Image
MCQ
21. কোন সংখ্যার দ্বিগুণের সাথে সংখ্যাটির এক তৃতীয়াংশ যোগ করলে যোগফল ৪৯ হয়। সংখ্যাটি কত?
16
20
26
21
23. একটি অষ্টভুজের ৮ কোণের সমষ্টি কত?
৬ সমকোণ
১৬ সমকোণ
১২ সমকোণ
৮ সমকোণ
24. ১টি চৌবাচ্চা ১টি নল দ্বারা ১২ মিনিটে পূর্ণ হয়, অপর নল দ্বারা ১৮ মিনিটে খালি হয়। উভয় নল একত্রে চালু করলে চৌবাচ্চাটি পূর্ণ হবে-
১৮ মিনিটে
২৪ মিনিটে
৩৬ মিনিটে
৪৮ মিনিটে
25. একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর হলে বাগানটির পরিসীমা কত মিটার?
২০০
৪০০
৩০০
৫০০
26. বাংলার প্রথম সার্থক মহাকাব্য-
বৃত্রসংহার
মহাশ্মশান
ত্রয়ীকাব্য
মেঘনাবদ কাব্য
27. কোন সংখ্যার দ্বিগুণের সাথে সংখ্যাটির এক তৃতীয়াংশ যোগ করলে যোগফল ৪৯ হয়। সংখ্যাটি কত?
16
20
26
21
28. চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রমাণ করেন-
হরপ্রসাদ শাস্ত্রী
সুকুমার সেন
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ড. মুহাম্মদ শহীদুল্লাহ
29. বাংলা ভাষাতত্ত্বের 'চলন্ত বিশ্বকোষ' বলা হয়-
ড. মুহাম্মদ এনামুল হক
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সুনীতিকুমার চট্টোপাধ্যয়
ড. মুহম্মদ শহীদুল্লাহ
30. বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পায়?
১ গুণ
৩ গুণ
২ গুণ
৪ গুণ
31. 'হেড-মৌলভী' কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত?
ইংরেজী ও ফার্সী
তুর্কী ও আরবী
ইংরেজী ও আরবী
ইংরেজী ও উর্দু
33. 'অন্নদা বিবি' কোন উপন্যাসের চরিত্র?
গৃহদাহ
চরিত্রহীন
দত্তা
শ্রীকান্ত
34. নিচের কোন গ্রন্থটি উপন্যাস?
সোনার তরী
দোলন চাঁপা
মানসী
শেষের কবিতা
35. ১+৩+৫+৭ ধারাটির n সংখ্যক পদের সমষ্টি কত?
n((n+1)
n(n-1)
n²+1
36. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ-
নেকড়ে অরণ্য
নিষিদ্ধ লোবান
বন্দী শিবির থেকে
প্রিয়যোদ্ধা প্রিয়তম
39. বাংলা গদ্যের জনক কে?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মানিক বন্দোপাধ্যায়
40. 'ছন্দের জাদুকর' কোন কবি?
সুকুমার রায়
আল মাহমুদ
সত্যেন্দ্রনাথ দত্ত
জসীমউদ্দীন