MCQ
81. মিডিয়াম হেড পানিবিদ্যুৎ কেন্দ্রে সাধারণত ব্যবহৃত হয়-
কাপলান টারাবইন
পেল্টন টারবাইন
ইম্পালস্ টারবাইন
ফ্রান্সিস টারবাইন
82. কোনটি স্থির খরচ?
কেন্দ্রের মূলধন
জ্বালানি খরচ
পুঁজি বিনিয়োগ চার্জ
কোনোটিই নয়
83. পেনস্টোকে পানির বেগ উচ্চ হেড পাওয়ার প্লান্টের জন্য সাধারণত কত হয়ে থাকে?
4 মিটার/সেকেন্ড
7 মিটার/সেকেন্ড
9 মিটার/সেকেন্ড
11 মিটার/সেকেন্ড
84. নিম্ন গতিতে অল্টারনেটর কী দ্বারা চালিত হয়?
স্টিম ইঞ্জিন
স্টিম টারবাইন
হাইড্রোলিক টারবাইন
কোনটিই নয়
85. লো-হেড প্লান্ট পানিবিদ্যুৎ কেন্দ্রে অপারেটিং হেডের উচ্চতা থাকে কত?
15 মিটার পর্যন্ত
50 মিটার পর্যন্ত
100 মিটার পর্যন্ত
150 মিটার পর্যন্ত
86. ড্রাফট টিউবের উপরিভাগের প্রস্থচ্ছেদ কেমন?
আয়তাকার
বর্গাকার
বৃত্তাকার
ডিম্বাকার
87. কোন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কালে বিকল্প নদীর প্রয়োজন হয়।
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
গ্যাস টারবাইন কেন্দ্র
পানিবিদ্যুৎ কেন্দ্র
বাষ্পচালিত কেন্দ্র
88. সোজা কনিক্যাল ড্রাফট টিউবের সর্বোচ্চ কোণ কত?
2°
4°
6°
8°
89. ড্রাফট টিউবটি প্রশস্ত হয়-
ইনলেটে
আউটলেটে
হেড রেসে
মাঝখানে
90. ওয়াটার ওয়ের কাজে ব্যবহৃত হয়ে থাকে কোনটি?
ক্যানাল
পেনস্টোক
টানেল
সবগুলো
91. ক্যাচমেন্ট এরিয়া দরকার নিম্নের কোন বিদ্যুত কেন্দ্রের?
তাপবিদ্যুৎ কেন্দ্রের
পানিবিদ্যুৎ কেন্দ্রের
টাইডেল বিদ্যুৎ কেন্দ্রের
ভূগর্ভস্থ তাপবিদ্যুৎ কেন্দ্রের
92. হাই-হেড পানিবিদ্যুৎ কেন্দ্রে সাধারণত ব্যবহৃত হয়-
কাপলান টারবাইন
পেল্টন টারবাইন
ইম্পালস্ টারবাইন
ফ্রান্সিস টারবাইন
93. পানির হেডের উচ্চতা অনুসারে পানিবিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্রকে কত ভাগে ভাগ করা যায়?
দু'ভাবে
তিনভাবে
চারভাবে
পাঁচভাবে
94. পেনস্টোক তৈরিতে ব্যবহৃত স্টিলের পাইপের ব্যাস সাধারণত কত?
3 মিটার
5 মিটার
7মিটার
9 মিটার
95. কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান কোথায়?
কক্সবাজারে
রাঙ্গামাটিতে
রাউজানে
চট্টগ্রাম সদরে
96. পানিবিদ্যুৎ শক্তি উৎপাদন কেন্দ্রকে লোড সরবরাহ অনুসারে কত ভাগে ভাগ করা হয়?
দু'ভাবে
তিনভাবে
চারভাবে
পাঁচভাবে
97. কোন প্লান্ট নির্বাচনে নুড়ি পাথরের পর্যাপ্ত বিবেচনা করতে হয়?
জলবিদ্যুৎ কেন্দ্র নির্বাচনে
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্বাচনে
তাপবিদ্যুৎ কেন্দ্র নির্বাচনে
গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র নির্বাচনে
98. ড্রাফ্ট টিউবের উপরিভাগের ক্ষেত্রফল যার সমান তার নাম কী?
রানার
টেইল রেস
পেনস্টোক
স্পিলওয়ে
99. পেনস্টোকে পানির বেগ লো-হেড পাওয়ার প্লান্টের জন্য সাধারণত কত হয়ে থাকে?
2 মিটার/সেকেন্ড
4 মিটার/সেকেন্ড
7 মিটার/সেকেন্ড
9 মিটার/সেকেন্ড
100. কোন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে স্থান নির্বাচনের জন্য অভিজ প্রকৌশলী দ্বারা ব্যাপক পরীক্ষা ও নিরীক্ষা তথা জরিপের প্রয়োজন?
পানিবিদ্যুৎ কেন্দ্র
ডিজেল বিদ্যুৎ কেন্দ্র
তাপবিদ্যুৎ কেন্দ্র
গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র