Parts of Speech MCQ
181. Who’s that?’ in this sentence ‘that’ is a/an-
pronoun
conjunction
adjective
adverb
ব্যাখ্যা: আমরা জানি, Noun এর পরিবর্তে কোন শব্দ বসলে সেটি Pronoun হয়। - প্রশ্নে বলা হয়েছে Who's that? অর্থাৎ এই বাক্যে that শব্দটি নিশ্চিতভাবেই কোন একজন ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয়েছে। লক্ষ করুন, that না লিখে যদি বলা হতো who is the man? তাহলেও কিন্তু একই অর্থ বোঝাতো। - উত্তরগুলির মধ্য থেকে (b) conjunction (c) Adjective এবং (d) Adverb হবার তেমন কোন Logic নাই।
সুতরাং সঠিক উত্তর হচ্ছে (a).