MCQ
1901. ডেটাম হেডের অপর নাম কী?
প্রেসার হেড
মেট হেড
ভেলোসিটি হেড
পটেনশিয়াল হেড
1902. পাইপে প্রবাহমান প্রবাহীর হেড লস সংঘটনের কারণ কোনটি?
ঘর্ষন
দিক পরিবর্তন
পাইলের সংকোচন বা প্রসারণ
উপরের সবকটি
1903. কোনটি হাইড্রোলিক মেশিন?
ইঞ্জিন
মোটর
পাম্প
কম্প্রেসর
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
হাইড্রোলিক্স এন্ড হাইড্রোলিক মেশিনারি mcq
ব্যাখ্যা: ইঞ্জিন এ ইঞ্জিন বলতে মূলত স্বয়ংক্রিয় দমকে বুঝায়। যা জ্বালানি দহনের মাধ্যমে তাপ শক্তিকে কাজে লাগিয়ে নিজে চলে এবং যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে অন্যান্য যন্ত্রাদিকে চালায়, তাকে ইঞ্জিন বলে।
1904. সেন্ট্রিফিউগ্যাল পাম্পে ক্যান্ডিটেশন প্রতিরোধে কী থাকা উচিত?
উচ্চ সাকশন প্রেসার থাকা উচিত
উচ্চ ডেলিভারি প্রেসার থাকা উচিত
সাকশন প্রেসার কম থাকা উচিত
ডেলিভারি প্রেসার কম থাকা উচিত
1905. নিচের কোনটিতে বার্নোলির সূত্রের প্রয়োগ নেই?
ভেনচুরি মিটার
অরিফিস মিটার
ম্যানোমিটার
পিউট টিউব
1906. একটি সেন্ট্রিফিউগ্যাল পাম্প চালু করার সময় তার ডেলিভারি ভালভ কী অবস্থায় থাকে?
সম্পূর্ণভাবে বন্ধ থাকে
সম্পূর্ণভাবে খোলা থাকে
৫০% খোলা থাকে
কোনোটিই নয়
1907. কোনো Rotodynamic pump-এর RPM দ্বিগুণ হলে এটির discharge ক্ষমতা কত গুণ বাড়বে?
দ্বিগুণ
চারগুণ
তিনগুণ
ছয়গুণ
1908. রেসিপ্রোকেটিং পাম্পে ব্যবহৃত হয়?
সিরিজ মোটর
শান্ট মোটর
কম্পাউন্ড মোটর
যে-কোনো একটি
1909. ভেনচুরি মিটার কী নির্ণয় করে?
বেগ
নির্গমন
হেড
কোনোটিই নয়
1910. কোন পাম্পে প্রাইমিং-এর প্রয়োজন হয়?
টারবাইন পাম্প
সেন্ট্রিফিউগ্যাল পাম্প
রেসিগ্রোকেটিং পাম্প
সাবমারসিবল পাম্প
1911. মাল্টিস্টেজ সেন্ট্রিফিউগ্যাল পাম্প ব্যবহার করা হয় কী জন্য?
অধিক প্রবাহের জন্য
অধিক উচ্চতায় ফ্লুয়িড তোলার জন্য
সান্দ্র ফ্লুয়িড-এর জন্য
উপরের সবগুলো
1912. নিম্নের কোন পাম্পটি অত্যধিক ব্যবহার করা হয় সান্দ্র ফ্লুয়িড-এর জন্য ?
স্ক্র পাম্প
সেন্ট্রিফিউগ্যাল পাম্প
রেসিপ্রোকেটিং পাম্প
কোনোটিই নয়
1913. একটি পাম্পের ইনপুট পাওয়ার 500W এবং আউটপুট, পাওয়ার 300W হলে পাম্পের দক্ষতা কত?
60%
40%
50%
30%
1914. নিম্নের কোন পাম্পটি থেকে স্বল্প প্রবাহ ও উঠে হেড পাওয়া যায়?
সেন্ট্রিফিউগ্যাল পাম্প
অ্যাক্সিয়াল ফ্লো পাম্প
মিক্সড ফ্লো পাম্প
রেসিপ্রোকেটিং পাম্প
1915. হাত টিউবওয়েলের পাম্পকে কী পাম্প বলা হয়?
রোটাডাইনামিক পাম্প
সেন্ট্রিফিউগ্যাল পাম্প
রেসিপ্রোকেটিং পাম্প
প্রপেলার পাম্প
1916. যে মেশিন যান্ত্রিক শক্তি ব্যয় করে চাপের বৈষম্য সৃষ্টি করার মাধ্যমে নিচু স্থান থেকে উঁচু স্থানে তরল স্থানান্তর করে, তাকে বলে-
পাম্প
কম্প্রেসর
রোয়ার
টারবাইন
1917. একটি গিয়ার পাম্পের প্রবাহমাত্রা-
চাপ বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়
চাপ বৃদ্ধির সাথে হ্রাস পায়
চাপ বৃদ্ধির সাথে অপরিবর্তিত থাকে
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
হাইড্রোলিক্স এন্ড হাইড্রোলিক মেশিনারি mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: এক্সটার্নাল গিয়ার পাম্প (External gear pump) :পাম্পে দুটি গিয়ার থাকে। গিয়ার দুটির একটি চালক গিয়ার অপরটি চালিত গিয়ার। গিয়ারের দাঁতগুলো একে অপরের সাথে মেস (Mesh) করা থাকে। চালিত গিয়ার চালক বিয়ারের বিপরীত দিকে ঘুরে। গিয়ার মুচির বহির্ভাগ কেইসিং- এর সাথে খুব সুক্ষ্ম সংস্পর্শে থাকে। গিয়ার ঘুরার সময় এর প্রবেশপদ থেকে তরল কেইসিং এবং গিয়ারের মাঝে ফাঁদে ফেলে এবং ঠেলে নির্গমন পথে পাঠিয়ে দেয়।
1918. যেএকটি পাম্প প্রতি মিনিটে 100kg পানি 50m উচ্চতায় তুলে, এর ক্ষমতা কত?
1.11HP
2.22Hp
6kh-m
3.5HP
1919. একটি পাম্প 0.003 m% হারে 15m উচ্চতায় পানি তোলে। যদি দক্ষতা ৪০% হয় তবে পাম্প পরিচালনায় প্রয়োজনীয় শক্তি—
0.716 kW
0.2231 kW
0.55181 kW
0.8932 kW
1920. রেসিগ্রোকেটিং পাম্প কোন ধরনের পাম্প?
নেগেটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প
পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প
এনার্জি পাম্প
কোনোটিই নয়