Image
MCQ
1. কনক্রিট ঢালায়ের উপযুক্ত তাপমাত্রা কত
72-98° F
90-128°F
95-130°F
100-150°F
2. ৪ নং চালুনীতে বাধাপ্রাপ্ত সব এগ্রিগেট-
ফাইন এগ্রিগেট
কোর্স এগ্রিগেট
বাইন্ডিং ম্যাটেরিয়াল
কোনটি নয়
3. কোন মাধ্যমে শব্দের বেগ সবথেকে বেশি?
কঠিন
তরল
বায়বীয়
শূন্য
4. কাঠামোর স্ফেটিক সৃষ্টির জন্য দায়ী কোনটি-
আর্সেনিক
অ্যাসিড
লবন
ক্ষার
5. শহর ও নগর এলাকার রান অফের সহগ কত ধরা হয়-
০.৭০
০.৯০
১.৩০
১.৫
6. কনক্রিট দ্রুত বহন করতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
ট্রিপার
ক্রেন
বেল্ট কনভেয়র
ট্রাক
7. The construction of a temporary structure required to support an unsafe structure is called (বিপদগামী কাঠামোকে ঠেকনা দেবার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয় তাকে বলে)
underpinning
scaffolding
shoring
jacking
8. কোন ধরনের মাটির ভার বহন ক্ষমতা বেশী?
বেলেমাটি
এটেল মাটি
দোআশ মাটি
বালি
9. সাধারনত রাস্তার কাজে ও ইটের মেঝেতে কোন বন্ড ব্যবহৃত হয়?
জিগ- জ্যাক বন্ড
ডায়াগোনাল বন্ড
হেরিং বোন বন্ড
ডাচ বন্ড
10. বাকল অপসারিত গাছের কান্ডকে কী ধরণের টিম্বার বলে?
রাফ টিম্বার
লগ টিম্বার
কনভার্টেট টিম্বার
স্ট্যান্ডিং টিম্বার
11. দুটি ইটকে পরষ্পর আঘাত করলে ধাতব শব্দের মতো শব্দ করলে এবং সহজে ভেঙ্গে না যায় তাহলে তা কোন শ্রেনীর ইট?
প্রথম শ্রেণী
দ্বিতীয় শ্রেণী
তৃতীয় শ্রেণী
পিকড ঝামা
12. দালানের বুনিয়াদ শক্ত করতে কোন পদ্ধতিতে শোরিং করা হয়?
ডেড শোরিং
রেকিং শোরিং
ফ্লাই শোরিং
স্ক্যাফোল্ডিং
13. কুইক সেটিং সিমেন্ট এর সেটিং টাইম কত মিনিট-
৫ মিনিট থেকে ১০ মিনিট
৫ মিনিট থেকে ৬০ মিনিট
৫ মিনিট থেকে ৩০ মিনিট
৫ মিনিট থেকে ৬০০ মিনিট
14. পানি চক্র কি ধরনের প্রক্রিয়া?
কৃত্রিম
প্রাকৃতিক
জৈবিক
চুম্বকীয়
15. পদার্থের ভর ও শক্তি সম্পর্কিত E = MC² সূত্রটি আবিষ্কার করেন কে?
নিউটন
আইনস্টাইন
স্টিফেন হকিং
ডারউইন
16. ভিত্তির ব্যর্থতার কারন কোনটি?
মাটির অসম বসন
মাটির অসম লোড
মাটির অসম প্রকৃতি
মাটির অসম গাথুনী
17. দেওয়ালের আড়াআড়ি ইটের স্থাপনেকে বলে-
হেডার
ক্লোজার
স্ট্রেচার
অ্যারাইজার
18. নিচের কোনটি পিচ্ছিলকারক
কারক
তেল
পানি
মাটি
19. নিচের কোনটি কৃত্তিম পাথর?
মোজাইক পাথর
বেলে পাথর
শেল পাথর
নিস পাথর
20. সেতুর ভিত্তি নির্মাণে মাটি পরীক্ষার জন্য ব্যবহৃত হয় কোনটি?
পারকুশন বোরিং
ওয়াশ বোরিং
কোর ড্রিলিং
টেস্ট সিলিন্ডার