরাল বা স্কিউ (Skew) গিয়ার ব্যবহার করা হয়। স্পাইরাল গিয়ার অল্প শক্তি পরিবহনের উপযোগী। কারণ দাঁতগুলো লাইন কনটাক্ট না হয়ে পয়েন্টে কনটাক্ট হয়।
1717. পিনিয়ন গিয়ারের ঘূর্ণন সংখ্যা ও আইডেল গিরারের। একবার ঘূর্ণন সংখ্যার অনুপাতকে কী বলে?
গিয়ার রেশিও
গিয়ার মডিউল
পিচ সার্কুরাল
কোনোটিই নয়
1718. আনুভূমিক তলে প্রক্ষিপ্ত কোনো প্রজেক্টাইলেই প্রক্ষিপ্ত সময়ের সূত্র কোনটি?
T= 2u sinα/g
T = 2ucosα/g
T= 2utanα/g
T = 2u/ g sing
1719. গিয়ার তৈরিতে সাধারণত ব্যবহৃত হয়-
Cast iron
Steel
Copper
Wrought iron
ব্যাখ্যা: নোট: গিয়ার তৈরিতে সাধারণত কাস্ট আয়রন (Cast iron), স্টিল (Steel), ব্রাস (এ), ব্রোঞ্জ (Bronze) ও প্লাস্টিক (Plastic) ব্যবহার করা হয়। সেই হিসাবে (ক) ও (খ) দুটিই উত্তর হবে।
1720. পরস্পরের সাথে সংযুক্ত দুটি গিয়ারের মাঝে যদি একটি সোজা গিয়ার থাকে, তাকে কী গিয়ার বলে?
র‌্যাক
হেলিক্যাল
পিনিয়ন
কোনোটিই নয়
ব্যাখ্যা: র‌্যাক এবং পিনিয়ন (Rack and pinion) পরস্পরের সাথে সংযুক্ত দুটি গিয়ারের মধ্যে একটি সরলাকার (Straight) এবং অপরটি বৃত্তাকার (Circidar) হয় তবে তাকে র‌্যাক এবং পিনিয়ন বলে। সরলাকার গিয়ারকে র‌্যাক (Rack) এবং বৃত্তাকার গিয়ারকে পিনিয়ন (Pinion) বলে।