Image
MCQ
101. স্ট্যান্ডবাই লস নেই কোনটির?
তাপবিদ্যুৎ কেন্দ্রের
ডিজেল বিদ্যুৎ কেন্দ্রের
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের
পানিবিদ্যুৎ কেন্দ্রের
103. পিক লোড প্লান্ট হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
স্টিম প্লান্ট
উইন্ডমিল প্লান্ট
ডিজেল প্লান্ট
এম.এইচ.ডি প্লান্ট
104. বাংলাদেশে পানিবিদ্যুৎ কেন্দ্রের ইউনিটের সংখ্যা কতটি?
3টি
5টি
7টি
2টি
105. দ্রুত গতিসম্পন্ন পেল্টন টারবাইনের স্পেসিফিক স্পিড মেট্রিক এককে-
10 থেকে 20
15 থেকে 25
20 থেকে 30
28 থেকে 35
106. বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপিত হয়েছে কোথায়?
রূপসা নদীতে
শংখ নদীতে
মহুরী নদীতে
কর্ণফুলি নদীতে
107. ইন্টারকানেকশনের সুবিধা কী?
ফিডারে ড্রফ কম হয়
দক্ষতা বৃদ্ধি পায়।
ও সার্ভিস কন্টিনিউটি রক্ষা হয়
উপরের সবক'টি
108. ফোন প্লান্ট স্থাপন করতে আন্তর্জাতিকভাবে সমর্থনের প্রয়োজন?
ডিজেল বিদ্যুৎ কেন্দ্র
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
তাপবিদ্যুৎ কেন্দ্র
গ্যাস টারবাইন কেন্দ্র
109. কোনটির ক্ষমতা বেশি হওয়া উচিত?
ডিজেল পাওয়ার প্লান্ট
স্টিম পাওয়ায় প্লান্ট
হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার প্লান্ট
সোলার পাওয়ার প্লান্ট
110. যেখানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় সে স্থানে স্থাপন করা উচিত কোনটি?
ডিজেল প্লান্ট
পারমাণবিক প্লান্ট
গ্যাস টারবাইন প্লান্ট
উইন্ডমিল প্লান্ট
111. পাওয়ার প্লান্ট লোড সেন্টারের কাছাকাছি স্থাপন করতে হয় কী জন্যে?
উৎপাদন খরচ কমানোর জন্য
পরিবহন লস কমানোর জন্য
পরিদর্শনের সুবিধার জন্য
বেশি পাওয়ার উৎপাদনের জন্য
112. কাপলান টারবাইন ব্যবহার করা হয়-
নিম্নহেড ও নিম্ন ডিসচার্জে
নিম্নহেড ও মধ্যম ডিসচার্জে
নিম্নহেড ও উচ্চ ডিসচার্জে
মধ্যম হেড ও উচ্চ ডিসচার্জে
114. ফ্রান্সিস টারবাইন ব্যবহার করা হয়-
মধ্যম হেড ও লো-ডিসচার্জে
মধ্যম হেড ও মধ্যম ডিসচার্জে
মধ্যম হেড ও হাই-ডিসচার্জে
লো-হেড ও মধ্যম ডিসচার্জে
115. রাউজানে নির্মাণাধীন ২য় ইউনিট বিদ্যুৎ কেন্দ্র কত ক্ষমতার?
50MW
60MW
210MW
50MW
116. কোনটির স্থান নির্বাচনে বৃষ্টি-বাদলের অবস্থা জানার জন্য জরিপের প্রয়োজন?
স্টিম পাওয়ার প্লান্ট
উইন্ডমিল পাওয়ার প্লান্ট
হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্লান্ট
পারমাণবিক পাওয়ার প্লান্ট
117. যে টারবাইনকে পাম্প হিসেবে ব্যবহার করা যায়, তার নাম কী?
কাপলান টারবাইন
পেল্টন টারবাইন
ফ্রান্সিস টারবাইন
ইম্পালস টারবাইন
118. পাওয়ার প্লান্টের স্থান নির্বাচনে মাটির শক্ততা যাচাই করতে হয় কী জন্যে?
কম্পনের জন্য
আওয়াজ কমানোর জন্য
নিরাপত্তার জন্য
পরিদর্শনের জন্য
119. কোন ধরনের পাওয়ার প্লান্টের জন্য খরস্রোতা নদীর প্রয়োজন?
স্টিম পাওয়ার প্লান্টের জন্য
ডিজেল পাওয়ার প্লান্টের জন্য
উইন্ডমিল পাওয়ার প্লান্টের জন্য
হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্লান্টের জন্য
120. প্রাইভেট প্লান্ট হিসেবে ব্যবহৃত হয়-
তাপবিদ্যুৎ কেন্দ্র
পানিবিদ্যুৎ কেন্দ্র
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
ডিজেল বিদ্যুৎ কেন্দ্র